দিশা ভাকানি

দিশা ভাকানি হলেন ভারতীয় টেলিভিশন এবং চলচ্চিত্র অভিনেত্রী। তিনি তার অভিনয় জীবন শুরু করেন গুজরাটী টেলিভিশন ধারাবাহিক কমল প্যাটেল বনাম ধমাল প্যাটেল, লালি লীলা ইত্যাদি ধারাবাহিকে অভিনয় করে।[2] তিনি দেবদাস, যোধা আকবর ইত্যাদি চলচ্চিত্রে অভিনয় করেন[3]। তিনি বর্তমানে তারক মেহতা কা উল্টা চশমা ধারাবাহিকে অভিনয় করছেন।[4][5][6] তিনি আহমেদাবাদ শহরের গুজরাট কলেজ থেকে নাট্যশিল্পে স্নাতক স্তরের শিক্ষালাভ করেন।[2]

দিশা ভাকানি
জন্ম
আহমেদাবাদ, গুজরাট[1]
জাতীয়তাভারতীয়
পেশাঅভিনেত্রী

তথ্যসূত্র

  1. "Disha Vakani misses theatre"। The Times of India। ৫ নভে ২০১২। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩
  2. "I enjoy acting: Disha Vakani"। Mumbai Mirror। ৩০ ডিসে ২০১১। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩
  3. Jhumari Nigam-Misra (১২ নভেম্বর ২০০৯)। "Pretty women"। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩
  4. "Comedy Inc"। ১ জুলাই ২০১০। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩
  5. "Character's the KING"। Indian Express। ২৫ নভে ২০১০। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩
  6. "Funny female bone"। The Times of India। ২১ জুন ২০০৯। সংগ্রহের তারিখ ১৪ মে ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.