দয়া শঙ্কর পাণ্ডে

দয়া শঙ্কর পাণ্ডে (জন্ম: ১৯ নভেম্বর ১৯৬৫) হচ্ছেন একজন ভারতীয় চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। তিনি লগান (২০০১), গঙ্গাজল (২০০৩), স্বদেশ (২০০৪) এবং রাজনীতির (২০১০) মতো সুপার হিট হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ১৯৯৩ সালের চলচ্চিত্র পেহলা নাশার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন। তিনি বর্তমানে সাব টিভিতে সম্প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক তারাক মেহতা কা উল্টা চশমায় চালু পান্ডে চরিত্রে অভিনয় করছেন।[2]

দয়া শঙ্কর পাণ্ডে
दया शंकर पांडे
২০১২ সালে দয়া শঙ্কর পাণ্ডে[1]
জন্ম (1965-11-19) ১৯ নভেম্বর ১৯৬৫
পেশাঅভিনেতা

অভিনয়ের তালিকা

চলচ্চিত্র

সাল চলচ্চিত্র চরিত্র
১৯৯৩পেহলা নাশা
১৯৯৫বাজি
১৯৯৬দস্তক
১৯৯৮গুলাম
২০০১লগানগোলি
২০০২আঁখেট্যাক্সি চালক
মাকড়িস্কুল শিক্ষক
২০০৩মুম্বাই সে আয়া মেরা দোস্তহরি
গঙ্গাজলদারোগা মাংনি রাম
মকবুলমাস্টারজি
২০০৪স্বদেশমেলা রাম
আমেরিকান ডেলাইটঅশোক
অগ্নি পঙ্খ
২০০৫চকাচক
লায়লাডাক্তার ঠাক্কার
কালডি. এস. পান্ডে
রামজি লন্ডনওয়ালে
এক খিলাড়ি এক হাসিনাপরিদর্শক ডি'সুজা
অপহরণদয়া শঙ্কর
এক আজনাবীকৃপা "ক্রিস্পি" শঙ্কর
২০০৬রকিন' মীরাবাস পরিচালক
২০০৭ধর্ম
শুটআউট অ্যাট লখান্ডওয়ালাঅসতিয়া
২০০৮মাই নেম ইজ অ্যান্থনি গনসালভেসরিয়াজ
উডস্টক ভিলাদয়াশঙ্কর পান্ডে
ওয়েলকাম টু সজ্জনপুরচিদাম্বরম নাগা সপেরা
ইএমআইগফফুর ভাই
২০০৯দিল্লী–৬কুমার
লাকপাসপোর্ট এজেন্ট
ওয়াটস ইয়র রাশি?চাঁদ
২০১০পঙ্খ
মুসা: দ্য মোস্ট ওয়ান্টেডসাওয়ান্ত
রাজনীতিসাওয়ান্ত
লাইফ এক্সপ্রেসশুকলা
২০১২দিল্লী আই
চক্রব্যু
২০১৩জঞ্জীরপরিদর্শক প্রেম
মুঠি ভর স্বপ্নে
২০১৪ডিশকিয়াসাওয়ান্ত
দ্য এক্সপোজনায়ডু
মানি ব্যাক গ্যারান্টি
২০১৬আন্না

টেলিভিশন

সাল অনুষ্ঠান চরিত্র চ্যানেল
১৯৯৮–০১হাম সাব এক হ্যায়বিভিন্ন চরিত্রসনি টিভি
১৯৯৯ইয়ে দুনিয়া হ্যায় রঙ্গিনযাদব
২০০২–০৫শুভ মঙ্গল সাবধানবিভিন্ন চরিত্রসাহারা ওয়ান
২০১০মহিমা শনিদেব কিশনিদেবইমাজিন টিভি
২০১২–বর্তমানতারাক মেহতা কা উল্টা চশমাইন্সপেক্টর চালু পান্ডেসাব টিভি
২০১৩–১৪বীরাসুরজিত সিংস্টার প্লাস
২০১৪দেবো কে দেব... মহাদেবলকুলিশলাইফ ওকে
২০১৫বাড়ি দেবরাণীভিভুর তাউজিঅ্যান্ডটিভি
২০১৭ভামাশাহভামাশাহহটস্টার
শঙ্কর জয় কিষন ৩ ইন ১ভকাল বাবাসাব টিভি

তথ্যসূত্র

  1. http://www.bollywoodhungama.com/more/photos/view/stills/parties-and-events/id/1575784
  2. "Pandey"। ৪ নভেম্বর ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জানুয়ারি ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.