ফ্রেডরিক কাইজ
ফ্রেডরিক কাইজ (ইংরেজি: Frederick Kuys; জন্ম: ২১ মার্চ, ১৮৭০ - মৃত্যু: ১২ সেপ্টেম্বর, ১৯৫৩) পশ্চিম কেপের জর্জ এলাকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[1][2][3] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ফ্রেডরিক কাইজ | |||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | ২১ মার্চ, ১৮৭০ জর্জ, পশ্চিম কেপ, দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
মৃত্যু | ১২ সেপ্টেম্বর, ১৯৫৩ আউটশ্রুন, কেপ প্রদেশ, দক্ষিণ আফ্রিকা | |||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | ডানহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | অল-রাউন্ডার | |||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় পার্শ্ব | ||||||||||||||||||||||||||||||||||||||||
একমাত্র টেস্ট (ক্যাপ ৪৫) | ১ এপ্রিল ১৮৯৯ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১২ অক্টোবর, ২০১৯ |
ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স দলের প্রতিনিধিত্ব করেন। দলে তিনি মূলতঃ অল-রাউন্ডার হিসেবে খেলতেন। ডানহাতে বোলিং করার পাশাপাশি নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিংশৈলী প্রদর্শন করতেন তিনি।
প্রথম-শ্রেণীর ক্রিকেট
১৮৯৬-৯৭ মৌসুম থেকে ১৮৯৮-৯৯ মৌসুম পর্যন্ত ফ্রেডরিক কাইজের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। দক্ষিণ আফ্রিকান যুদ্ধ শুরু হবার পূর্বে কয়েক মৌসুম খেলেন। এ পর্যায়ে ওয়েস্টার্ন প্রভিন্সের অল-রাউন্ডার হিসেবে নিজেকে মেলে ধরেছিলেন।
আন্তর্জাতিক ক্রিকেট
সমগ্র খেলোয়াড়ী জীবনে একটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন ফ্রেডরিক কাইজ। ১ এপ্রিল, ১৮৯৯ তারিখে কেপটাউনে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার।[4] এটিই তার একমাত্র টেস্টে অংশগ্রহণ ছিল।
১৮৯৮-৯৯ মৌসুমে লর্ড হকের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা গমন করে। সিরিজের দ্বিতীয় টেস্টে অংশগ্রহণ করেন তিনি।
১২ সেপ্টেম্বর, ১৯৫৩ তারিখে ৮৪ বছর বয়সে কেপ প্রদেশের আউটশ্রুন এলাকায় ফ্রেডরিক কাইজের দেহাবসান ঘটে।
তথ্যসূত্র
- "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯।
- "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯।
- "South Africa – Test Bowling Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯।
- "2nd Test, England tour of South Africa at Cape Town, Apr 1-4 1899"। Cricinfo। সংগ্রহের তারিখ ২৫ এপ্রিল ২০১৯।
আরও দেখুন
বহিঃসংযোগ
- ইএসপিএনক্রিকইনফোতে ফ্রেডরিক কাইজ
(ইংরেজি)
- ক্রিকেটআর্কাইভে ফ্রেডরিক কাইজ
(সদস্যতা প্রয়োজনীয়) (ইংরেজি)