আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডসমূহের তালিকা

১৯৫৯ সালে প্রথমবারের মত আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) অনুষ্ঠিত হয় রোমানিয়ায়আন্তর্জাতিক বিজ্ঞান অলিম্পিয়াডসমূহের মধ্যে প্রাচীনতম-আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড সেই হতে প্রতিবছর নিয়মিতভাবে অনুষ্ঠিত হয়। শুধুমাত্র ১৯৮০ সালে মঙ্গোলিয়ার অভ্যন্তরীণ গণ্ডগোলের কারণে গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়নি।[1] কারণ, প্রথমদিকে এই প্রতিযোগিতাটি পূর্ব ব্লকের (সোভিয়েত প্রভাব বলয়) অন্তর্গত এবং ওয়ারশ চুক্তিতে অন্তর্ভুক্ত পূর্ব ইউরোপীয় দেশসমূহ নিয়ে চালু করা হয়েছিল,[2] তাই পূর্ব ইউরোপের দেশসমূহই প্রথমদিকের আইএমওগুলোর আয়োজন করে। পরবর্তীতে ধীরে ধীরে অন্যান্য দেশও এর আয়োজন করা শুরু করে।[3] প্রথমদিকের কিছু অলিম্পিয়াডের আয়োজন সম্পর্কিত তথ্য - যেমন কবে ও কোন শহরে তা অনুষ্ঠিত হয়েছিল, তা নিয়ে বিভ্রান্তি আছে।[4]

আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের লোগো

১৯৫৯ সালে রোমানিয়ায় প্রথমবারের মত আইএমও অনুষ্ঠিত হয়েছিল। সাতটি দেশ সেবারে অংশগ্রহণ করেছিল বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, পূর্ব জার্মানি, হাঙ্গেরি, পোল্যান্ড, রোমানিয়া এবং সোভিয়েত ইউনিয়ন এবং আয়োজক দেশই শীর্ষস্থান লাভ করে।[5] এরপর থেকেই ধীরে ধীরে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়েঃ ১৯৬৯ সালে ১৪টি দেশ, ১৯৮৯ সালে ৫০টি দেশ এবং ২০০৯ শালে ১০৪টি দেশ এতে অংশ নেয়।[6]

উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা অবৈধ পন্থা অনুসরণ করতে গিয়ে ধরা পড়ে। ফলশ্রুতিতে তারা ১৯৯১ সালে অনুষ্ঠিত ৩২তম আইএমও এবং ২০১০ সালে অনুষ্ঠিত ৫১তম আইএমও থেকে বহিষ্কৃত হয়।[7] ২০১১ সালের জানুয়ারি মাসে ২০১১-২০১৫ সাল পর্যন্ত সকল অনুষ্ঠানের খরচ বহনের জন্য গুগল আইএমও'র প্রতিষ্ঠানকে ১ মিলিয়ন দেয়।

অলিম্পিয়াডসমূহ

২০০১ সালে অনুষ্ঠিত আইএমও'র চারজন পূর্ণ নাম্বার প্রাপ্ত প্রতিযোগী। বাম থেকেঃ গ্যাব্রিয়েল ক্যারল, রেড বার্টন (দুজনেই যুক্তরাষ্ট্রের), ঝিগিয়াং ঝাং এবং লিয়াং জিয়াও (দুজনেই চীনের)।
২০০৯ সালে অনুষ্ঠিত আইএমও'র বাংলাদেশ দল।
২০১০ সালে অনুষ্ঠিত আইএমও'র সার্বিয়া দল।
#[6] স্থান বছর তারিখ[6] শীর্ষস্থানীয় দেশ[8] তথ্যসূত্র
  ব্রাসোভবুখারেস্ট ১৯৫৯২৩ জুন ৩১ জুলাই রোমানিয়া [9]
  সিনায়া ১৯৬০১৮ জুলাই ২৫ জুলাই চেকোস্লোভাকিয়া [9]
  ভেসপ্রেম ১৯৬১৬ জুলাই ১৬ জুলাই হাঙ্গেরি [9]
  চেস্কে বুদেজোভিসে ১৯৬২৭ জুলাই ১৫ জুলাই হাঙ্গেরি [9]
  ওয়ারশরোক্ল ১৯৬৩৫ জুলাই ১৩ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
  মস্কো ১৯৬৪৩০ জুন ১০ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
  পূর্ব বার্লিন ১৯৬৫১৩ জুন ১৩ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
  সোফিয়া ১৯৬৬৩ জুলাই ১৩ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
  সেটিনে ১৯৬৭৭ জুলাই ১৩ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
১০  মস্কো ১৯৬৮৫ জুলাই ১৮ জুলাই পূর্ব জার্মানি [9]
১১  বুখারেস্ট ১৯৬৯৫ জুলাই ২০ জুলাই হাঙ্গেরি [9]
১২  কেজথলি ১৯৭০৮ জুলাই ২২ জুলাই হাঙ্গেরি [9]
১৩  জিলিনা ১৯৭১১০ জুলাই ২১ জুলাই হাঙ্গেরি [9]
১৪  তরুন ১৯৭২৫ জুলাই ১৭ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
১৫  মস্কো ১৯৭৩৫ জুলাই ১৬ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
১৬  এরফুর্টপূর্ব বার্লিন ১৯৭৪৪ জুলাই ১৭ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
১৭  বার্গাসসোফিয়া ১৯৭৫৩ জুলাই ১৬ জুলাই হাঙ্গেরি [9]
১৮  লী ১৯৭৬২ জুলাই ২১ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
১৯  বেলগ্রেড ১৯৭৭১ জুলাই ১৩ জুলাই যুক্তরাষ্ট্র [9]
২০  বুখারেস্ট ১৯৭৮৩ জুলাই ১০ জুলাই রোমানিয়া [9]
২১  লন্ডন ১৯৭৯৩০ জুন ৯ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
  ১৯৮০ সালে মঙ্গোলিয়াতে আইএমও অনুষ্ঠিত হবার কথা ছিল। পরবর্তীতে এটিকে বাতিল করা হয় এবং পরবর্তীতে ইউরোপে দুইটি অনানুষ্ঠানিক অনুষ্ঠানে বিভক্ত হয়।[1]
২২  ওয়াশিংটন ডি.সি. ১৯৮১৮ জুলাই ২০ জুলাই যুক্তরাষ্ট্র [9]
২৩  বুদাপেস্ট ১৯৮২৫ জুলাই ১৪ জুলাই পশ্চিম জার্মানি [9]
২৪  প্যারিস ১৯৮৩৩ জুলাই ১২ জুলাই পশ্চিম জার্মানি [9]
২৫  প্রাগ ১৯৮৪২৯ জুন ১০ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
২৬  ইয়ৎসা ১৯৮৫২৯ জুলাই ১১ জুলাই রোমানিয়া [9]
২৭  ওয়ারশ ১৯৮৬৪ জুলাই ১৫ জুলাই সোভিয়েত ইউনিয়ন যুক্তরাষ্ট্র [9]
২৮  হাভানা ১৯৮৭৫ জুলাই ১৬ জুলাই রোমানিয়া [9]
২৯  সিডনী ও ক্যানবেরা ১৯৮৮৯ জুলাই ২১ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9]
৩০  ব্রনসুইগ ১৯৮৯১৩ জুলাই ২৪ জুলাই চীন [9]
৩১  বেইজিং ১৯৯০৮ জুলাই ১৯ জুলাই চীন [9]
৩২  সিগটুনা ১৯৯১১২ জুলাই ২৩ জুলাই সোভিয়েত ইউনিয়ন [9][টী 1]
৩৩  মস্কো ১৯৯২১০ জুলাই ২১ জুলাই চীন [9]
৩৪  ইস্তানবুল ১৯৯৩১৩ জুলাই ২৪ জুলাই চীন [9]
৩৫  হংকং[টী 2] ১৯৯৪৮ জুলাই ২০ জুলাই যুক্তরাষ্ট্র [9]
৩৬  টরেন্টো ১৯৯৫১৩ জুলাই ২৫ জুলাই চীন [10]
৩৭  মুম্বাই ১৯৯৬৫ জুলাই ১৭ জুলাই রোমানিয়া [11]
৩৮  মার ডেল প্লাটা ১৯৯৭১৮ জুলাই ৩১ জুলাই চীন [12]
৩৯  তাইপেই ১৯৯৮১০ জুলাই ২১ জুলাই ইরান [13]
৪০  বুখারেস্ট ১৯৯৯১০ জুলাই ২২ জুলাই চীন
 রাশিয়া
[14]
৪১  দ্যাজন ২০০০১৩ জুলাই ২৫ জুলাই চীন [15]
৪২  ওয়াশিংটন ডি.সি. ২০০১১ জুলাই ১৪ জুলাই চীন [16]
৪৩  গ্লাসগো ২০০২১৯ জুলাই ৩০ জুলাই চীন [17]
৪৪  টোকিও ২০০৩৭ জুলাই ১৯ জুলাই বুলগেরিয়া [18]
৪৫  এথেন্স ২০০৪৬ জুলাই ১৮ জুলাই চীন [19]
৪৬  মেরিডা ২০০৫৮ জুলাই ১৯ জুলাই চীন [20]
৪৭  লিউব্লিয়ানা ২০০৬৬ জুলাই ১৮ জুলাই চীন [21]
৪৮  হ্যানয় ২০০৭১৯ জুলাই ৩১ জুলাই রাশিয়া [22]
৪৯  মাদ্রিদ ২০০৮১০ জুলাই ২২ জুলাই চীন [23]
৫০  ব্রেমেন ২০০৯১০ জুলাই ২২ জুলাই চীন [24]
৫১  আস্তানা ২০১০২ জুলাই ১৪ জুলাই চীন [25]
৫২  আমস্টারডাম ২০১১১৩ জুলাই ২৪ জুলাই চীন [26]
৫৩  মার ডেল প্লাটা ২০১২৪ জুলাই ১৬ জুলাই দক্ষিণ আফ্রিকা [27]
৫৪  সানতা মারতা ২০১৩১৮ জুলাই ২৮ জুলাই চীন [28]
৫৫  কেপ টাউন[29] ২০১৪৩ জুলাই ১৩ জুলাই চীন
৫৬  চিয়াং মাই ২০১৫৪ জুলাই ১৬ জুলাই যুক্তরাষ্ট্র [30]
৫৭  হংকং ২০১৬
৫৮  ২০১৭
৫৯  ২০১৮
৬০  ২০১৯

আরো দেখুন

টীকা

  1. ১৯৯১ সালেই সোভিয়েত ইউনিয়ন সর্বশেষবারের মত অংশগ্রহণ করে। ১৯৯২ সাল থেকে প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের দেশসমূহ রাশিয়াসহ পৃথকভাবে অংশ নেয়।[8]
  2. অলিম্পিয়াডের সময় হংকং গণপ্রজাতন্ত্রী চীনের কর্তৃত্বাধীন ছিল না।

তথ্যসূত্র

সাধারণ
সুনির্দিষ্ট
  1. "UK IMO register"। IMO register। সংগ্রহের তারিখ ২০১১-০৬-১৭
  2. "More IMO Facts"। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-০৫
  3. "Singapore International Mathematical Olympiad (SIMO) Home Page"। Singapore Mathematical Society। সংগ্রহের তারিখ ২০০৮-০২-০৪
  4. "Norwegian Students in International Mathematical Olympiad"। ২০০৬-১০-২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-০৫
  5. "1st IMO 1959"। International Mathematical Olympiad। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২০
  6. "Timeline"। International Mathematical Olympiad। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২০
  7. "International Mathematical Olympiad: Democratic People's Republic of Korea"। সংগ্রহের তারিখ ২০১০-০৭-১৭
  8. "Ranking of countries"। International Mathematical Olympiad। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২০
  9. "US teams at the IMO"Mathematical Association of America। ২০১১-০৭-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-১৯
  10. "IMO 1995"। Canadian Mathematical Society। ২০০৮-০২-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  11. "IMO 1996"। Canadian Mathematical Society। ২০০৮-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  12. "IMO 1997" (স্পেনীয় ভাষায়)। Argentina। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  13. "IMO 1998"। Republic of China। ১৯৯৮-১২-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০২-১৬
  14. "IMO 1999"। Canadian Mathematical Society। ২০০৮-০২-২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  15. "IMO 2000"। Wolfram। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  16. "IMO 2001"। Canadian Mathematical Society। ২০১১-০৫-১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  17. Andreescu, Titu (২০০৪)। USA & International Mathematical Olympiads 2002। Mathematical Association of America। আইএসবিএন 978-0-88385-815-8।
  18. "IMO 2003"। Japan। ২০০৮-০৩-০৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  19. "IMO 2004"। Greece। ২০০৪-০৬-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০২-১৬
  20. "IMO 2005"। Mexico। ২০০৫-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-০২-১৬
  21. "IMO 2006"। Slovenia। ২০০৯-০২-২৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  22. "IMO 2007"। Vietnam। ২০০৯-০২-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  23. "IMO 2008"। Spain। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  24. "IMO 2009" (জার্মান ভাষায়)। Germany। সংগ্রহের তারিখ ২০০৮-০৩-১৭
  25. "51st IMO 2010"। IMO। সংগ্রহের তারিখ ২০১১-০৭-২২
  26. "52nd IMO 2011"। IMO। সংগ্রহের তারিখ ২০১১-০৭-২২
  27. "53rd IMO 2012"। IMO। সংগ্রহের তারিখ ২০১১-০৭-২২
  28. "54th International Mathematical Olympiad"। Universidad Antonio Nariño। ২১ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ জুলাই ২০, ২০১২
  29. SOUTH AFRICAN MATHEMATICS FOUNDATION official site: OLYMPIAD HOST CITY ANNOUNCED ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৫ অক্টোবর ২০১৪ তারিখে
  30. http://www.imo2015.org/

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.