দিল্লীর জেলাসমূহের তালিকা
দিল্লী ভারতের রাষ্ট্রীয় রাজধানী অঞ্চল যা ভারতের রাষ্ট্রপতি কর্তৃক পরিচালিত হয়। দিল্লী কে এগারোরি জেলায় ভাগ করা হয়েছে নিচে তার তালিকা দেওয়া হল।

নয়টি জেলায় বিভক্ত দিল্লীর পুরনো মানচিত্র

মধ্য দিল্লী

ভারতের প্রতিরক্ষা ও অর্থ মন্ত্রকগৃহ.
জেলাগুলির তালিকা
ক্রমাঙ্ক | জেলা | সদরদপ্তর | মহকুমা | ||
---|---|---|---|---|---|
১ | নতুন দিল্লী | কনৌট প্যালেস | চানক্যপুরী | কন্টনমেন্ট | বসন্ত বিহার |
২ | উত্তর দিল্লী | নারেলা | মডেল টাউল[1] | নারেলা | আলিপুর |
৩ | উত্তর-পশ্চিম দিল্লী | কাঞ্জাওয়ালা | রোহিণী | কাঞ্জাওয়ালা | সরস্বতী বিহার |
৪ | পশ্চিম দিল্লী | রজৌরি বাগান | প্যাটেল নগর | পাঞ্জাবী বাগ | রজৌরি বাগান |
৫ | দক্ষিণ-পশ্চিম দিল্লী | দ্বারকা | দ্বরকা | নাজফগড় | কাপাসেরা |
৬ | দক্ষিণ দিল্লী | সাকেত | সাকেত | হৌজ খাস | মেহরাউলি |
৭ | দক্ষিণ-পূর্ব দিল্লী | ডিফেন্স কলোনি | ডিফেন্স কলোনি | কালকাজি | সরিতা বিহার |
৮ | মধ্য দিল্লী | দরিয়াগঞ্জ | কোতওয়ালি | সিভিল লাইন্স | করোল বাগ |
৯ | উত্তর-পূর্ব দিল্লী | সীলমপুর | সীলমপুর | যমুনা বিহার | কারওয়াল নগর |
১০ | শহদরা | শহদরা | শহদরা | সীমাপুরী | বিবেক বিহার |
১১ | পূর্ব দিল্লী | প্রীত বিহার | গান্ধনগর | প্রীত বিহার | ময়ূর বিহার |
তথ্যসূত্র
- "North West District: Organisation Setup"। Government of Delhi website। ৩ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ ফেব্রুয়ারি ২০১৬।
আরও দেখুন
বহিঃসংযোগ
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.