দিলিপ যোশী

দিলিপ যোশী (ইংরেজি: Dilip Joshi; হিন্দি: दिलीप जोशी) ভারতের একজন চলচ্চিত্র এবং টেলিভিশন অভিনেতা। সে বেশীর ভাগ সময় কমেডি অভিনয় করেন। তিনি বর্তমানে তারক মেহতা কা উল্টা চশমায় জেঠালাল চম্পাকলাল গাডার অভিনয়ে আছেন।

দিলিপ যোশী
জন্ম (1968-05-26) মে ২৬, ১৯৬৮
গুজরাট, ভারত
পেশাঅভিনেতা
কার্যকাল১৯৮৯-বর্তমান

ব্যক্তিগত জীবন

দিলিপ যোশীর স্ত্রীর নাম জেমালা যোশী। তাদের একটি ছেলে এবং একটি মেয়ে আছে। যোশী তার পরিবারের সাথে ভারতের মুম্বইয়ে বাস করে।

কর্মজীবন

চলচ্চিত্রসমূহ

বছরচলচ্চিত্রঅভিনয়ে
১৯৮৯মেইনে প্যায়ার কিয়ারামু
১৯৯২হুন হুনসি হুনসিয়ালাহুনসিয়ালা
১৯৯৪হাম আপকে হে কোনভোলা প্রসাদ
২০০০খেলাড়ি ৪২০আরোরা
২০০১ওন টু কা ফোরচম্পাক
২০০২হামরাজ
২০০৩দিল হে তুমহারাফ্যাক্টেরি সিইও
২০০৪ফারাকদেবেন
২০০৯হোয়াট'স ই অর রাশিঝিতু ভাই
২০১২জলসা কারো জ্যান্তিলাল

টেলিভিশন

বছর অনুষ্ঠান অভিনয় সহ অভিনেতা
১৯৯৪ 'গলতনামা রাজ কুমার ভারতী
১৯৯৫ কভি ইয়ে কভি ওহ বাসু
১৯৯৫ জরা হটকে সোনু
১৯৯৬ গোপালজী টিট্টো
১৯৯৮ 'ক্যা বাত হ্যায় রঙ্গস্বামী
১৯৯৮ ডাল মে কালা ভরত রেনুকা সাহানে
১৯৯৮ কোরা কাগজ
১৯৯৮ দো ঔর দো পাঁচ রাহুল তনাজ করিম
১৯৯৮-২০০১ হম সব এক হ্যায় সোহন
১৯৯৯ ইয়ে দুনিয়া হ্যায় রঙ্গীন বালকৃষ্ণণ নামুদারি
২০০২ শুভ মঙ্গল সাবধান দিলীপ রিতু দীপক
২০০২-২০০৩-2003 মেরি বিবি ওয়ান্ডারফুল রাজ তানাজ করিম

পুরস্কার

সব পুরস্কার তারাক মেহতা কা উল্টা চশমা সিরিয়ালের মাধ্যমে পেয়েছেন।

সালপুরস্কারবিষয়ফল
২০০৩ ২য় ভারতীয় টেলি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা জনপ্রিয় - কমিক রোল মনোনীত
২০০৯ ৯ম ভারতীয় টেলি পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতা জনপ্রিয় - কমিক রোল বিজয়ী
২০১০ ৩য় ব্রোপ্লাস গোল্ড আওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেতা জনপ্রিয় - কমিক রোল বিজয়ী
২০১০ ১০ম ভারতীয় টেলি পুরস্কার জনপ্রিয় শ্রেষ্ঠ অভিনেতা - কমেডি বিজয়ী
২০১১ ৪থ ব্রোপ্লাস গোল্ড আওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেতা জনপ্রিয় - কমিক রোল বিজয়ী
২০১১ BIG Star Entertainment Awards Most Entertaining Actor বিজয়ী
২০১১ Apsara Awards Best Actor in Drama Series বিজয়ী
২০১২ 11th Indian Telly Awards শ্রেষ্ঠ অভিনেতা জনপ্রিয় - কমিক রোল বিজয়ী[1]
২০১২ 5th Boroplus Gold Awards শ্রেষ্ঠ অভিনেতা জনপ্রিয় - কমিক রোল বিজয়ী
২০১২ People's Choice Awards India শ্রেষ্ঠ টেলিভিশন অভিনেতা - কমেডি বিজয়ী
২০১২ 12th Indian Television Academy Awards শ্রেষ্ঠ অভিনেতা জনপ্রিয় - কমেডি বিজয়ী
২০১৩ National Film Awards Dadasaheb Phalke Award বিজয়ী
২০১৪ জী গোল্ড আওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেতা - কমিক রোল বিজয়ী
২০১৪ ১২ ভারতীয় টেলিভিশন একাডেমী আওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেতা - কমেডি বিজয়ী
২০১৬ জী গোল্ড আওয়ার্ড শ্রেষ্ঠ অভিনেতা - কমেডি বিজয়ী

তথ্যসূত্র

  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ২১ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ মার্চ ২০১৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.