হাওয়ার্ড ফ্রান্সিস

হাওয়ার্ড হেনরি ফ্রান্সিস (ইংরেজি: Howard Francis; জন্ম: ২৬ মে, ১৮৬৮ - মৃত্যু: ৭ জানুয়ারি, ১৯৩৬) ক্লিফটনের ওয়েস্টবারি এলাকায় জন্মগ্রহণকারী ইংরেজ বংশোদ্ভূত প্রথিতযশা দক্ষিণ আফ্রিকান আন্তর্জাতিক ক্রিকেটার ছিলেন।[1][2] দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের অন্যতম সদস্য ছিলেন তিনি। ১৮৯৯ সালে সংক্ষিপ্ত সময়ের জন্যে দক্ষিণ আফ্রিকার পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অংশগ্রহণ করেছেন।

হাওয়ার্ড ফ্রান্সিস
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নামহাওয়ার্ড হেনরি ফ্রান্সিস
জন্ম২৬ মে, ১৮৬৮
ক্লিফটন, ব্রিস্টল, ইংল্যান্ড
মৃত্যু৭ জানুয়ারি, ১৯৩৬
সী পয়েন্ট, কেপপ্রদেশ, দক্ষিণ আফ্রিকা
ব্যাটিংয়ের ধরনডানহাতি
ভূমিকাউইকেট-রক্ষক
আন্তর্জাতিক তথ্য
জাতীয় পার্শ্ব
টেস্ট অভিষেক
(ক্যাপ ৪১)
১৪ ফেব্রুয়ারি ১৮৯৯ বনাম ইংল্যান্ড
শেষ টেস্ট১ এপ্রিল ১৮৯৯ বনাম ইংল্যান্ড
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ২৫
রানের সংখ্যা ৩৯ ৫২৯
ব্যাটিং গড় ৯.৭৫ ১২.৯০
১০০/৫০ ০/০ ০/০
সর্বোচ্চ রান ২৯ ৫৫
বল করেছে - -
উইকেট - -
বোলিং গড় - -
ইনিংসে ৫ উইকেট - -
ম্যাচে ১০ উইকেট - -
সেরা বোলিং - -
ক্যাচ/স্ট্যাম্পিং ১/- ১৩/১
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ১১ অক্টোবর ২০১৯

ঘরোয়া প্রথম-শ্রেণীর দক্ষিণ আফ্রিকান ক্রিকেটে ওয়েস্টার্ন প্রভিন্স এবং ইংরেজ কাউন্টি ক্রিকেটে গ্লুচেস্টারশায়ার দলের প্রতিনিধিত্ব করেন হাওয়ার্ড ফ্রান্সিস। দলে তিনি মূলতঃ উইকেট-রক্ষকের দায়িত্ব পালন করতেন। এছাড়াও, ডানহাতি ব্যাটসম্যান হিসেবে খেলতেন।

প্রথম-শ্রেণীর ক্রিকেট

১৮৯০ সাল থেকে ১৯০২-০৩ মৌসুম পর্যন্ত হাওয়ার্ড ফ্রান্সিসের প্রথম-শ্রেণীর খেলোয়াড়ী জীবন চলমান ছিল। ডানহাতি ব্যাটসম্যান হাওয়ার্ড ফ্রান্সিস অনিয়মিতভাবে খেলায় অংশ নিতেন। ১৮৯০ থেকে ১৮৯৪ সময়কালে গ্লুচেস্টারশায়ারের পক্ষে খেলে আশানুরূপ কোন সফলতার স্বাক্ষর রাখেননি। এরপর তিনি দক্ষিণ আফ্রিকায় চলে যান। ১৯০২ সাল পর্যন্ত ওয়েস্টার্ন প্রভিন্সের পক্ষে কারি কাপে অংশ নেন।

আন্তর্জাতিক ক্রিকেট

সমগ্র খেলোয়াড়ী জীবনে দুইটিমাত্র টেস্টে অংশগ্রহণ করেছেন হাওয়ার্ড ফ্রান্সিস। ১৪ ফেব্রুয়ারি, ১৮৯৯ তারিখে জোহেন্সবার্গে সফরকারী ইংল্যান্ড দলের বিপক্ষে টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটে তার। এরপর, ১ এপ্রিল, ১৮৯৯ তারিখে কেপটাউনে একই দলের বিপক্ষে সর্বশেষ টেস্টে অংশ নেন তিনি।

ক্রিকেট খেলার পাশাপাশি ফুটবলার হিসেবেও সুনাম কুড়িয়েছেন। ১৮৯৫ সালে দক্ষিণ আফ্রিকায় আবাস গড়ার পূর্বে ক্লিফটন ফুটবল ক্লাবে খেলেন।[3] ৭ জানুয়ারি, ১৯৩৬ তারিখে ৬৮ বছর বয়সে কেপপ্রদেশের সী পয়েন্ট এলাকায় হাওয়ার্ড ফ্রান্সিসের দেহাবসান ঘটে।

তথ্যসূত্র

  1. "South Africa – Players by Test cap"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯
  2. "South Africa – Test Batting Averages"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ২১ সেপ্টেম্বর ২০১৯
  3. "Association Football"Bristol Mercury। ৩১ আগস্ট ১৮৯৫। সংগ্রহের তারিখ ১৭ জুলাই ২০১৯ British Newspaper Archive-এর মাধ্যমে।

আরও দেখুন

গ্রন্থপঞ্জী

  • Byrne, Stephen; Jay, Mike (২০০৩)। Bristol Rovers Football Club - The Definitive History 1883-2003Stroud: Tempusআইএসবিএন 0-7524-2717-2।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.