এভার বানেগা
এভার ম্যাক্সিমিলিয়ানো দেভিদ বানেগা (জন্ম ২৯ জুন ১৯৮৮) একজন আর্জেন্টিনীয় পেশাদার ফুটবলার স্পেনীয় ক্লাব ভ্যালেন্সিয়ার হয়ে প্রধানত একজন সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে খেলেন।
![]() | |||||||||||||
ব্যক্তিগত তথ্য | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | এভার ম্যাক্সিমিলিয়ানো দেভিদ বানেগা | ||||||||||||
জন্ম | ২৯ জুন ১৯৮৮ | ||||||||||||
জন্ম স্থান | রোজারিও, আর্জেন্টিনা | ||||||||||||
উচ্চতা | ১.৭৪ মিটার (৫ ফুট ৮ ১⁄২ ইঞ্চি) | ||||||||||||
মাঠে অবস্থান | মিডফিল্ডার | ||||||||||||
ক্লাবের তথ্য | |||||||||||||
বর্তমান ক্লাব | ভ্যালেন্সিয়া | ||||||||||||
জার্সি নম্বর | ১০ | ||||||||||||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||||||||||||
নুয়েভো হরিজন্তে | |||||||||||||
আলিয়াঞ্জা স্পোর্ট | |||||||||||||
২০০০–২০০৭ | বোকা জুনিয়র্স | ||||||||||||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||||||||||||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† | ||||||||||
২০০৭ | বোকা জুনিয়র্স | ২৮ | (০) | ||||||||||
২০০৮– | ভ্যালেন্সিয়া | ১২৯ | (৯) | ||||||||||
২০০৮–২০০৯ | → অ্যাটলেটিকো মাদ্রিদ (ধার) | ২৪ | (১) | ||||||||||
জাতীয় দল‡ | |||||||||||||
২০০৭ | আর্জেন্টিনা অনূর্ধ্ব ২০ | ১৪ | (০) | ||||||||||
২০০৮ | আর্জেন্টিনা অলিম্পিক | ৬ | (০) | ||||||||||
২০০৮– | আর্জেন্টিনা | ২৪ | (২) | ||||||||||
সম্মাননা
| |||||||||||||
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
ক্লাব ক্যারিয়ার
বোকা জুনিয়র্স
বানেগা জন্মগ্রহণ করেন রোজারিওতে। তিনি বোকা জুনিয়র্সের যুব দল থেকে উঠে এসেছেন। ১৮ বছর বয়সে তিনি মূল দলে খেলার সুযোগ পান। ২০০৭ সালের জানুয়ারিতে সতীর্থ ফেরন্যান্দো গ্যাগো রিয়াল মাদ্রিদে চলে গেলে, অল্প বয়স হওয়া সত্ত্বেও বানেগাকে তার উত্তরসূরি হিসেবে ঘোষণা করা হয়।[1]
২০০৭ সালের ১০ ফেব্রুয়ারি, বানফিল্ডের বিপক্ষে বোকার ৪–০ গোলে জয়ের খেলায় বানেগার পেশাদার অভিষেক হয়। ১ জুন, একটি খেলায় জয়ের পর যখন তিনি মাঠ ছাড়েন, তখন তাকে দাড়িয়ে সম্মান জানানো হয়।[2]
ভ্যালেন্সিয়া

২০০৮ সালের ৫ জানুয়ারি, প্রায় ১৮ মিলিয়ন ইউরোর বিনিময়ে বানেগা স্পেনীয় ক্লাব ভ্যালেন্সিয়ার সাথে সাড়ে পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করেন।[3] লীগের ১৩তম রাউন্ডে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলায় তার অভিষেক হয়। দ্বিতীয়ার্ধে তিনি বদলি হিসেবে নামেন। খেলায় ভ্যালেন্সিয়া ০–১ গোলের ব্যবধানে পরাজিত হয়।[4]
২০০৮–০৯ মৌসুমে বানেগাকে ধার হিসেবে নেয় অ্যাটলেটিকো মাদ্রিদ।[5] চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বের খেলায় পিএসভি এইন্ডহোভেনের বিপক্ষে তার দাপ্তরিক অভিষেক হয়। খেলায় অ্যাটলেটিকো ৩–০ গোলে জয় লাভ করে।[6] অবশ্য, অ্যাটলেটিকোতে দলের প্রথম একাদশে জায়গা করে নিতে তিনি ব্যর্থ হন। এছাড়া ভিয়ারিয়াল[7] এবং আলমেরিয়ার[8] বিপক্ষে তাকে লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়।
অ্যাটলেটিকো থেকে ফেরার পর মনে করা হয়েছিল বানেগা ইংরেজ দল এভারটনে যোগ দেবেন,[9] কিন্তু ভিসা জটিলতার কারণে তা আর হয়নি। ২০০৯–১০ মৌসুমে লীগের প্রথম খেলায় সেভিয়ার বিপক্ষে ভ্যালেন্সিয়া ২–০ গোলে জয় লাভ করে। উভয় গোলেই সহায়তা করেন বানেগা।[10] ২০১০ সালের ১৭ জানুয়ারি, বানেগা ভ্যালেন্সিয়ার হয়ে প্রথম গোল করেন। খেলায় ভিয়ারিয়ালের বিপক্ষে তারা ৪–১ গোলের ব্যবধানে জয় লাভ করে।[11]
২০১০–১১ মৌসুমে বানেগা ২৮টি খেলায় মাঠে নামেন। এর মধ্যে ১৯টিতে প্রথম একাদশে জায়গা পান এবং দুইটি গোল করেন। ভ্যালেন্সিয়া তৃতীয় অবস্থানে থেকে লীগ শেষ করে এবং চ্যাম্পিয়নস লিগে খেলার যোগ্যতা অর্জন করে। ২০১২ সালের ১৯ ফেব্রুয়ারি, তার পায়ের উপর দিয়ে নিজেরই গাড়ি চলে যাওয়ায় তিনি ইনজুরি আক্রান্ত হয়ে পড়েন। তার বাম পায়ের গোড়ালি ক্ষতিগ্রস্ত হয় এবং পায়ের টিবিয়া ও ফিবুলা ভেঙ্গে যায়। তার গোড়ালির অস্ত্রোপচার করানোর প্রয়োজন হয়, ফলে মৌসুমের অবশিষ্ট অংশে তিনি আর মাঠে নামতে পারেননি।[12]
আন্তর্জাতিক ক্যারিয়ার

কানাডায় ২০০৭ অনূর্ধ্ব-২০ ফিফা বিশ্বকাপের জন্য সার্জিও অ্যাগুয়েরোর সাথে দলে জায়গা পান বানেগা। প্রতিযোগিতায় আর্জেন্টিনার সবকয়টি খেলায় তিনি মাঠে নামেন।
২০০৮ সালের জানুয়ারিতে ভ্যালেন্সিয়ায় যোগদানের পর আর্জেন্টিনা জাতীয় দলে বানেগার অভিষেক হয়। ৬ ফেব্রুয়ারি, গুয়েতেমালার বিপক্ষে ঐ খেলায় আর্জেন্টিনা ৫–০ গোলের বড় ব্যবধানে জয় লাভ করে।[13]
২০০৮ গ্রীষ্মকালীন অলিম্পিকে আর্জেন্টিনার হয়ে অংশগ্রহণ করেন বানেগা। প্রতিযোগিতায় আর্জেন্টিনা স্বর্ণপদক জিতে।[14]
ভ্যালেন্সিয়ার সাথে দূর্দান্ত একটি মৌসুম কাটানোর পরও ২০১০ বিশ্বকাপের জন্য ঘোষিত আর্জেন্টিনা দলে জায়গা পাননি বানেগা।
২০১৩ সালের ২৬ মার্চ, বলিভিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হয়ে প্রথম গোল করেন বানেগা। খেলাটি ১–১ গোলে ড্র হয়।[15]
ক্যারিয়ার পরিসংখ্যান
ক্লাব
৬ অক্টোবর ২০১৩ অনুসারে।[16][17]
ক্লাব | মৌসুম | লীগ | কাপ | মহাদেশীয় | মোট | ||||
---|---|---|---|---|---|---|---|---|---|
উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | উপস্থিতি | গোল | ||
ভ্যালেন্সিয়া | ২০০৭–০৮ | ১২ | ০ | ২ | ০ | ০ | ০ | ১৪ | ০ |
মোট | ১২ | ০ | ২ | ০ | ০ | ০ | ১৪ | ০ | |
অ্যাটলেটিকো মাদ্রিদ | ২০০৮–০৯ | ২২ | ১ | ৪ | ০ | ৩ | ০ | ৩১ | ১ |
মোট | ২৪ | ১ | ৪ | ০ | ৩ | ০ | ৩১ | ১ | |
ভ্যালেন্সিয়া | ২০০৯–১০ | ৩৬ | ২ | ২ | ০ | ৭ | ০ | ৪৫ | ২ |
২০১০–১১ | ২৭ | ২ | ২ | ১ | ৪ | ০ | ৩৩ | ৩ | |
২০১১–১২ | ১৪ | ০ | ৮ | ১ | ৪ | ০ | ২৬ | ১ | |
২০১২–১৩ | ২৯ | ৪ | ৬ | ০ | ৫ | ০ | ৪০ | ৪ | |
২০১৩–১৪ | ১১ | ১ | ০ | ০ | ১ | ০ | ১২ | ১ | |
মোট | ১১৭ | ৯ | ১৮ | ২ | ২৩ | ০ | ১৫৮ | ১১ | |
ক্যারিয়ারে সর্বমোট | ১৫৩ | ১০ | ২৪ | ২ | ২৬ | ০ | ২০৩ | ১২ |
সম্মাননা
আন্তর্জাতিক
- ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ: ২০০৭
- গ্রীষ্মকালীন অলিম্পিক গেম্স: ২০০৮
তথ্যসূত্র
- "Gago me dijo que nunca me olvide de jugar"। Olé (স্পেনীয় ভাষায়)। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩।
- "Boca, successo e standing ovation per Banega"। Tutto Mercato (ইতালীয় ভাষায়)। ১ এপ্রিল ২০০৭। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩।
- "Valencia agree to sign Argentine midfielder Banega"। রয়টার্স। ৫ জানুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩।
- Picard, Laurent (১৪ জানুয়ারি ২০০৮)। "Banega happier than ever"। Setanta Sports। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩।
- "Banega swaps Valencia for Atlético"। উয়েফা। ২৮ আগস্ট ২০০৮।
- "Aguero brace sinks Eindhoven"। ইএসপিএন সকারনেট। ১৬ সেপ্টেম্বর ২০০৮। সংগ্রহের তারিখ ১জুন ২০১৩। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - "Atlético fight back to earn thrilling point"। উয়েফা। ২৬ অক্টোবর ২০০৮। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩।
- "Almeria 1–1 Atlético Madrid"। ইএসপিএন সকারনেট। ১৮ জানুয়ারি ২০০৯। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩।
- "Everton secure Banega work permit"। বিবিসি স্পোর্ট। ২২ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩।
- "Valencia 2–0 Sevilla FC"। ইএসপিএন সকারনেট। ৩০ আগস্ট ২০০৯। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩।
- "Valencia thrash rivals"। ইএসপিএন সকারনেট। ১৭ জানুয়ারি ২০১০। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৩।
- "Car accident ends Banega's season at Valencia"। উয়েফা। ২০ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৩ জুন ২০১৩।
- "Goleada de la Selección Olímpica ante Guatemala en Los Angeles"। এএফএ। ৭ ফেব্রুয়ারি ২০০৮। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৩। (স্পেনীয়)
- এভার বানেগা – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- Edwards, Daniel (২৬ মার্চ ২০১৩)। "Bolivia 1-1 Argentina: Albiceleste stumble ataltitude but remain on track for Brazil"। Goal.com। সংগ্রহের তারিখ ৪ জুন ২০১৩।
- "Éver Banega – Performance data"। Transfermarkt। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৩।
- "Ever Banega Bio, Stats, News"। ইএসপিএন সকারনেট। সংগ্রহের তারিখ ৭ অক্টোবর ২০১৩।
বহিঃসংযোগ
- ভ্যালেন্সিয়া অফিসিয়াল প্রোফাইল
- BDFutbol প্রোফাইল
- National-Football-Teams.com-এ এভার বানেগা (ইংরেজি)
- এভার বানেগা – ফিফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- এভার বানেগা – উয়েফা প্রতিযোগিতার রেকর্ড (ইংরেজি)
- Transfermarkt প্রোফাইল
- CiberChe পরিসংখ্যান এবং বৃত্তান্ত (স্পেনীয়)