নেপাল জাতীয় মহিলা ফুটবল দল

নেপাল জাতীয় মহিলা ফুটবল দল হল আন্তর্জাতিক মহিলা ফুটবলে নেপালের প্রতিনিধিত্বকারী অ্যাসোসিয়েশন ফুটবল দল যা নেপালি চিলিস বা নেপালি সিসর্টাস নামেও পরিচিত। দলটি সর্ব নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। দলটি ১৯৮৬ সালে গঠিত হয় এবং একই বছর হংকং এর বিপক্ষে খেলার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে পা রাখে।

নেপাল জাতীয় মহিলা ফুটবল দল
ডাকনাম(সমূহ)নেপালি চিলিস
অ্যাসোসিয়েশনসর্ব নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন
কনফেডারেশনএএফসি (এশিয়া)
সাব-কনফেডারেশনসাফ (দক্ষিণ এশিয়া)
প্রধান কোচ ডরুবা কেসি
সর্বাধিক ম্যাচ খেলা খেলোয়াড়অনু লামা (১৯)
শীর্ষ গোলদাতাঅনু লামা (৩০)
স্বাগতিক স্টেডিয়ামদশরথ রঙ্গশালা স্টেডিয়াম
ফিফা কোডNEP
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমান১১৪ (২৫ ডিসেম্বর ২০১৫)
সর্বোচ্চ৯২ (ডিসেম্বর ২০০৯)
সর্বনিম্ন১২৮ (আগস্ট ২০১২)
প্রথম আন্তর্জাতিক খেলা
   নেপাল ০ – ১ হংকং 
(হংকং; ১৪ ডিসেম্বর ১৯৮৬)
বৃহত্তম জয়
   নেপাল ১৩ – ০ আফগানিস্তান 
(কক্সবাজার, বাংলাদেশ; ১৪ ডিসেম্বর ২০১০)
বৃহত্তম হার
 জাপান ১৪ – ০ নেপাল   
(হংকং; ২৪ ডিসেম্বর ১৯৮৯)
 জাপান ১৪–০ নেপাল
(ব্যাকোলড, ফিলিপাইন; ১২ নভেম্বর ১৯৯৯)
মহিলা এশিয়ান কাপ
উপস্থিতি৩ (প্রথম ১৯৮৬)
সেরা সাফল্যগ্রুপ পর্ব

ইতিহাস

নেপাল মহিলাদের জন্য জাতীয় মহিলা ফুটবল দল ১৯৮০ এর দশকের মাঝামাঝি সময়ে গঠন করে এবং ১৯৮৬ এএফসি মহিলা চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তাদের আন্তর্জাতিক অভিষেক ঘটে। প্রতিযোগিতার শুরুতে নেপাল তাদের প্রথম আনুষ্ঠানিক আন্তর্জাতিক ম্যাচ ১৯৮৬ সালের ১৪ ডিসেম্বর হংকংয়ের বিরুদ্ধে খেলে যাতে ০-১ গোলে পরাজিত হয়। নেপাল জাতীয় মহিলা দল তিনবার যথাক্রমে ১৯৮৬, ১৯৮৯ এবং ১৯৯৯ সালের এশিয়ান কাপে অংশগ্রহণ করে কিন্ত কোনটিতেই গ্রুপ পর্ব অতিক্রম করতে পারেনি। নেপাল গ্রুপ পর্বে প্রাক্তন চ্যাম্পিয়ন থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও হংকং এবং আরও দুটি শক্তিশালী দলের বিপক্ষে খেলে। ফলে নেপাল তিনটি ম্যাচে পরাজিত হয়, দুটির ফলাফল অনিশ্চিত ছিল এবং যখন হংকংয়ের বিপক্ষে ম্যাচ ছিল তখন তারা অবিচলিত হয়ে পড়ে। ১৯৮৯ চ্যাম্পিয়নশিপে নেপাল আবার অংশগ্রহণ করে এবং এবার একই শক্তিশালী দলের বিরুদ্ধে নেপালকে লড়তে হয় শুধু থাইল্যান্ড এর জায়গায় জাপান প্রতিস্থাপিত হয়। নেপাল প্রতিটি ম্যাচে অনেক বড় ব্যবধানে পরাজিত হয় এবং খুব বাজে পয়েন্ট অর্জন করে। এতে সবচেয়ে কম ব্যবধান ছিল হংকংয়ে বিপক্ষে ০-৩ গোলে পরাজিত হওয়া।

মাঠ

নেপাল জাতীয় মহিলা ফুটবল দল নেপাল জাতীয় ফুটবল দলের সাথে যৌথভাবে সর্বাধিক ম্যাচ দশরথ রঙ্গশালা স্টেডিয়াম খেলে থাকে। এই বহুমুখী স্টেডিয়ামটি নেপালের রাজধানী কাঠমুন্ডুর ত্রিপুরেশ্বর এলাকায় অবস্থিত। এর ধারণক্ষমতা প্রায় ২৫,০০০ হাজার এবং এতে বসার আসন রয়েছে ৫.০০০ হাজার। এটি নেপালে বৃহত্তম স্টেডিয়াম। এর নামকরণ করা হয় নেপালের গনতান্ত্রীক আন্দোলনের অন্যতম শহীদ দশরথ চাঁদ এর নামে।

সাম্প্রতিক ফলাফল ও সূচি

১৩ ফেব্রুয়ারি ২০১৬ তারিখে আপডেট করা হয়েছে।[1]

তারিখ প্রতিপক্ষ ফলাফল স্কোর* মাঠ প্রতিযোগিতা
Summer 2017 TBD TBD 2018 AFC Women's Asian Cup qualifiers
Summer 2017 TBD TBD 2018 AFC Women's Asian Cup qualifiers
Summer 2017 TBD TBD 2018 AFC Women's Asian Cup qualifiers
2016 TBD TBD ২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
2016 TBD TBD ২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
2016 TBD TBD ২০১৬ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
15 ফেব্রুয়ারি 2016 India L 0–4 জহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং ভারত ২০১৬ দক্ষিণ এশীয় গেম্‌স (Final)
13 ফেব্রুয়ারি 2016  শ্রীলঙ্কা W 4–0 জহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং ভারত ২০১৬ দক্ষিণ এশীয় গেম্‌স
11 ফেব্রুয়ারি 2016  ভারত D 0–0 জহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং ভারত ২০১৬ দক্ষিণ এশীয় গেম্‌স
7 ফেব্রুয়ারি 2016  মালদ্বীপ W 2–0 জহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং ভারত ২০১৬ দক্ষিণ এশীয় গেম্‌স
5 ফেব্রুয়ারি 2016  বাংলাদেশ W 3–0 জহরলাল নেহরু স্টেডিয়াম, শিলং ভারত ২০১৬ দক্ষিণ এশীয় গেম্‌স
21 নভেম্বর 2014  ভারত L 0–6 জিন্নাহ স্টেডিয়াম, ইসলামাবাদ, পাকিস্তান ২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ (Finals)
19 নভেম্বর 2014  বাংলাদেশ W 1–0 জিন্নাহ স্টেডিয়াম, ইসলামাবাদ, পাকিস্তান ২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ (Semi-finals)
16 নভেম্বর 2014  শ্রীলঙ্কা W 3–0 জিন্নাহ স্টেডিয়াম, ইসলামাবাদ, পাকিস্তান ২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
14 নভেম্বর 2014  পাকিস্তান W 2–0 জিন্নাহ স্টেডিয়াম, ইসলামাবাদ, পাকিস্তান ২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
12 নভেম্বর 2014  ভুটান W 8–0 জিন্নাহ স্টেডিয়াম, ইসলামাবাদ, পাকিস্তান ২০১৪ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
26 October 2013  কাতার W 3–0 Grand Hamad Stadium, Doha, Qatar Exhibition match (International friendly)
24 October 2013  কাতার W 6–0 Grand Hamad Stadium, Doha, Qatar Exhibition match (International friendly)
8 জানুয়ারি 2013  কুয়েত W 8–0 Mohammed Al-Hamad Stadium, Kuwait City, Kuwait Exhibition match (International friendly)
16 সেপ্টেম্বর 2012  ভারত L 1–3 সিআর অ্যান্ড এফসি গ্রাউন্ড, কলম্বো, শ্রীলঙ্কা ২০১২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ (Finals)
14 সেপ্টেম্বর 2012  শ্রীলঙ্কা W 3–0 সিআর অ্যান্ড এফসি গ্রাউন্ড, কলম্বো, শ্রীলঙ্কা ২০১২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ (Semifinals)
12 সেপ্টেম্বর 2012  আফগানিস্তান W 7–1 সিআর অ্যান্ড এফসি গ্রাউন্ড, কলম্বো, শ্রীলঙ্কা ২০১২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
10 সেপ্টেম্বর 2012  মালদ্বীপ W 5–0 সিআর অ্যান্ড এফসি গ্রাউন্ড, কলম্বো, শ্রীলঙ্কা ২০১২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
8 সেপ্টেম্বর 2012  পাকিস্তান W 8–0 সিআর অ্যান্ড এফসি গ্রাউন্ড, কলম্বো, শ্রীলঙ্কা ২০১২ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
23 ডিসেম্বর 2010  ভারত L 0–1 কক্সবাজার স্টেডিয়াম, কক্সবাজার বাংলাদেশ ২০১০ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
21 ডিসেম্বর 2010  বাংলাদেশ W 3–0 কক্সবাজার স্টেডিয়াম, কক্সবাজার বাংলাদেশ ২০১০ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
18 ডিসেম্বর 2010  পাকিস্তান W 12–0 কক্সবাজার স্টেডিয়াম, কক্সবাজার বাংলাদেশ ২০১০ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
14 ডিসেম্বর 2010  আফগানিস্তান W 13–0 কক্সবাজার স্টেডিয়াম, কক্সবাজার বাংলাদেশ ২০১০ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
12 ডিসেম্বর 2010  মালদ্বীপ W 6–0 কক্সবাজার স্টেডিয়াম, কক্সবাজার বাংলাদেশ ২০১০ সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ
8 ফেব্রুয়ারি 2010  ভারত L 1–3 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা বাংলাদেশ ২০১০ দক্ষিণ এশীয় গেম্‌স
6 ফেব্রুয়ারি 2010  পাকিস্তান W 7–0 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা বাংলাদেশ ২০১০ দক্ষিণ এশীয় গেম্‌স
4 ফেব্রুয়ারি 2010  ভারত L 0–5 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা বাংলাদেশ ২০১০ দক্ষিণ এশীয় গেম্‌স
2 ফেব্রুয়ারি 2010  শ্রীলঙ্কা W 8–0 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা বাংলাদেশ ২০১০ দক্ষিণ এশীয় গেম্‌স
29 জানুয়ারি 2010  বাংলাদেশ W 1–0 বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম, ঢাকা বাংলাদেশ ২০১০ দক্ষিণ এশীয় গেম্‌স
16 নভেম্বর 1999  উজবেকিস্তান L 1–6 Panaad Stadium, Bacolod City, Philippines 1999 AFC Women's Championship
12 নভেম্বর 1999  জাপান L 0–14 Panaad Stadium, Bacolod City, Philippines 1999 AFC Women's Championship
10 নভেম্বর 1999  থাইল্যান্ড L 0–5 Iloilo Sports Complex, Iloilo City, Philippines 1999 AFC Women's Championship
8 নভেম্বর 1999  ফিলিপাইন L 0–5 Iloilo Sports Complex, Iloilo City, Philippines 1999 AFC Women's Championship
24 ডিসেম্বর 1989  জাপান L 0–14 হংকং স্টেডিয়াম, সো কোন পো হংকং 1989 AFC Women's Championship
22 ডিসেম্বর 1989  ইন্দোনেশিয়া L 0–8 হংকং স্টেডিয়াম, সো কোন পো হংকং 1989 AFC Women's Championship
18 ডিসেম্বর 1989  হংকং L 0–3 হংকং স্টেডিয়াম, সো কোন পো হংকং 1989 AFC Women's Championship
19 ডিসেম্বর 1986  ইন্দোনেশিয়া L 0–6 হংকং স্টেডিয়াম, সো কোন পো হংকং 1986 AFC Women's Championship
17 ডিসেম্বর 1986  থাইল্যান্ড L 0–5 হংকং স্টেডিয়াম, সো কোন পো হংকং 1986 AFC Women's Championship
14 ডিসেম্বর 1986  হংকং L 0–1 হংকং স্টেডিয়াম, সো কোন পো হংকং 1986 AFC Women's Championship

* Nepal score always listed first

      Win       Draw       Loss

খেলোয়াড়

কোচিং স্টাফ

গুরুত্বপূর্ণ রেকর্ডসমূহ

সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ

দক্ষিণ এশীয় গেমস

দক্ষিণ এশীয় গেম্‌স
বছর ফলাফল পয়েন্ট খেলেছে জয় ড্র* পরা স্বগো বিগো গোপা
২০১০ রৌপ্য১৭+৮
২০১৬ রৌপ্য+৮
মোট -১৮১০+১৮

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "Fixtures and results"FIFA। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০১৩

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.