সানরাইজার্স হায়দ্রাবাদ

সানরাইজার্স হায়দ্রাবাদ (তেলুগু: సన్ రైజర్స్ హైదరాబాద్, উর্দু: سنسرس حیدرآباد) (প্রায়ই সংক্ষিপ্তাকারে SRH বলা হয়) হল হায়দ্রাবাদ শহর ভিত্তিক ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) এর একটি ক্রিকেট প্রতিনিধিত্বকারী একটি দল।[1] দলটি সান টিভি চ্যানেল নেটওয়ার্কের কালানিথি মারানের মালিকানাধিন।[2] টম মুডি প্রধান কোচ এবং সাইমন হেমলেট দলটির সহকারী কোচের দায়িত্ব পালন করছেন। কৃশ শ্রীকান্ত ও ভিভিএস লক্ষ্মণ দলটির প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন। এছাড়াও মুত্তিয়া মুরালিধরন বোলিং কোচ ও পরামর্শদাতা হিসেবে কাজ করছেন।[3][4] এরা ২০১৬ সালের আইপিএল এ ব্যাপক প্রতিযোগিতায় প্রথমবার ট্রফি জয় করে।

সানরাইজার্স হায়দ্রাবাদ
సన్ రైజర్స్ హైదరాబాద్
سنسرس حیدرآباد
কর্মীবৃন্দ
অধিনায়ক কেন উইলিয়ামসন
কোচ ট্রেভর বেলিস
মালিককালানিধি মারান (সান নেটওয়ার্ক)
দলীয় তথ্য
শহরহায়দ্রাবাদ, তেলেঙ্গানা, ভারত
রঙ
প্রতিষ্ঠাকাল২০১৩ (2013)
স্বাগতিক ভেন্যুরাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
(ধারণক্ষমতা: ৫৫,০০০)
অপ্রধান স্বাগতিক মাঠএসিএ-ভিডিসিএ ক্রিকেট স্টেডিয়াম
(ধারণক্ষমতা: ৩৮,০০)
অফিসিয়াল ওয়েবসাইটwww.sunrisershyderabad.in

টি২০আই কিট

সানরাইজার্স হায়দ্রাবাদ ২০১৫-এ

অর্জন

বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ চ্যাম্পিয়ন্স লীগ টুয়েন্টি২০
২০১৩ প্লে-অফ (৪/৯) গ্রুপ পর্ব (৭/১২)
২০১৪ গ্রুপ পর্ব (৬/৮) DNQ
২০১৫ TBD TBD
২০১৬ বিজয়ী
  • Q = যোগ্যতা অর্জন করেছেন
  • DNQ = যোগ্যতা অর্জন করেননি
  • TBD = ফলাফল ঘোষণা করা হয়নি

বর্তমান স্কোয়াড

ভারতীয় খেলোয়াড়

ব্যাট্সমেন

জার্সিনামজন্মস্থানব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দল২০১৬ আইপিএল-এ রান২০১৭ আইপিএল-এ রান
ঋদ্ধিমান সাহা-

অল রাউন্ডার

জার্সিনামজন্মস্থানব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দল২০১৬ আইপিএল-এ রান/উই২০১৭ আইপিএল-এ রান/উই
১২ইউসুফ পাঠানবারোদাডান হাতিডান হাতি অর্থডক্সবারোদা ক্রিকেট টিম২৩৬/০১১১/১
২৮বিপুল শর্মাঅমৃতসরবাম হাতিবাঁ হাতি অর্থডক্সহিমাচল প্রদেশ ক্রিকেট টিম৫১/৩২১/২

পেস বোলার

জার্সিনামজন্মস্থানব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দল২০১৬ আইপিএল উই:২০১৭ আইপিএল-এ উই:
১৫ভুবনেশ্বর কুমারমিরাট ,উত্তরপ্রদেশডান হাতিডান হাতি মিডিয়াম-ফাস্ট বোলিংউত্তরপ্রদেশ ক্রিকেট টিম২৩১৮

বিদেশী খেলোয়াড়

ব্যাট্সমেন

জার্সিনামজাতীয়তাব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দল২০১৬ আইপিএল-এ রান২০১৭ আইপিএল-এ রান
২২কেন উইলিয়ামসননিউজিল্যান্ডডান হাতিডান হাতি অফ ব্রেকনর্থার্ন ডিস্ট্রিক্ট১২৪১৬৪
জনি বেয়ারস্টোডান হাতি

অল রাউন্ডার

জার্সিনামজাতীয়তাব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দল২০১৬ আইপিএল-এ রান/উই:২০১৭ আইপিএল-এ রান/উই:
৭৫সাকিব আল হাসানবাংলাদেশডান হাতিবাঁ হাতি লেগ ব্রেকঢাকা ডায়নামাইটস১৮২/-২০০/১

বোলার

জার্সিনামজাতীয়তাব্যাটিংবোলিংঅভ্যন্তরীণ দল২০১৬ আইপিএল-এ উই:২০১৭ আইপিএল-এ উই:
১৯রশীদ খানআফগানিস্তানডান হাতিডান হাতি লেগ ব্রেককুমিল্লা ভিক্টোরিয়ানসঅনুপস্থিত১১

সম্ভাব্য প্রথম একাদশ

ক্রমনামভূমিকা
ওয়ার্নারওপেনিং বাটসমেন
সাহাউইকেটকিপার বাটসমেন
উইলিয়ামসনবাটসমেন
মনীশবাটসমেন
ইউসুফবাটসমেন
হুডাব্যাট্সমেন
সাকিবস্পিনার অলরাউন্ডার
ভুবনেশ্বরঅল রাউন্ডার
রশিদলেগ স্পিনার
১০খলীলপেসার
১১সিদ্ধার্থপেসার

সম্ভাব্য বাতিল খেলোয়াড়

পাঞ্জাবের ২৮ বর্ষীয় বোলার সিদ্ধার্থ কৌল কে ৩.৮ কোটি টাকা দিয়ে কিনলেও ৮.৯৬ ইকোনোমিতে ৪০ গড়ে রান দিয়েছেন ।

অধিনায়ক

ক্রমিক জাতী খেলোয়াড় ম্যাচ হতে পর্যন্ত পূর্ববর্তী বর্তমান
কুমার সাঙ্গাকারা ২০১৩ ২০১৩ পাঞ্জাব, ডেকান অবিক্রীত
ক্যামেরন হোয়াইট 8 ২০১৩ ২০১৩ ব্যাঙ্গালোর, ডেকান অবিক্রীত
শিখর ধাওয়ান ১৭ ২০১৩ ২০১৪ দিল্লি, মুম্বাই, ডেকান দল
ড্যারেন স্যামি ২০১৪ ২০১৪ প্রযোজ্য নয় ব্যাঙ্গালোর
ডেভিড ওয়ার্নার ২০১৫ তারিখ পর্যন্ত দিল্লি দল
  • শিখর ধাওয়ান ২০১৩ চ্যাম্পিয়নস লীগ টুয়েন্টি২০ নেতৃত্ব দেন।[5]
  •  N/A  মানে হল আইপিএলের খেলোয়াড় নন।

২০১৮ আইপিএল-এ দলের সদস্যের প্রদর্শন

বিশেষ অবদানগুলি হাইলাইট করা হলো

ঘরের মাঠে ম্যাচ

খেলোয়াড় মূল্য(রুপি) বনাম রাজস্থান বনাম মুম্বই বনাম চেন্নাই বনাম পাঞ্জাব বনাম দিল্লি
ঋদ্ধিমান সাহা(উই)৫ কোটি৫(৫)২২(২০)৫*(৫)৬(৯)ব্যবহৃত হয়নি
অ্যালেক্স হেলস১ কোটিখেলেনিখেলেনিখেলেনিখেলেনি৪৫(৩১)
শিখর ধাওয়ান৫.২ কোটি৭৮*(৫৭)৪৮(২৮)খেলেনি১১(৮)৩৩(৩০)
রিকি ভুই০.২ কোটিখেলেনিখেলেনি০(৫)খেলেনিখেলেনি
কেন উইলিয়ামসন৩ কোটি৩৬*(৩৫)৬(৪)৮৪(৫১)০(৩)৩২*(৩০)
মনীশ পান্ডে১১ কোটিব্যবহৃত হয়নি১১(৮)০(২)৫৪(৫১)২১(১৭)
সাকিব আল হাসান২ কোটি৪-০-২৩-২১২(১২) ও ৪-০-৩৪-১২৪(১৯) ও ৪-০-৩২-০২৮(২৯)৩-০-১৮-২৪-০-৩৪-০
দীপক হুডা৩.৬ কোটিব্যবহৃত হয়নি৩২*(২৫)১(৭) ও ১-০-৮-০খেলেনিখেলেনি
ইউসুফ পাঠান১.৯ কোটিব্যবহৃত হয়নি১৪(১৪)৪৫(২৭)২১*(১৯)২৭*(১২)
মোহাম্মাদ নবী১ কোটিখেলেনিখেলেনিখেলেনি৪(২) ও ২-০-২৪-০খেলেনি
রশীদ খান৯ কোটি৪-০-২৩-১০(১) ও ৪-০-১৩-১১৭*(৪) ও ৪-০-৪৯-১৪-০-১৯-৩৪-০-২৩-২
সিদ্ধার্থ কৌল৩.৮ কোটি৪-০-১৭-২০(৪) ও ৪-০-২৯-২৪-০-৩৩-০৪-০-২৫-০৪-০-৩৭-১
সন্দীপ শর্মা৩ কোটিখেলেনি০(২) ও ৪-০-২৫-২খেলেনি৪-০-১৭-২৪-০-৩৫-০
বিল্লি স্টানলকে৫০ লক্ষ৪-০-২৯-১৫*(২) ও ৪-০-৪২-২৪-০-৩৮-০খেলেনিখেলেনি
ভুবনেশ্বর কুমার৮.৫ কোটি৪-০-৩০-১খেলেনি৩-০-২২-১খেলেনি৪-০-৩৩-০
বাসিল থামপি৯৫ লক্ষখেলেনিখেলেনিখেলেনি২.২-০-১৪-২খেলেনি

বিরোধী মাটিতে ম্যাচ

খেলোয়াড় মূল্য(রুপি) বনাম কলকাতা নাইট রাইডার্স বনাম কিংস এলেভেন পাঞ্জাব বনাম মুম্বই ইন্ডিয়ান্স বনাম রাজস্থান রয়্যালস
ঋদ্ধিমান সাহা(উই)৫ কোটি২৪(১৫)৬(৭)০(২)১১(৭)
শিখর ধাওয়ান৫.২ কোটি৭(৭)০(১)৫(৬)৬(৪)
কেন উইলিয়ামসন৩ কোটি৫০(৪৪)৫৪(৪১)২৯(২১)৬৩(৪৩)
মনীশ পান্ডে১১ কোটি৪(১১)৫৭*(৪২)১৬(১১)১৬(১৫)
সাকিব আল হাসান২ কোটি২৭(২১)৪-০-২১-২২৪*(১২) ও ২-০-২৮-০২(৪) ও ৩-০-১৬-১৬(৬) ও ৪-০-৩০-০
দীপক হুডা৩.৬ কোটি৫*(৯)৫(৫) ও ২-০-১৬-০
ইউসুফ পাঠান১.৯ কোটি১৭*(৭)১৯(১৩)২৯(৩৩)২(৩)
মোহাম্মাদ নবী১ কোটিখেলেনিখেলেনি১৪(১০) ও ৩-০-২৩-১
রশীদ খান৯ কোটি৪-০-৩১-০৪-০-৫৫-১৬(৯) ও ৪-১-১১-২১(৩) ও ৪-০-৩১-১
বাসিল থামপি.৯৫ কোটিখেলেনিখেলেনি৩(৬) ও ১.৫-০-৪-২
সন্দ্বীপ শর্মা৩ কোটিখেলেনিখেলেনি০*(১) ও ৩-০-৯-১৪-০-১৫-১
ভুবনেশ্বর কুমার৮.৫ কোটি৪-০-২৬-৩৪-০-২৫-১খেলেনিখেলেনি
ক্রিস জর্দান১ কোটিখেলেনি৪-০-৩১-০খেলেনি
বিল্লি স্টানলকে৫০ লক্ষ৪-০-২১-২খেলেনিখেলেনি
সিদ্ধার্থ কৌল৩.৮ কোটি৪-০-৩৭-১৪-০-৩৩-১২(৯) ও ৪-০-২৩-৩৪-০-২৩-২

তথ্যসূত্র

  1. "Sun Risers to represent Hyderabad in IPL"। Wisden India। ১৮ ডিসেম্বর ২০১২। ২৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৫
  2. "Sun TV Network win Hyderabad IPL franchise"। Wisden India। ২৫ অক্টোবর ২০১২। ২৫ জুন ২০১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৫
  3. "SunRisers Hyderabad IPL 2013 Support Staff"। ৬ ডিসেম্বর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১২ এপ্রিল ২০১৫
  4. "SRH appoint Muralitharan as bowling coach"। www.iplt20.com। ২০ জানুয়ারি ২০১৫। ২০ জানুয়ারি ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০ জানুয়ারি ২০১৫
  5. www.thatscricket.com (২০১৩-০৯-১৪)। "Dhawan lead the squad in 2013 CLT20"IPLT20। সংগ্রহের তারিখ ২০১৩-০৯-১৪

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.