জীজাজী ছাদ পর হ্যায়
জীজাজী ছাদ পর হ্যায় (হিন্দি: जीजाजी छत पर हैं!; ইংরেজি: Brother-In-Law Is At The Terrace; অনুবাদ: দুলাভাই ছাদে আছেন!) হচ্ছে একটি ভারতীয় সিটকম ধারাবাহিক। এটি হচ্ছে এলাচি (হিবা নবাব) নামের এক মেয়ে এবং এক অসহায় ভাড়াটিয়াকে (নিখিল খুরানা) কেন্দ্র করে গঠিত নাটক।[2] এই নাটকটি প্রযোজনা করেছে এডিট ২ প্রোডাকশন। এই নাটকটি ২০১৮ সালের ৯ জানুয়ারি হতে সাব টিভিতে প্রচারিত হচ্ছে।
জীজাজী ছাদ পর হ্যায় | |
---|---|
ধরণ |
|
রচনা | মনোজ সন্তোষী |
পরিচালক | শশাঙ্ক বালি |
অভিনয়ে | হিবা নবাব নিখিল খুরানা অনুপ উপাধ্যায় |
প্রস্তুতকারক দেশ | ![]() |
মূল ভাষা | হিন্দি |
মৌসুম সংখ্যা | ১ |
পর্বসংখ্যা | ৬৯ (১৬ এপ্রিল ২০১৮ পর্যন্ত) |
নির্মাণ | |
অবস্থান | দিল্লী, ভারত |
ক্যামেরা সেটআপ | মাল্টি-ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ২২ মিনিট |
প্রোডাকশন কোম্পানি | এডিট ২ প্রোডাকশন[1] |
পরিবেশক | সনি পিকচার্স নেটওয়ার্কস |
সম্প্রচার | |
মূল চ্যানেল | সাব টিভি |
ছবির ফরম্যাট | ৫৭৬আই ১০৮০আই (এইচডিটিভি) |
মূল প্রদর্শনী | ৯ জানুয়ারি ২০১৮ – বর্তমান |
ক্রমধারা | |
সম্পর্কিত প্রদর্শনী | ভাবী জী ঘর পর হ্যায়! |
অভিনয়ে
- হিবা নবাব – এলাচি বনসাল
- নিখিল খুরানা – পঞ্চম[3]
- অনুপ উপাধ্যায় – মুরারী বনসাল[4]
- সোমা রাথোড় – করুণা বনসাল
- হরবীর সিং – পিন্টু
- যোগেশ ত্রিপাঠী – ছোটে
- রাশি বাওয়া – সুনিতা
- ফেরোজ - ছাট্ঙ্কী
- নবীন বাওয়া – ইন্সপেক্টর দারোগা পিঙ্কি
- সাহেব দাস মানিকপুরী - কনস্তেবাল মান্গী লাল
তথ্যসূত্র
- "After 'Bhabhiji Ghar Par Hain', Is It 'Jijaji Chhat Par Hain' For Edit II?"। নভেম্বর ২১, ২০১৭।
- "TV show Jijaji Chhat Per Hain promises to be a laugh riot"। Times of India। জানুয়ারি ৫, ২০১৮।
- "SAB TV New Serial 'Jijaji Chhat Per Hain': Wiki Plot, Story, Star Cast, Characters Real Names, Promo, Serial Timings, HD Images"।
- "Anup Upadhyay, Soma Rathod and Yogesh Tripathi joins the cast of 'Jijaji Chhath Par Hain'"। ডিসেম্বর ২৭, ২০১৭।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.