এজেকিয়েল গারাই

এজেকিয়েল মার্সেলো গারাই গোন্সালেস (স্পেনীয়: Ezequiel Marcelo Garay González, স্পেনীয় উচ্চারণ: [eseˈkjel ɣaˈɾai]; জন্ম ১০ অক্টোবর ১৯৮৬) একজন আর্জেন্টিনীয় ফুটবলার যিনি পর্তুগীজ কাল্ব এস.এল. বেনফিকা এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে সেন্ট্রাল ডিফেন্ডার হিসেবে খেলেন।

এজেকিয়েল গারাই
২০১১ সালে বেনফিকার হয়ে খেলছেন গারাই।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম এজেকিয়েল মার্সেলো গারাই গোন্সালেস
জন্ম (1986-10-10) ১০ অক্টোবর ১৯৮৬
জন্ম স্থান রোজারিও, আর্জেন্টিনা
উচ্চতা ১.৮৯ মি (৬ ফু ২ ইঞ্চি)
মাঠে অবস্থান সেন্টার ব্যাক
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব বেনফিকা
জার্সি নম্বর ২৪
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন
নিওয়েল'স ওল্ড বয়েজ
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
২০০৪–২০০৫ নিওয়েল'স ওল্ড বয়েজ ১৪ (১)
২০০৫–২০০৮ রাসিং সান্তেন্দার ৬০ (১২)
২০০৮–২০১১ রিয়াল মাদ্রিদ ৩১ (১)
২০০৮–২০০৯রাসিং সান্তেন্দার (ধার) ২৪ (২)
২০১১– বেনফিকা ৭৮ (৯)
জাতীয় দল
২০০৮ আর্জেন্টিনা অনূর্ধ্ব ২৩ (০)
২০০৭– আর্জেন্টিনা ১৯ (০)
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে এবং ২১ এপ্রিল ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

† উপস্থিতি(গোল সংখ্যা)।

‡ জাতীয় দলের হয়ে খেলার সংখ্যা এবং গোল ১৬ জুন ২০১৪ তারিখ অনুযায়ী সঠিক।

গারাই তার কর্মজীবন শুরু করেন নিওয়েল'স ওল্ড বয়েজের হয়ে, কিন্তু ১৯ বছর বয়সে তিনি স্পেনে পাড়ি জমান। তিনি স্পেনে ছয় মৌসুম ছিলেন। সেই সময়ে রাসিং সান্তেন্দাররিয়াল মাদ্রিদের হয়ে তিনি মোট ১০৯ খেলায় ১৫ গোল করেন। ২০১১ সালে তিনি বেনফিকার সাথে চুক্তি সাক্ষর করেন।

ক্লাব কর্মজীবন

প্রারম্ভিক সময়

গারাই জন্মগ্রহণ করেন সান্তা ফের রোজারিওতে। ১৮ বছর বয়সে, পেশাদার হিসেবে তার অভিষেক হয় স্থানীয় ক্লাব নিওয়েল'স ওল্ড বয়েজে। তিনি প্রথম মাঠে নামেন ক্লাব দে হিমনাসিয়া ইয়ে এসগ্রিমা লা প্লাতার বিপক্ষে।

গারাই তার প্রথম মৌসুমে নিওয়েল'সের হয়ে ১২ খেলায় মাঠে নামেন এবং একটি গোল করেন। একমাত্র গোলটি তিনি করেন স্থানীয় ডার্বি খেলায় রোজারিও সেন্ট্রালের বিপক্ষে। তারা ওই খেলায় ২-১ গোলে জয় লাভ করে।[1]

তথ্যসূত্র

  1. "Onwards and upwards for Garay"ফিফা। ১২ জুন ২০০৮। সংগ্রহের তারিখ ২০ জুন ২০১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.