মান্দার চাঁদওয়াদকর

মান্দার চাঁদওয়াদকর (জন্ম: ২৭ জুলাই, ১৯৭৬) হচ্ছেন একজন ভারতীয় টেলিভিশন অভিনেতা। তিনি হিন্দি এবং মারাঠী ভাষার স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্রে উপস্থিত হওয়ার পাশাপাশি বেশ কিছু থিয়েটারেও উপস্থিত হয়েছেন। তিনি বেশিরভাগ ক্ষেত্রে কমেডি চরিত্রে অভিনয় করেন এবং বর্তমানে তিনি সাব টিভিতে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক তারাক মেহতা কা উল্টা চশমায় আত্মারাম তুকারাম ভিড় নামে গোকুলধাম সোসাইটির সম্পাদকের পাশাপাশি একজন শিক্ষকের চরিত্রে অভিনয় করছেন।[1] তিনি ১৯৯৭ সাল হতে ২০০০ সাল পর্যন্ত দুবাইয়ে একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করেছেন।[2][3]

মান্দার চাঁদওয়াদকর
मंदार चांदवडकर
২০১৩ সালে মান্দার চাঁদওয়াদকর
জন্ম
মান্দার চাঁদওয়াদকর

(1976-07-27) ২৭ জুলাই ১৯৭৬
জাতীয়তা ভারতীয়
শিক্ষাযন্ত্র প্রকৌশলে স্নাতক
যেখানের শিক্ষার্থীআর. এম. ভাট হাই স্কুল, মুম্বাই
গুরু নানক খালসা কলেজ
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৯৮–বর্তমান
পরিচিতির কারণতারাক মেহতা কা উল্টা চশমা
আদি নিবাসমুম্বাই, মহারাষ্ট্র, ভারত
উচ্চতা1.70 m

থিয়েটার

১৯৯৮ সালে, তিনি "প্রতিবিম্ব"[4] নামে তার নিজস্ব থিয়েটার গ্রুপ গঠন করেন এবং সেখানে তিনটি হিন্দি / উর্দু ভাষার কমেডি নাটকে অভিনয় করেন। এছাড়াও তিনি বেশ কয়েকটি একক নাটক পরিচালনা করেছেন। তিনি হিন্দি ও মারাঠি উভয় ভাষার নাটকে সক্রিয় ছিলেন। তিনি হিন্দি ও মারাঠি ভাষায় সব মিলিয়ে প্রায় ৩০টির বেশী নাটকে কাজ করেছেন।

চলচ্চিত্রের তালিকা

সাল চলচ্চিত্র চরিত্র ভাষা উল্লেখ
মিশন চ্যাম্পিয়নকোচ / প্রশিক্ষকমারাঠি
২০০৮ডঘাট তিস্রা আতা সাগালা ভিসারাবিক্রয়িক
সাসু নম্বরি জাওয়াই দাস নম্বরিস্বভূমিকা
গোলাবেরিজবাপু কেন

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র ভাষা
২০০৫ডন ফুল এক ডাউটফুলডাক্তারমারাঠি
২০০৮–বর্তমানতারাক মেহতা কা উল্টা চশমাআত্মারাম তুকারাম ভিড়েহিন্দি
২০১৪সিআইডি

তথ্যসূত্র

  1. "Mandar Chandwadkar is not "like Bhide in real life"। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩
  2. "Article in Daily Bhaskar"। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৫
  3. "Lesser known facts about the cast of 'Taarak Mehta Ka Ooltah Chashmah'"। সংগ্রহের তারিখ ৩০ জানুয়ারি ২০১৬
  4. "MandarKunal Chandwadkar - Artist Profile"। সংগ্রহের তারিখ ৩০ অক্টোবর ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.