অজিত ওয়াড়েকর

অজিত লক্ষ্মণ ওয়াড়েকর (উচ্চারণ ; জন্ম: ১ এপ্রিল, ১৯৪১ - মৃত্যু: ১৫ আগস্ট, ২০১৮) বোম্বেতে জন্মগ্রহণকারী প্রথিতযশা ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন। ১৯৬৬ থেকে ১৯৭৪ সময়কালে ভারত ক্রিকেট দলের পক্ষে খেলেছেন তিনি। এছাড়াও, দলের অধিনায়কেরও দায়িত্বে ছিলেন অজিত ওয়াড়েকর। আক্রমণধর্মী বামহাতি ব্যাটসম্যানরূপে ভারত দলে খেলেছেন। পাশাপাশি বামহাতি মিডিয়াম ও স্লো লেফট আর্ম অর্থোডক্স বোলিংয়েও পারদর্শিতা দেখিয়েছেন তিনি। ১৯৫৮ সালে প্রথম-শ্রেণীর ক্রিকেটে তার অভিষেক ঘটে। এরপর ১৯৬৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেন। সচরাচর তিন নম্বরে ব্যাটিংয়ে নামতেন ও তাকে অন্যতম সেরা স্লিপ ফিল্ডার হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। তার অধিনায়কত্বে ভারত দল ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয় করে।

অজিত ওয়াড়েকর
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামঅজিত লক্ষ্মণ ওয়াড়েকর
জন্ম(১৯৪১-০৪-০১)১ এপ্রিল ১৯৪১
বোম্বে, বর্তমানে (মুম্বই, মহারাষ্ট্র, ভারত)
মৃত্যু১৫ আগস্ট ২০১৮(2018-08-15) (বয়স ৭৭)[1]
মুম্বাই, ভারত
ব্যাটিংয়ের ধরনবামহাতি
বোলিংয়ের ধরনবামহাতি মিডিয়াম, স্লো লেফট-আর্ম অর্থোডক্স
ভূমিকাব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক১৩ ডিসেম্বর ১৯৬৬ বনাম ওয়েস্ট ইন্ডিজ
শেষ টেস্ট৪ জুলাই ১৯৭৪ বনাম ইংল্যান্ড
ওডিআই অভিষেক১৩ জুলাই ১৯৭৪ বনাম ইংল্যান্ড
শেষ ওডিআই১৫ জুলাই ১৯৭৪ বনাম ইংল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯৫৮/৫৯-১৯৭৪/৭৫বোম্বে
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট ওডিআই এফসি এলএ
ম্যাচ সংখ্যা ৩৭ ২৩৭
রানের সংখ্যা ২,১১৩ ৭৩ ১৫,৩৮০ ১৯২
ব্যাটিং গড় ৩১.০৭ ৩৬.৫০ ৪৭.০৩ ৬৩.৩৩
১০০/৫০ ১/১৪ ০/১ ৩৬/৮৪ ০/২
সর্বোচ্চ রান ১৪৩ ৬৭* ৩২৩ ৮৭
বল করেছে ৫১ ১,৬২২
উইকেট ২১
বোলিং গড় ৪৩.২৩
ইনিংসে ৫ উইকেট
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং ২/০
ক্যাচ/স্ট্যাম্পিং ৪৬/– ১/০ ২৭১/০ ৩/–
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৬ মার্চ ২০১৭

প্রথম-শ্রেণীর ক্রিকেট

তার পিতা গণিত বিষয়ে তাকে পড়াশোনা করাতে চেয়েছিলেন যাতে ভবিষ্যতে প্রকৌশলী হতে পারেন। কিন্তু ওয়াড়েকর ক্রিকেটের দিকে ঝুঁকে পড়েন।

১৯৫৮-৫৯ মৌসুমে বোম্বে দলের পক্ষে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর ডিসেম্বর, ১৯৬৬ সালে বোম্বের ব্রাবোর্ন স্টেডিয়ামে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। তখন থেকেই দলের নিয়মিত সদস্য হন ও তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৯৬৬ থেকে ১৯৭৪ মেয়াদে ভারতের পক্ষে খেলেন।

১৯৭৪ সালে তার অধিনায়কত্বে ভারত দল ইংল্যান্ড সফরে যায়। ঐ সফরে ভারত দল একদিনের আন্তর্জাতিকের ইতিহাসে প্রথমবারের মতো অংশ নেয়। কিন্তু ৬৭ রান করলেও তার দল পরাজিত হয়েছিল।[2] সমগ্র ওডিআইয়ে ৩৬.৫০ গড়ে ও ৮১.১১ স্ট্রাইক রেটে ৭৩ রান তুলেছিলেন ওয়াড়েকর।[3] সিরিজে দলের ব্যর্থতায় আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান।[4]

অবসর

১৯৯০-এর দশকে মোহাম্মদ আজহারউদ্দীনের নেতৃত্বাধীন ভারত দলের ম্যানেজার ছিলেন তিনি। খুব স্বল্প কয়েকজন ক্রিকেটারের একজনরূপে ভারত দলের পক্ষে টেস্ট খেলোয়াড়, অধিনায়ক, কোচ/ম্যানেজার ও দল নির্বাচকমণ্ডলীর সভাপতি ছিলেন। লালা অমরনাথচান্দু বোর্দেও এ সকল দায়িত্ব পালন করেছিলেন।[5][6]

ভারত সরকার কর্তৃক ১৯৬৭ ও ১৯৭২ সালে যথাক্রমে অর্জুনা পদক[7] ও চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মশ্রী পদক লাভ করেন।[8] এছাড়াও অন্যান্য পুরস্কারের মধ্যে সি. কে নায়ড়ু ‌আজীবন সম্মাননা লাভ করেন তিনি।[4]

আন্তর্জাতিক পরিসংখ্যান

প্রতিপক্ষের বিরুদ্ধে রেকর্ড

টেস্ট শতক

রানমিনিটব্যাটিং ক্রমইনিংসবিপক্ষমাঠতারিখফলাফল
১৪৩৩৭১১২ নিউজিল্যান্ডবেসিন রিজার্ভ, ওয়েলিংটন২৯ ফেব্রুয়ারি, ১৯৬৮জয়[9]

ওডিআই অর্ধ-শতক

রানবলব্যাটিং ক্রমইনিংসবিপক্ষমাঠতারিখফলাফল
৬৭৮২১০ ইংল্যান্ডহেডিংলি স্টেডিয়াম, পশ্চিম ইয়র্কশায়ার১৩ জুলাই, ১৯৭৪পরাজয়[10]

তথ্যসূত্র

  1. http://zeenews.india.com/cricket/cricket-legend-ajit-wadekar-dies-at-77-outpour-of-emotions-tributes-on-twitter-2133321.html
  2. "Prudential Trophy – 1st ODI England v India"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১২
  3. "Statistics / Statsguru / AL Wadekar / One-Day Internationals / Innings by innings list"। ESPNcricinfo। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১২
  4. "Wadekar to get BCCI lifetime achievement award"। ESPNcricinfo। ২২ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১২
  5. "The many 'avatars' of Lala Amarnath"। ESPN Cricinfo। সংগ্রহের তারিখ ২০১২-০৯-২৮
  6. "Borde Shares Wadekar's Distinction"। Rediff.com। ২৮ সেপ্টেম্বর ১৯৯৯। সংগ্রহের তারিখ ২০১২-০৯-২৮
  7. "Arjun Award Winners for "Cricket""Ministry of Youth Affairs and Sports (India)। ১১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১২
  8. "Padma Awards Directory (1954–2009)" (PDF)Ministry of Home Affairs। পৃষ্ঠা 151। ১০ মে ২০১৩ তারিখে মূল (PDF) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ সেপ্টেম্বর ২০১২
  9. http://www.espncricinfo.com/ci/engine/match/63021.html
  10. http://www.espncricinfo.com/ci/engine/match/64951.html

আরও দেখুন

বহিঃসংযোগ

পূর্বসূরী
পতৌদি’র নবাব, জুনিয়র
ভারত জাতীয় টেস্ট ক্রিকেট অধিনায়ক
১৯৭০/৭১-১৯৭৪
উত্তরসূরী
পতৌদি’র নবাব, জুনিয়র
পূর্বসূরী
বিষেন সিং বেদী
ভারত জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার
অক্টোবর, ১৯৯২ - মার্চ, ১৯৯৬
উত্তরসূরী
সন্দ্বীপ পাতিল
পূর্বসূরী
কিষেন রাংতা
সভাপতি, দল নির্বাচক কমিটি
অক্টোবর, ১৯৯৮ - সেপ্টেম্বর, ১৯৯৯
উত্তরসূরী
চান্দু বোর্দে
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.