আলেহান্দ্রো সাবেয়া

আলেহান্দ্রো সাবেয়া (জন্ম ৫ নভেম্বর ১৯৫৪) একজন আর্জেন্টিনীয় ফুটবল ম্যানেজার এবং প্রাক্তন খেলোয়াড়। তিনি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের প্রধান কোচ।[1]

আলেহান্দ্রো সাবেয়া
২০১২ সালে সাবেয়া।
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম আলেহান্দ্রো মারিও ইগালো হেরার্দো সাবেয়া
জন্ম (1954-11-05) ৫ নভেম্বর ১৯৫৪
জন্ম স্থান বুয়েনোস আইরেস, আর্জেন্টিনা
উচ্চতা ১.৭১ মিটার (৫ ফুট   ইঞ্চি)
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড় (অবসরপ্রাপ্ত)
ক্লাবের তথ্য
বর্তমান ক্লাব আজেন্টিনা (প্রধান কোচ)
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন*
বছর দল উপস্থিতি (গোল)
১৯৭৪–১৯৭৮ রিভার প্লেত ১১৭ (১১)
১৯৭৮–১৯৮০ শেফিল্ড ইউনাইটেড ৭৬ (৮)
১৯৮০–১৯৮১ লিডস ইউনাইটেড ২৩ (২)
১৯৮২–১৯৮৫ এস্তুদিয়ান্তেস ১৪৯ (১০)
১৯৮৬–১৯৮৭ গ্রেমিও ১০ (০)
১৯৮৭ ফেরো ক্যারিল ওয়েস্তে ২৭ (২)
১৯৮৭–১৯৮৮ ইরাপুয়াতো ৩১ (০)
মোট ৪৩৩ (৩৩)
জাতীয় দল
১৯৮৩ আর্জেন্টিনা (০)
দলসমূহ পরিচালিত
২০০৯–২০১১ এস্তুদিয়ান্তেস
২০১১ আল-জাজিরা
২০১১– আর্জেন্টিনা
  • পেশাদারী ক্লাবের উপস্থিতি ও গোলসংখ্যা শুধুমাত্র ঘরোয়া লিগের জন্য গণনা করা হয়েছে।
† উপস্থিতি(গোল সংখ্যা)।

খেলুড়ে ক্যারিয়ার

প্রারম্ভিক ক্যারিয়ার

তথ্যসূত্র

  1. "AFP: Argentina appoint Sabella as new coach"। Google.com। ২৮ জুলাই ২০১১। সংগ্রহের তারিখ ৯ ফেব্রুয়ারি ২০১৩
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.