আন্তর্জাতিক রোয়িং ফেডারেশন

আন্তর্জাতিক রোয়িং ফেডারেশন বা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডেস সোসাইটিস ডি অ্যাভিরন (Fédération Internationale des Sociétés d'Aviron) সংক্ষেপে ফিসা বা এফআইএসএ (FISA) হল আন্তর্জাতিক রোয়িংয়ের (দাড়টানা খেলা) পরিচালনা পর্ষদ। এটি রোয়িং বিশ্বকাপ, বিশ্ব রোয়িং চ্যাম্পিয়নশিপ ও অন্যান্য রোয়িং প্রতিয়োগিতা আয়োজন, পরিচালনা ও নিয়ন্ত্রণ করে।

আন্তর্জাতিক রোয়িং ফেডারেশন
কার্যক্ষেত্রবিশ্বব্যাপী
সংক্ষেপেএফআইএসএ বা ফিসা
সদর দফতরলোজান, সুইজারল্যান্ড

এফআইএসএ এর বর্তমান সভাপতি জেন ক্রিস্টোফে রোনাল্ড, তিনি ২০১৪ সালে লরসার্নেতে এক অনুষ্ঠানের মাধ্যমে ডেনিস ওসওয়াল্ডের উত্তরসূরি হিসাবে পদে অধিষ্ঠিত হন।

ইতিহাস

১৮৯২ সালের ২৫ জুন তুরিনে ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, আদরিটিকা এবং ইতালির রোয়িং প্রতিনিধিদল কর্তৃক রোয়িং খেলাকে বিশ্বব্যাপী আরও জনপ্রিয় করে তুলা এবং প্রতিযোগিতার ধরন, দৈর্ঘ্য, নৌকার ধরন ও ওজন প্রভৃতি নির্ধারণের লক্ষ্যে এফআইএসএ প্রতিষ্ঠিত হয়।

প্রতিযোগিতা

এফআইএসএ প্রতি বছর বহু রোয়িং প্রতিযোগিতার আয়োজন করে থাকে।

তথ্যসূত্র

    বহিঃসংযোগ

    টেমপ্লেট:National Members of the International Rowing Federation টেমপ্লেট:Rowing (sport) টেমপ্লেট:Rowing Competitions

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.