জীজাজী ছাদ পর হ্যায়

জীজাজী ছাদ পর হ্যায় (হিন্দি: जीजाजी छत पर हैं!; ইংরেজি: Brother-In-Law Is At The Terrace; অনুবাদ: দুলাভাই ছাদে আছেন!) হচ্ছে একটি ভারতীয় সিটকম ধারাবাহিক। এটি হচ্ছে এলাচি (হিবা নবাব) নামের এক মেয়ে এবং এক অসহায় ভাড়াটিয়াকে (নিখিল খুরানা) কেন্দ্র করে গঠিত নাটক।[2] এই নাটকটি প্রযোজনা করেছে এডিট ২ প্রোডাকশন। এই নাটকটি ২০১৮ সালের ৯ জানুয়ারি হতে সাব টিভিতে প্রচারিত হচ্ছে।

জীজাজী ছাদ পর হ্যায়
জীজাজী ছাদ পর হ্যায়
ধরণ
  • সিটকম
রচনামনোজ সন্তোষী
পরিচালকশশাঙ্ক বালি
অভিনয়েহিবা নবাব
নিখিল খুরানা
অনুপ উপাধ্যায়
প্রস্তুতকারক দেশ ভারত
মূল ভাষাহিন্দি
মৌসুম সংখ্যা
পর্বসংখ্যা৬৯ (১৬ এপ্রিল ২০১৮ পর্যন্ত)
নির্মাণ
অবস্থানদিল্লী, ভারত
ক্যামেরা সেটআপমাল্টি-ক্যামেরা
ব্যাপ্তিকাল২২ মিনিট
প্রোডাকশন কোম্পানিএডিট ২ প্রোডাকশন[1]
পরিবেশকসনি পিকচার্স নেটওয়ার্কস
সম্প্রচার
মূল চ্যানেলসাব টিভি
ছবির ফরম্যাট৫৭৬আই
১০৮০আই (এইচডিটিভি)
মূল প্রদর্শনী জানুয়ারি ২০১৮ (2018-01-09) – বর্তমান
ক্রমধারা
সম্পর্কিত প্রদর্শনীভাবী জী ঘর পর হ্যায়!

অভিনয়ে

  • হিবা নবাব – এলাচি বনসাল
  • নিখিল খুরানা – পঞ্চম[3]
  • অনুপ উপাধ্যায় – মুরারী বনসাল[4]
  • সোমা রাথোড় – করুণা বনসাল
  • হরবীর সিং – পিন্টু
  • যোগেশ ত্রিপাঠী – ছোটে
  • রাশি বাওয়া – সুনিতা
  • ফেরোজ - ছাট্ঙ্কী
  • নবীন বাওয়া – ইন্সপেক্টর দারোগা পিঙ্কি
  • সাহেব দাস মানিকপুরী - কনস্তেবাল মান্গী লাল

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.