আল্লাহর ৯৯ টি নাম

আল্লাহর ৯৯টি নাম (আরবি: أسماء الله الحسنى) হলো ইসলাম ধর্ম মতে কুরআনহাদিসে বর্ণিত আল্লাহ্‌র গুণবাচক নামের একটি তালিকা বা সংকলন।[1] ইসলাম ধর্ম মতে বুনিয়াদি নাম বা ভিত্তি নাম একটিই। আর তা হলো আল্লাহ্, কিন্তু তার গুণবাচক নাম অনেকগুলো।

বিভিন্ন হাদীস অনুসারে আল্লাহ'র ৯৯টি নামের একটি তালিকা আছে। কিন্তু তাদের মধ্যে কোনো সুনির্দিষ্ট ধারাবাহিক ক্রম নেই। তাই সম্মিলিত মতৈক্যের ভিত্তিতে কোনো সুনির্দিষ্ট তালিকাও নেই। তাছাড়া কুরআন এবং হাদিসের বর্ণনা অনুসারে আল্লাহ্'র সর্বমোট নামের সংখ্যা ৯৯-এর অধিক, প্রায় ৪,০০০। অধিকন্তু আব্দুল্লাহ ইবনে মাসউদ কর্তৃক বর্ণিত একটা হাদিসে বর্ণিত হয়েছে যে, আল্লাহ্ তার কিছু নাম মানবজাতির অজ্ঞাত রেখেছেন।[2]

উৎস এবং ইতিহাস

এই নামসমূহের ব্যাপারে কুরআনের বর্ণনায় আল্লাহ তাআলার উদ্ধৃতি এসেছে

অনেকগুলো হাদিস দ্বারাই প্রমাণিত যে,[3] মুহাম্মাদ (সাঃ) আল্লাহ'র অনেকগুলো নাম-এর উল্লেখ করেছেন।

উদাহরণস্বরূপ একটি বিশুদ্ধ হাদিসে হযরত আবু হোরায়রা (রাঃ) নবী মুহাম্মাদ (সাঃ) এর উক্তি বর্ণনা করেন,

অর্থাৎ,

কুরআনের বর্ণনায় আল্লাহ'র গুণবাচক নামসমূহকে "সুন্দরতম নামসমূহ" বলে উল্লেখ করা হয়েছে। (নিম্ন-বর্ণিত দেখুন সূরা আল আরাফ ৭:১৮০, বনী-ইসরাঈল 17:110, ত্বোয়া-হা 20:8, আল হাশ্‌র 59:24)।

হাদীসে প্রাপ্ত আল্লাহ'র ৯৯টি নাম

আল্লাহর কিছু নাম কুরআনেও উল্লেখ করা হয়েছে এবং বিস্তারিতভাবে হাদীসে ৯৯ টি নামের একটি তালিকা পাওয়া যায়, কিন্তু সেটির সনদ দূর্বল। এছাড়াও নাসিরুদ্দিন আলবানী সুনানে ইবনে মাজাহ'তে উল্লেখিত হাদীসটির ক্ষেত্রে বলেছেন যে, "নাম গণনা ব্যতীত সহীহ"।[5] আর জামি তিরমিজিতে হাদীসের শেষে ইমাম তিরমিজিও মন্তব্য করেছেন।[6]

এই তালিকার সর্বপ্রথম কলামে অডিও ফাইলের লিঙ্ক দেয়া আছে। সেগুলো শুনতে অসুবিধা হলে এইখানে সহায়তা দেখুন ।

#আরবীতেবর্ণান্তরঅনুবাদ (আলোচ্য বিষয়বস্তুর উপর অর্থ নির্ভরশীল)ক্বুরআন-কারীমে এই নামের ব্যবহার
اللهআল্লাহআল্লাহঅসংখ্যবার ব্যবহৃত।
الرحمنআর রাহমানপরম দয়ালুসূরা তাওবাহ ব্যতীত প্রত্যেক সূরার শুরুতে, সূরা আর-রহমানে(সূরা নং:৫৫)[কুরআন 55:1] অনেকবার ব্যবহৃত।
الرحيمআর-রহী'মঅতিশয়-মেহেরবানসূরা তাওবাহ ব্যতীত প্রত্যেক সূরার শুরুতে, এবং আরো অসংখ্যবার ব্যবহৃত।
الملكআল-মালিকসর্বকর্তৃত্বময়59:23, 20:114, 23:116
القدوسআল-কুদ্দুসনিষ্কলুষ, অতি পবিত্র59:23, 62:1
السلامআস-সালামনিরাপত্তা-দানকারী, শান্তি-দানকারী59:23
المؤمنআল-মু'মিননিরাপত্তা ও ঈমান দানকারী59:23
المهيمنআল-মুহাইমিনপরিপূর্ন রক্ষণাবেক্ষণকারী59:23
العزيزআল-আ'জীজপরাক্রমশালী, অপরাজেয়3:6, 4:158, 9:40, 48:7, 59:23
১০الجبارআল-জাব্বারদুর্নিবার59:23
১১المتكبرআল-মুতাকাব্বিইরনিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী59:23
১২الخالقআল-খালিক্বসৃষ্টিকর্তা6:102, 13:16, 39:62, 40:62, 59:24
১৩البارئআল-বারীসঠিকভাবে সৃষ্টিকারী59:24
১৪المصورআল-মুছউইরআকৃতি-দানকারী59:24
১৫الغفارআল-গফ্ফারপরম ক্ষমাশীল20:82, 38:66, 39:5, 40:42, 71:10
১৬القهارআল-ক্বাহারকঠোর12:39, 13:16, 14:48, 38:65, 39:4, 40:16
১৭الوهابআল-ওয়াহ্হাবসবকিছু দানকারী3:8, 38:9, 38:35
১৮الرزاقআর-রজ্জাক্বরিযিকদাতা51:58
১৯الفتاحআল ফাত্তাহবিজয়দানকারী34:26
২০العليمআল-আ'লীমসর্বজ্ঞ2:158, 3:92, 4:35, 24:41, 33:40
২১القابضআল-ক্ববিদ্ব'সংকীর্ণকারী2:245
২২الباسطআল-বাসিতপ্রশস্তকারী2:245
22الخافضআল-খফিদ্বুঅবনতকারী53:6
২৪الرافعআর-রফীই'উন্নতকারী58:11, 6:83
২৫المعزআল-মুই'জ্বসম্মান-দানকারী3:26
২৬المذلআল-মুদ্বি'ল্লু(অবিশ্বাসীদের) বেইজ্জতকারী3:26
২৭السميعআস্-সামিই'সর্বশ্রোতা2:127, 2:256, 8:17, 49:1
২৮البصيرআল-বাছীরসর্ববিষয়-দর্শনকারী4:58, 17:1, 42:11, 42:27
২৯الحكمআল-হা'কামঅটল বিচারক22:69
৩০العدلআল-আ'দলপরিপূর্ণ-ন্যায়বিচারক6:115
৩১اللطيفআল-লাতীফসকল-গোপন-বিষয়ে-অবগত6:103, 22:63, 31:16, 33:34
৩২الخبيرআল-খ'বীরসকল ব্যাপারে জ্ঞাত6:18, 17:30, 49:13, 59:18
৩৩الحليمআল-হা'লীমঅত্যন্ত ধৈর্যশীল2:235, 17:44, 22:59, 35:41
৩৪العظيمআল-আ'জীমসর্বোচ্চ-মর্যাদাশীল2:255, 42:4, 56:96
৩৫الغفورআল-গফুরপরম ক্ষমাশীল2:173, 8:69, 16:110, 41:32
৩৬الشكورআশ্-শাকুরগুনগ্রাহী35:30, 35:34, 42:23, 64:17
৩৭العليআল-আ'লিইউউচ্চ-মর্যাদাশীল4:34, 31:30, 42:4, 42:51
৩৮الكبيرআল-কাবিইরসুমহান13:9, 22:62, 31:30
৩৯الحفيظআল-হা'ফীজসংরক্ষণকারী11:57, 34:21, 42:6
৪০المقيتআল-মুক্বীতসকলের জীবনোপকরণ-দানকারী4:85
৪১الحسيبআল-হাসীবহিসাব-গ্রহণকারী4:6, 4:86, 33:39
৪২الجليلআল-জালীলপরম মর্যাদার অধিকারী55:27, 39:14, 7:143
৪৩الكريمআল-কারীমসুমহান দাতা27:40, 82:6
৪৪الرقيبআর-রক্বীবতত্ত্বাবধায়ক4:1, 5:117
৪৫المجيبআল-মুজীবজবাব-দানকারী, কবুলকারী11:61
৪৬الواسعআল-ওয়াসি'সর্ব-ব্যাপী, সর্বত্র-বিরাজমান2:268, 3:73, 5:54
৪৭الحكيمআল-হাকীমপরম-প্রজ্ঞাময়31:27, 46:2, 57:1, 66:2
৪৮الودودআল-ওয়াদুদ(বান্দাদের প্রতি) সদয়11:90, 85:14
৪৯المجيدআল-মাজীদসকল-মর্যাদার-অধিকারী11:73
৫০الباعثআল-বাই'ছ'পুনুরুজ্জীবিতকারী22:7
৫১الشهيدআশ্-শাহীদসর্বজ্ঞ-স্বাক্ষী4:166, 22:17, 41:53, 48:28
৫২الحقআল-হা'ক্বপরম সত্য6:62, 22:6, 23:116, 24:25
৫৩الوكيلআল-ওয়াকিলপরম নির্ভরযোগ্য কর্ম-সম্পাদনকারী3:173, 4:171, 28:28, 73:9
৫৪القويআল-ক্বউইউপরম-শক্তির-অধিকারী22:40, 22:74, 42:19, 57:25
৫৫المتينআল-মাতীনসুদৃঢ়51:58
৫৬الوليআল-ওয়ালিইউঅভিভাবক ও সাহায্যকারী4:45, 7:196, 42:28, 45:19
৫৭الحميدআল-হা'মীদসকল প্রশংসার অধিকারী14:8, 31:12, 31:26, 41:42
৫৮المحصيআল-মুহছীসকল সৃষ্টির ব্যপারে অবগত72:28, 78:29, 82:10-12
৫৯المبدئআল-মুব্দি'প্রথমবার-সৃষ্টিকর্তা10:34, 27:64, 29:19, 85:13
৬০المعيدআল-মুঈ'দপুনরায়-সৃষ্টিকর্তা10:34, 27:64, 29:19, 85:13
৬১المحييআল-মুহ'য়ীজীবন-দানকারী7:158, 15:23, 30:50, 57:2
৬২المميتআল-মুমীতমৃত্যু-দানকারী3:156, 7:158, 15:23, 57:2
৬৩الحيআল-হাইয়্যুচিরঞ্জীব2:255, 3:2, 25:58, 40:65
৬৪القيومআল-ক্বাইয়্যুমসমস্তকিছুর ধারক ও সংরক্ষণকারী2:255, 3:2, 20:111
৬৫الواجدআল-ওয়াজিদঅফুরন্ত ভান্ডারের অধিকারী38:44
৬৬الماجدআল-মাজিদশ্রেষ্ঠত্বের অধিকারী85:15, 11:73,
৬৭الواحدআল-ওয়াহি'দএক ও অদ্বিতীয়2:163, 5:73, 9:31, 18:110
৬৮الصمدআছ্-ছমাদঅমুখাপেক্ষী112:2
৬৯القادرআল-ক্বদিরসর্বশক্তিমান6:65, 36:81, 46:33, 75:40
৭০المقتدرআল-মুক্ব্তাদিরনিরঙ্কুশ-সিদ্বান্তের-অধিকারী18:45, 54:42, 54:55
৭১المقدمআল-মুক্বদ্দিমঅগ্রসারক16:61, 17:34,
৭২المؤخرআল-মুয়াক্খিরঅবকাশ দানকারী71:4
৭৩الأولআল-আউয়ালঅনাদি57:3
৭৪الأخرআল-আখিরঅনন্ত, সর্বশেষ57:3
৭৫الظاهرআজ-জ'হিরসম্পূর্নরূপে-প্রকাশিত57:3
৭৬الباطنআল-বাত্বিনদৃষ্টি হতে অদৃশ্য57:3
৭৭الواليআল-ওয়ালিসমস্ত-কিছুর-অভিভাবক13:11, 22:7
৭৮المتعاليআল-মুতাআ'লিসৃষ্টির গুনাবলীর উর্দ্ধে13:9
৭৯البرআল-বার্পরম-উপকারী, অণুগ্রহশীল52:28
৮০التوابআত্-তাওয়াবতাওবার তাওফিক দানকারী এবং কবুলকারী2:128, 4:64, 49:12, 110:3
৮১المنتقمআল-মুনতাক্বিমপ্রতিশোধ-গ্রহণকারী32:22, 43:41, 44:16
৮২العفوআল-আ'ফঊপরম-উদার4:99, 4:149, 22:60
৮৩الرؤوفআর-রউফপরম-স্নেহশীল3:30, 9:117, 57:9, 59:10
৮৪مالك الملكমালিকুল-মুলকসমগ্র জগতের বাদশাহ্3:26
৮৫ذو الجلال والإكرامযুল-জালালি-ওয়াল-ইকরামমহিমান্বিত ও দয়াবান সত্তা55:27, 55:78
৮৬المقسطআল-মুক্ব্সিতহকদারের হক-আদায়কারী7:29, 3:18
৮৭الجامعআল-জামিই'একত্রকারী, সমবেতকারী3:9
৮৮الغنيআল-গণিই'অমুখাপেক্ষী ধনী3:97, 39:7, 47:38, 57:24
৮৯المغنيআল-মুগণিই'পরম-অভাবমোচনকারী9:28
৯০المانعআল-মানিই'অকল্যানরোধক67:21
৯১الضارআয্-যরক্ষতিসাধনকারী6:17
৯২النافعআন্-নাফিই'কল্যাণকারী30:37
৯৩النورআন্-নূরপরম-আলো24:35
৯৪الهاديআল-হাদীপথ-প্রদর্শক22:54
৯৫البديعআল-বাদীই'অতুলনীয়2:117, 6:101
৯৬الباقيআল-বাক্বীচিরস্থায়ী, অবিনশ্বর55:27
৯৭الوارثআল-ওয়ারিস'উত্তরাধিকারী15:23, 57:10
৯৮الرشيدআর-রাশীদসঠিক পথ-প্রদর্শক2:256, 72:10
৯৯الصبورআস-সবুরঅত্যধিক ধৈর্যধারণকারী2:153, 3:200, 103:3

ইসলামিক পরিভাষায় আল্লাহর সর্বশ্রেষ্ঠ নাম

বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহর নামসমূহের মধ্যে শ্রেষ্ঠ একটি নাম রয়েছে। ইসলামিক পরিভাষায় একে ইসমে আযম (অর্থ: "সর্বশ্রেষ্ঠ নাম") বলা হয়। এবং কেউ যদি এই নামসমূহের মাধ্যমে আল্লাহর কাছে প্রার্থনা করে, সেটা তিনি (আল্লাহ) অবশ্যই কবুল করবেন।

বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে হাদীসসমূহ বর্ণিত হয়েছে। যেমন, এক হাদিসে বর্ণিত হয়েছে, নবী মুহাম্মাদ (সাঃ) এক ব্যক্তিকে দেখলেন সালাতে তাশাহহুদে সে এ বলে দুআ করছে :

তখন নবী এই প্রার্থনা শুনে তার সাহাবীদের বললেন:

অপর এক হাদিসে তিনি বলেন:

অর্থাৎ,

তবে হাদিসসমূহে সুনির্দিষ্ট করে কোন একটি নামের কথা উল্লেখ করা হয় নি, যার কারনে ঠিক কোন নামটি সেই ইসমে আজম, সেটা নিয়ে ইসলামী ধর্মীয় বিশেষজ্ঞদের ভিতরে ব্যাপক মতভেদ আছে।

কারো কারো মতে, যেহেতু এই নামটি দুআ' কবুলের ব্যপারে খুবই শক্তিশালী (অর্থাৎ, ব্যক্তিবিশেষ অসৎ উদ্দেশ্যে সেটা ব্যবহার করতে পারে), তাই আল্লাহ তাআলা নিজে (এবং সেই অণুযায়ী মুহাম্মাদ (সাঃ) ও) এই নামটি জনসমক্ষে প্রকাশ করেননি।

এই নামগুলো দ্বারা কোনো ব্যক্তির নামকরণ

ইসলামিক মতানুসারে, হুবহু এই নামগুলো দ্বারা কোনো ব্যক্তির নামকরণ করার অনুমতি নেই।[11] উদাহরণস্বরূপ: কারো নাম সরাসরি "আল-মালিক" রাখা যাবে না, বরং "মালিক" রাখা যেতে পারে। এটা এই বিশ্বাসের কারণে যে, কোনো সৃষ্টি, সৃষ্টিকর্তা আল্লাহ'র সমকক্ষ হতে পারে না। তাই নামগুলো ব্যবহার করা যাবে; কিন্তু "আল-" শব্দাংশ-সহ ব্যবহার করা যাবে না।[12] অধিকন্তু, কিছু নাম ব্যবহার করা একেবারেই নিষিদ্ধ; কারণ সেই গুণাবলীগুলো মানুষের সম্পূর্ণ আয়ত্তের বাইরে। যেমন: "আল্লাহ", "খালিক্ব" ইত্যাদি।

তবে, যেকোনো নামের প্রথমে (ক্ষেত্রভেদে) "আব্দ"/"আব্দুল"/"আব্দুর"/"আব্দুস" শব্দাংশ (বাংলায় যার অর্থ "দাস" বা "গোলাম") যোগ করে সেটাকে কোনো ব্যক্তির নাম হিসেবে ব্যবহার করা যাবে। যেমন: "খালিক্ব" (অর্থাৎ "সৃষ্টিকর্তা") ব্যক্তির নাম হিসেবে নিষিদ্ধ হলেও "আব্দুল খালিক্ব" (অর্থাৎ "সৃষ্টিকর্তার গোলাম") নামটি খুবই গ্রহণযোগ্য এবং মুসলমান সমাজে প্রচলিত।

এই ব্যপারে অন্যান্য ধর্মীয় মতবাদ

আরো দেখুন

তথ্যসূত্র

  1. Fleming, Marrianne (২০০৪)। Religious Studies for AQA; Thinking About God and Morality। Oxford: Heinemann Educational Publishers। অজানা প্যারামিটার |= উপেক্ষা করা হয়েছে (সাহায্য); অজানা প্যারামিটার |coauthors= উপেক্ষা করা হয়েছে (|author= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য)
  2. Taymiyya, Ibn। The Goodly Word: al-Kalim al-Ṭayyib। Islamic Texts Society। পৃষ্ঠা 72। আইএসবিএন 1903682150।
  3. Ibn Majah, Book of Du`a; and by Imam Malik in his Muwatta', Kitab al-Shi`r
  4. সহীহ মুসলিম, ৩৫:৬৪৭৫ (ইংরেজি)
  5. সুনানে ইবনে মাজাহ ৩৮৬১, iHadis.com
  6. জামে' আত-তিরমিজি ৩৫০৭, iHadis.com আবূ ঈসা বলেনঃ এ হাদীসটি গারীব। একাধিক রাবী এ হাদীস সাফওয়ান ইবনু সালিহ্‌-এর সূত্রে আমাদের নিকট বর্ণনা করেছেন। আমরা শুধু সাফওয়ান ইবনু সালিহ্‌-এর সূত্রে এ হাদীস জেনেছি। হাদিস বিশারদদের মতে তিনি নির্ভরযোগ্য রাবী। উক্ত হাদীস আবূ হুরাইরা (রাঃ) সূত্রে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে ভিন্নরূপেও বর্ণিত হয়েছে। আমরা ঐ একটি হাদীস ব্যতীত আল্লাহ্‌ তা’আলার নামসমূহ প্রসঙ্গে অবগত নই। অবশ্য আদাম ইবনু আবূ ইয়াস এ হাদীস ভিন্ন সনদসূত্রে আবূ হুরাইরা (রাঃ)-এর মাধ্যমে রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণনা করেছেন এবং তাতে আল্লাহ্‌ তা’আলার নামসমূহ উল্লেখ করেছেন, কিন্তু তার সনদসূত্র সহীহ নয়।
  7. সুনান আবু দাউদ, কিতাবুস সালাত, হাদীস নং-১৪৯৫
  8. আল-আদাব আল-মুফরাদ (হাদিসের সংকলন), সংকলক: ইমাম বুখারী (রাঃ)
  9. নাসায়ী
  10. তিরমিজী(৪/২৬০)
  11. Are there any names which it is forbidden to use? If so, what are they?
  12. "Prohibited Muslim Names."। ১৪ জুলাই ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ মে ২০১২

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.