সম্বলপুর জেলা
সম্বলপুর জেলা(ওড়িয়া: ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା, প্রতিবর্ণী. সম্বলপুর জিল্লা) পূর্ব ভারতে অবস্থিত ওড়িশা রাজ্যের ৩০ টি জেলার একটি জেলা৷ জেলাটি ওড়িশার উত্তর ওড়িশা বিভাগের অন্তর্গত৷ পশ্চিম ওড়িশাতে অবস্থিত বর্তমান সম্বলপুর জেলা বিভিন্ন প্রশাসনিক বিভক্তকরণ ও সংযুকতির ফলে সৃৃষ্ট৷ ১৬ই পৌষ ১৪০০ বঙ্গাব্দে(১লা জানুয়ারী ১৯৯৪ খ্রিষ্টাব্দ) সর্বশেষ দেবগড় জেলাটি সম্বলপুর জেলা থেকে পৃথক করা হয়৷ জেলাটির জেলাসদর সম্বলপুর শহরে অবস্থিত এবং সম্বলপুর মহকুমা, রেঢ়াখোল মহকুমা(রেঢ়াখোল) ও কোচিনদা মহকুমা(কোচিনদা) নিয়ে গঠিত৷
সম্বলপুর জেলা ସମ୍ବଲପୁର ଜିଲ୍ଲା | |
---|---|
ওড়িশার জেলা | |
![]() ওড়িশায় সম্বলপুরের অবস্থান | |
দেশ | ভারত |
রাজ্য | ওড়িশা |
প্রশাসনিক বিভাগ | উত্তর ওড়িশা বিভাগ |
সদরদপ্তর | সম্বলপুর |
তহশিল | ১০ |
আয়তন | |
• মোট | ৬৬২৪ কিমি২ (২৫৫৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০১১) | |
• মোট | ১০,৪১,০৯৯ |
• জনঘনত্ব | ১৬০/কিমি২ (৪১০/বর্গমাইল) |
জনতাত্ত্বিক | |
• সাক্ষরতা | ৭৬.২২ শতাংশ |
• লিঙ্গানুপাত | ৯৭৬ |
গড় বার্ষিক বৃষ্টিপাত | ১৪০২ মিমি |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট |
নামকরণ
স্থানীয়দের মধ্যে আরাধ্যা দেবী মা সমলেই (ওড়িয়া: ସମଲେଇ ମାଁ) এর নাম অনুসারে শহরটির নাম হয় সম্বলপুর৷ প্রতিমাটিকে এই অঞ্চলের ভূমিদেবী ও জাগ্রত বলে গণ্য করা হয়৷[1][2] যে অঞ্চলটিতে বর্তমান সম্বলপুর শহরটি অবস্থিত তার পুরাতন নাম ছিলো হীরাখন্ড[3]৷ ঐতিহাসিক বিভিন্ন নথিতে একে সম্বলক নামেও অভিহিত করা হয়েছে, তথা টলেমি ও এই জায়গাটিকে সম্বলক বলে উল্লেখ করেছেন৷[4]
ইতিহাস
ভূপ্রকৃতি
অর্থনীতি
অবস্থান
জেলাটির উত্তরে ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলা৷ জেলাটির উত্তর পূর্বে(ঈশান) ওড়িশা রাজ্যের সুন্দরগড় জেলা৷ জেলাটির পূর্বে ওড়িশা রাজ্যের দেবগড় জেলা৷ জেলাটির দক্ষিণ পূর্বে(অগ্নি) ওড়িশা রাজ্যের অনুগুল জেলা৷ জেলাটির দক্ষিণ পশ্চিমে(নৈঋত) ওড়িশা রাজ্যের সুবর্ণপুর জেলা৷ জেলাটির পশ্চিমে ওড়িশা রাজ্যের বারগড় জেলা৷ জেলাটির উত্তর পশ্চিমে(বায়ু) ওড়িশা রাজ্যের ঝারসুগুড়া জেলা৷[5]
জেলাটির আয়তন ৬৬২৪ বর্গ কিমি৷ রাজ্যের জেলায়তনভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে তম৷ জেলার আয়তনের অনুপাত ওড়িশা রাজ্যের ৪.২৫%৷
ভাষা
সম্বলপুর জেলায় প্রচলিত ভাষাসমূহের পাইচিত্র তালিকা নিম্নরূপ -
এই জেলার সিংহভাগ ওড়িয়াভাষী লোক সম্বলপুরি/কোশলি ভাষাতে সাবলীল৷
ধর্ম
জনসংখ্যার উপাত্ত
মোট জনসংখ্যা ৯৩৫৬১৩(২০০১ জনগণনা) তথা ১০৪১০৯৯(২০১১ জনগণনা)৷ রাজ্যে জনসংখ্যাভিত্তিক ক্রমাঙ্ক ৩০ টি জেলার মধ্যে ২০তম৷ ওড়িশা রাজ্যের ২.৪৮% লোক সম্বলপুর জেলাতে বাস করেন৷ জেলার জনঘনত্ব ২০০১ সালে ১৪১ ছিলো এবং ২০১১ সালে তা বৃদ্ধি পেয়ে ১৫৭ হয়েছে৷ জেলাটির ২০০১-২০১১ সালের মধ্যে জনসংখ্যা বৃৃদ্ধির হার ১১.২৭% , যা ১৯৯১-২০১১ সালের ১৫.০১% বৃদ্ধির হারের থেকে কম৷ জেলাটিতে লিঙ্গানুপাত ২০১১ অনুযায়ী ৯৭৬(সমগ্র) এবং শিশু(০-৬ বৎ) লিঙ্গানুপাত ৯৪০৷[7]
নদনদী
পরিবহন ও যোগাযোগ
পর্যটন ও দর্শনীয় স্থান
ঐতিহ্য ও সংস্কৃৃতি
শিক্ষা
জেলাটির স্বাক্ষরতা হার ৬৭.২৯%(২০০১) তথা ৭৬.২২%(২০১১)৷ পুরুষ স্বাক্ষরতার হার ৭৯.০১%(২০০১) তথা ৮৪.৩৫%(২০১১)৷ নারী স্বাক্ষরতার হার ৫৫.২১%(২০০১) তথা ৬৭.৯৩% (২০১১)৷ জেলাটিতে শিশুর অনুপাত সমগ্র জনসংখ্যার ১১.৩২%৷[7]
প্রশাসনিক বিভাগ
সীমান্ত
বিশিষ্ট ব্যাক্তিবর্গ
তথ্যসূত্র
- "(dead link)"। samaleswari.org। ২০১৬-১০-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৩।
- "Maa Samaleswari Temple"। Kosal। ২০১১-০১-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৩।
- "Sambalpur – Jharsuguda, a new destination for industrial development in Odisha. | Sambalpur News"। mysambalpur.in। সংগ্রহের তারিখ ২০১৫-০৪-১৩।
- Hotel The Grand SIBA, Sambalpur ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৫ নভেম্বর ২০১৬ তারিখে. thegrandsiba.com. Retrieved on 2011-01-20.
- https://www.mapsofindia.com/maps/orissa/tehsil/sambalpur.html
- http://www.censusindia.gov.in/2011census/C-16.html
- https://www.census2011.co.in/census/district/396-sambalpur.html