আবদুল কাদির (ক্রিকেটার)

আবদুল কাদির (উর্দু: عبد القادر خان; জন্ম: ১৫ সেপ্টেম্বর, ১৯৫৫ - মৃত্যু: ৬ সেপ্টেম্বর, ২০১৯) ছিলেন পাকিস্তানী আন্তর্জাতিক ক্রিকেটার। পরে ভাষ্যকার এবং সম্প্রতি তিনি পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হয়েহিলেন। ৭০' দশকের শেষ ভাগে এবং পূরো ৮০' র দশক জুড়ে মাঠ কাঁপানো একজন খ্যাতনামা পাকিস্তানি ক্রিকেটার তিনি। বিশ্বের অন্যতম সেরা লেগ স্পিনারদের একজন হিসেবে তাকে গণ্য করা হতো।[1] গুগলি বোলিংয়ের জন্য বিখ্যাত ছিলেন। তিনি ছিলেন তার সময়ের একজন দারুণ রিস্ট স্পিনার। তিনি ছিলেন ডানহাতি ব্যাটসম্যান।

আবদুল কাদির
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামআবদুল কাদির খান
জন্ম (1955-09-15) ১৫ সেপ্টেম্বর ১৯৫৫
লাহোর, পাঞ্জাব, পাকিস্তান
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি লেগ স্পিন
ভূমিকাবোলার
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ৭৮)
ডিসেম্বর ১৯৭৭ বনাম ইংল্যান্ড
শেষ টেস্টডিসেম্বর ১৯৯০ বনাম ওয়েস্ট ইন্ডিজ
ওডিআই অভিষেক
(ক্যাপ ৪৩)
১১ জুন ১৯৮৩ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ ওডিআই২ নভেম্বর ১৯৯৩ বনাম শ্রীলঙ্কা
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই প্র-শ্রে এ তালিকা
ম্যাচ সংখ্যা ৬৭ ১০৪ ২০৯ ১৪৭
রানের সংখ্যা ১০২৯ ৬৪১ ৩৭৪০ ৮৬৯
ব্যাটিং গড় ১৫.৫৯ ১৫.২৬ ১৮.৩৩ ১৪.০১
১০০/৫০ ০/৩ ০/০ ২/৮ ০/০
সর্বোচ্চ রান ৬১ ৪১* ১১২ ৪১*
বল করেছে ১৭১২৬ ৫১০০ ৪৯০৩৬ ৭০১৪
উইকেট ২৩৬ ১৩২ ৯৬০ ২০২
বোলিং গড় ৩২.৮০ ২৬.১৬ ২৩.২৪ ২৩.০৯
ইনিংসে ৫ উইকেট ১৫ ৭৫
ম্যাচে ১০ উইকেট - ২১
সেরা বোলিং ৯/৫৬ ৫/৪৪ ৯/৪৯ ৫/৩১
ক্যাচ/স্ট্যাম্পিং ১৫/– ২১/– ৮৩/– ৯২/–
উৎস: ইএসপিএন, ৯ জানুয়ারি ২০১৯

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.