তারাক মেহতা কা উল্টা চশমা

তারাক মেহতা কা উল্টা চশমা ভারতের জনপ্রিয় কমিডি টেলিভিশন ধারাবাহিক। যেটি সাব টিভি সোম থেকে শুক্র ভারত সময় অনুযায়ী রাত ৮:৩০ বাংলাদেশ সময় ৯:০০ মিনিটে প্রচার করা হয়। এর জনপ্রিয়তা প্রচুর। এটি হাসির সাথে শিক্ষা দিয়ে থাকে। এটি গোকুলধাম নামক একটি সোসাইটি নিয়ে একটি গল্প। যেখান সব রকমের মানুষ পরিবারের মতো বাস করে।

তারাক মেহতা কা উল্টা চশমা
তারাক মেহতা কা উল্টা চশমা
ধরণ
  • পরিস্থিতিগত কৌতুক
নির্মাতা
রচনা
  • রাজু অডেদ্রা
  • নীরেন ভাট
  • জিতেন্দ্র পারমার
  • আব্বাস হীরাপুরওয়ালা
পরিচালক
  • হারশাদ যোশী
  • মালাভ সুরেশ রাজদা
অভিনয়েনিচে দেখুন
উদ্বোধনী সঙ্গীততারাক মেহতা কা উল্টা চশমা
প্রস্তুতকারক দেশ ভারত
মূল ভাষাহিন্দি
মৌসুম সংখ্যা
পর্বসংখ্যা২,৩৬৩ (২০ ডিসেম্বর ২০১৭ পর্যন্ত)[1]
নির্মাণ
প্রযোজক
  • নীলা আসিত মোদি
অবস্থানমুম্বাই
লন্ডন
হংকং
গুজরাত
প্যারিস
ব্রাসেল্‌স
ক্যামেরা সেটআপমাল্টি-ক্যামেরা
ব্যাপ্তিকাল২০–২২ মিনিট
প্রোডাকশন কোম্পানিনীলা টেলি ফিল্মস
পরিবেশকসনি পিকচার্স নেটওয়ার্কস
সম্প্রচার
মূল চ্যানেলসাব টিভি
ছবির ফরম্যাট
  • ৫৭৬আই
  • এইচডিটিভি ১০৮০আই
মূল প্রদর্শনী২৮ জুলাই ২০০৮ (2008-07-28) – বর্তমান
বহিঃসংযোগ
ওয়েবসাইট

অভিনেতা ও অভিনেত্রী

  • দিলিপ যোশী - জেঠালাল চাম্পাকলাল গাড়া
  • দিশা ভাকানি - দায়া জেঠালাল গাড়া
  • রাজ আনাদকাত - ত্রিপেন্দ্র জেঠালাল গাড়া
  • অমিত ভাট - চাম্পাকলাল জয়ন্তীলাল গাড়া
  • শৈলেশ লোধা - তারাক মেহতা
  • নেহা মেহতা - অঞ্জলি তারাক মেহতা
  • তনুজ মহাশব্দে - কৃষ্ণান সুবরামানিয়াম আয়ার
  • মুনমুন দত্ত - ববিতা কৃষ্ণান আয়ার
  • মান্দার চাঁদওয়াদকর - আত্মারাম তুকারাম ভিড়ে
  • সোনালিকা জোশী - মাধবী আত্মারাম ভিড়ে
  • নিধি ভানুশালি - সোনালিকা আত্মারাম ভিড়ে
  • গুরুচরণ সিং - সর্দার রোশন সিং হারজিৎ সিং সোধি
  • জেনিফার মিস্ট্রি বান্সিওয়াল - রোশন কর রোশন সিং সোধি
  • সময় শাহ - গুরুচরণ সিং রোশন সিং সোধি
  • নির্মল সনি - ড. হাঁসরাজ হাতি
  • অম্বিকা রঞ্জনকার - কমল হাঁসরাজ হাতি
  • কুশ শাহ - গুলাবকুমার হাঁসরাজ হাতি
  • শ্যাম পাঠক - সাংবাদিক পোপাটলাল পান্ডে
  • সরদ সংকলা - আব্দুল
  • ঘনশ্যাম নায়ক - নাটওয়ারলাল প্রভাতশঙ্কর উন্ধাইয়ালা
  • তন্ময় ভেকারিয়া - বাঘেশ্বর দাদুখ উন্ধাইয়ালা
  • মনিকা ভাদুরিয়া - বাউরী ধনদুলাল কানপুরিয়া
  • প্রিয়া আহুজা রাজদা - রিপোর্টার রিতা সাচদেব
  • দয়া শঙ্কর পান্ডে - ইন্সপেক্টর চালু পান্ডে
  • আজহার শেখ - পিঙ্কু
  • ময়ূর ভাকানি - সুন্দরলাল

প্রাক্তন অভিনেতা ও অভিনেত্রী

  • দিলখুশ রিপোর্টার - রোশন কর রোশন সিং সোধি (২০১৩-২০১৬)
  • লাড সিং মান - সর্দার রোশন সিং হারজিৎ সিং সোধি (২০১৩-২০১৬)
  • ঝিল মেহতা - সোনালিকা আত্মারাম ভিড়ে (২০০৮-২০১২)
  • ভাব্য গান্ধী - ত্রিপেন্দ্র জেঠালাল গাড়া (২০০৮-২০১৭)
  • কবি কুমার আজাদ - ড. হাঁসরাজ হাতি (২০০৮-২০১৮)[2]

কাহিনীসংক্ষেপ

গোকুলধাম পাউডার গলি,গোরেগাঁও,মুম্বাই এর একটি আবাসিক সোসাইটি।সোসাইটির ৪ টি উইং আছে:এ উইং,বি উইং, সি উইং,ডি উইং।যদিও সোসাইটিতে ৫০টি ফ্ল্যাট আছে কিন্তু ধারাবাহিকে শুধুমাত্র ৮টি পরিবারে ঘটনাক্রম দেখায়:

  • জেঠালাল চম্পকলাল গাডা কচ্ছ জেলা,গুজরাটের একজন ইলেক্ট্রনিক্স দোকান মালিক।যে তার স্ত্রী দায়া,বাবা চম্পকলাল জয়ন্তিলাল ও ছেলে তিপেন্দ্রকে নিয়ে বি উইং এ থাকে।
  • গুজরাট এর কথক তারাক মেহতা ও তার স্ত্রী অঞ্জলি বি উইং এ থাকে।
  • সোসাইটির সেক্রেটারি রত্নগিরি,মহারাষ্ট্র থেক আসা গৃহ শিক্ষক আত্মারাম তুকারাম ভিরে,তার স্ত্রী মাধবী ও কন্যা সোনালিকা এ উইং এ থাকে।
  • উত্তর প্রদেশ এর ডাক্তার হানসরাজ,তার স্ত্রী কোমল হাতি ও ছেলে গোলি এ উইং এ থাকে।
  • অমৃতসর,পাঞ্জাবের রোশান সিং সোধি,তার স্রী যার নামও রোশান এবং ছেলে গোগি এ উইং এ থাকে।
  • দক্ষিণ ভারতের বিজ্ঞানী কৃষনান আইয়ার ও তার বাঙালি স্ত্রী ববিতা সি উইং এ থাকে।
  • অবিবাহিত সাংবাদিক পোপাটলাল পান্ডে সি উইং এ থাকে।
  • পঙ্কজ দিওয়ান সাহায় উরফে পিঙ্কু গুলমোহোর এপার্টমেন্ট নামক আরেকটি সোসাইটিতে থাকে।

এছাড়াও আরো কিছু চরিত্র আছে।যেমন:জেঠালালের স্ত্রী দায়ার ভাই সুন্দরলাল,সোসাইটির বাইরের একটি দোকান মালিক আবদুল,জেঠালালের দোকানের কর্মচারী নটওয়ারলাল প্রভাশঙ্কর উদাইওয়ালা(নাট্টু কাকা) ও বাঘা দাদু উদাইওয়ালা(বাঘা),বাঘার বাগদত্তা বাউরি ধন্দুলাল কানপুরিয়া,স্থানীয় থানার ইন্সপেক্টর চালু পান্ডে এবং আরো কিছু ছোট ছোট চরিত্র।

সোসাইটির সকল সদস্যদের মধ্যে খুব ভালো সম্পর্ক আছে।এমন মনে হয় যেনো পুরোটাই একটি পরিবার।তবে সাধারণ ভারতীয় পরিবারের মতো এতেও কিছু ঝগড়াঝাঁটি হয়।তবে সবসময় সোসাইটির কোনো না কোনো সদস্য বিপদে থাকে।বিপদে সবাই সবাইকে সাহায্য করে।

তথ্যসূত্র

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.