২০০৯ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল পূর্ব-নির্ধারিত সময়সূচী মোতাবেক ৬ মে থেকে ২৬ মে, ২০০৯ তারিখ পর্যন্ত ইংল্যান্ড সফর করে। এ সফরে সফরকারী দলটি ইংল্যান্ড ক্রিকেট দলের বিপক্ষে দু’টি টেস্টসহ তিনটি ওডিআই খেলায় অংশগ্রহণ করে।।[1] তারা জিম্বাবুয়ের পরিবর্তে এই সফর করে।[2]

২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের ইংল্যান্ড সফর
ইংল্যান্ড
ওয়েস্ট ইন্ডিজ
তারিখ ৬ মে ২০০৯ – ২৬ মে ২০০৯
অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রস ক্রিস গেইল
টেস্ট সিরিজ
ফলাফল ২-ম্যাচের সিরিজ ইংল্যান্ড ২–০ তে জয়ী হয়
সর্বাধিক রান রবি বোপারা ২৫১ রামনরেশ সারওয়ান ১৩৬
সর্বাধিক উইকেট জেমস অ্যান্ডারসন ১১ ফিদেল এডওয়ার্ডস
সিরিজ সেরা রবি বোপারা (ইংল্যান্ড) এবং ফিদেল এডওয়ার্ডস (ওয়েস্ট ইন্ডিজ)
একদিনের আন্তর্জাতিক সিরিজ
ফলাফল ৩-ম্যাচের সিরিজ ইংল্যান্ড ২–০ তে জয়ী হয়
সর্বাধিক রান ওয়াইস শাহ ১১৩ শিবনারায়ণ চন্দরপল ৯৫
সর্বাধিক উইকেট স্টুয়ার্ট ব্রড জেরোমি টেলর
সিরিজ সেরা স্টুয়ার্ট ব্রড

দলীয় সদস্য

টেস্ট সিরিজ

স্কোয়াড

 ইংল্যান্ড[3][4] ওয়েস্ট ইন্ডিজ[5]

১ম টেস্ট

৩৭৭ (১১১.৩ ওভার)
রবি বোপারা ১৪৩ (২৮৪)
ফিদেল এডওয়ার্ডস ৬/৯২ [২৬.৩]
১৫২ (৩২.৩ ওভার)
ডেভন স্মিথ ৪৬ (৫০)
গ্রাহাম ওনিয়ন্স ৫/৩৮ [৯.৩]
৩২/০ (৬.১ ওভার)
অ্যালাস্টেয়ার কুক ১৪* (১৭)
ফিদেল এডওয়ার্ডস ০/১২ [৩.১]
২৫৬ (এফ/ও) (৭২.২ ওভার)
ব্রেন্ডন ন্যাশ ৮১ (১৩৯)
গ্রেম সোয়ান ৩/৩৯ [১৭]
ইংল্যান্ড ১০ উইকেটে বিজয়ী
লর্ডস, লন্ডন
আম্পায়ার: এসজে ডেভিস (অস্ট্রেলিয়া) ও ইএআর ডি সিলভা (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: জিপি সোয়ান (ইংল্যান্ড)
  • দ্বিতীয় দিনে মন্দালোকের কারণে পূর্বেই খেলা শেষ হয়।

২য় টেস্ট

১৪-১৮ মে
স্কোরকার্ড
৫৬৯/৬ডি. (১৪৭ ওভার)
অ্যালাস্টেয়ার কুক ১৬০ (৩৩৯)
এসজে বেন ২/১৪৬ (৪৩ ওভার)
৩১০ (৮৪.৩ ওভার)
আরআর সারওয়ান ১০০ (১৩৮)
জেএম অ্যান্ডারসন ৫/৮৭ (২৬.৩ ওভার)
১৭৬ (এফ/ও) (৪৪ ওভার)
সিএইচ গেইল ৫৪ (৪৩)
জেএম অ্যান্ডারসন ৪/৩৮ (১৬ ওভার)
ইংল্যান্ড ইনিংস ও ৮৩ রানে বিজয়ী
রিভারসাইড, চেস্টার-লি-স্ট্রিট
আম্পায়ার: এসজে ডেভিস (অস্ট্রেলিয়া) ও ইএআর ডি সিলভা (শ্রীলঙ্কা)
ম্যাচসেরা: জেএম অ্যান্ডারসন (ইংল্যান্ড)
  • দ্বিতীয় দিন বৃষ্টিতে খেলা হয়নি
  • মন্দালোকে তৃতীয় ও চতুর্থ দিনের খেলা নির্দিষ্ট সময়ের পূর্বেই শেষ হয়।

ওডিআই সিরিজ

১ম ওডিআই

২১ মে, ২০০৯
স্কোরকার্ড
কোন বল মাঠে গড়া ছাড়াই খেলা পরিত্যক্ত
হেডিংলি, লিডস
আম্পায়ার: এসজে ডেভিস (অস্ট্রেলিয়া) ও এনজে লং (ইংল্যান্ড)

২য় ওডিআই

২৪ মে, ২০০৯
স্কোরকার্ড
ওয়েস্ট ইন্ডিজ 
১৬০ (৩৮.৩ ওভার)
 ইংল্যান্ড
১৬১/৪ (৩৬ ওভার)
ডিজেজে ব্র্যাভো ৫০ (৫৮)
এসসিজে ব্রড ৪/৪৬ (৮.৩ ওভার)
পিডি কলিংউড ৪৭* (৫০)
ডিজেজি স্যামি ১/১৫ (৫ ওভার)
ইংল্যান্ড ৬ উইকেটে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, ব্রিস্টল
আম্পায়ার: ইএআর ডি সিলভা (শ্রীলঙ্কা) ও পিজে হার্টলি (ইংল্যান্ড)
সেরা খেলোয়াড়: পিডি কলিংউড (ইংল্যান্ড)

৩য় ওডিআই

২৬ মে, ২০০৯
স্কোরকার্ড
ইংল্যান্ড 
৩২৮/৭ (৫০ ওভার)
 ওয়েস্ট ইন্ডিজ
২৭০ (৪৯.৪ ওভার)
এমজে প্রায়র ৮৭ (৮৬)
জেই টেলর ৩/৫৯ (১০ ওভার)
এস চন্দরপল ৬৮ (১০৮)
জেএম অ্যান্ডারসন ৩/৫৮ (৯.৪ ওভার)
ইংল্যান্ড ৫৮ রানে বিজয়ী
এজবাস্টন বার্মিংহাম
আম্পায়ার: এসজে ডেভিস (অস্ট্রেলিয়া) ও আইজে গোল্ড (ইংল্যান্ড)
সেরা খেলোয়াড়: এমজে প্রায়র (ইংল্যান্ড)

প্রস্তুতিমূলক খেলা

প্রথম-শ্রেণী: লিচেস্টারশায়ার ব ওয়েস্ট ইন্ডিজ একাদশ

২০-২২ এপ্রিল
স্কোরকার্ড
লিচেস্টারশায়ার
১৮২ (৬২.৩ ওভার)
এম বয়েস ৪৫ (১১৩)
এসজে বেন ৪/৩১ (১৫ ওভার)
৩২০/৬ডি. (৯৯.৫ ওভার)
এলএমপি সিমন্স ১০২ (১৯৫)
এ ওয়াট ৩/৪২ (২১ ওভার)
২৩৮/৬ (৯১ ওভার)
এম বয়েস ৫৫ (১৪২)
এসজে বেন ২/৫৫ (২৫ ওভার)
খেলা ড্র
গ্রেস রোড, লিচেস্টার
আম্পায়ার: এমজেডি বডেনহাম (ইংল্যান্ড) ও এ হিকস (ইংল্যান্ড)

প্রথম-শ্রেণী: এসেক্স ব ওয়েস্ট ইন্ডিজ একাদশ

২৫-২৭ এপ্রিল
স্কোরকার্ড
২৬৩ (৮০.২ ওভার)
জে মিকলবার্গ ৫৮ (১১৭)
এন দেওনারায়ণ ৩/৩২ (১২.২ ওভার)
১৪৬ (৪৪.১ ওভার)
এস চন্দরপল ৬৬* (১০৭)
এমএ চ্যাম্বার্স ৪/৬২ (১৪ ওভার)
১৭৫/৩ (৪৭ ওভার)
এএন কুক ৭৪* (১৪০)
এলএস বাকের ২/৩১ (৯ ওভার)
খেলা ড্র
কাউন্টি গ্রাউন্ড, চেমসফোর্ড
আম্পায়ার: ডিজে মিলেন্স (ইংল্যান্ড) ও এসজে ও’শগনেসি (ইংল্যান্ড)

প্রথম-শ্রেণী: ইংল্যান্ড লায়ন্স ব ওয়েস্ট ইন্ডিজ একাদশ

৩০ এপ্রিল - ৩ মে
স্কোরকার্ড
ইংল্যান্ড লায়ন্স
২০৩ (৬৪ ওভার)
ডিই বার্নার্ড ৫৮ (৮৫)
সিআর উকস ৬/৪৩ (১৮ ওভার)
৩১১ (৭২.৫ ওভার)
টিআর অ্যামব্রোস ১১৭ (১৪৬)
এন পাস্কাল ৪/৬৮ (১৫.৫ ওভার)
১৭৯ (৪৫.১ ওভার)
এলএমপি সিমন্স ৬৩ (৮৯)
এলই প্লাঙ্কেট ৪/৩০ (১০.১ ওভার)
৭২/০ (৯.৫ ওভার)
আরডব্লিউটি কী ৩৩* (২৯)
ইংল্যান্ড লায়ন্স ১০ উইকেটে বিজয়ী
কাউন্টি গ্রাউন্ড, ডার্বি
আম্পায়ার: এনএ মল্যান্ডার (ইংল্যান্ড) ও পি উইলি (ইংল্যান্ড)

তথ্যসূত্র

  1. "West Indies tour of England, 2009"। Cricinfo। সংগ্রহের তারিখ ৬ মে ২০০৯
  2. "ECB confirm West Indies visit"। cricinfo। ৩ ডিসেম্বর ২০০৮।
  3. "England Squad – 1st Test"। Cricinfo। ২৯ এপ্রিল ২০০৯।
  4. "England Squad – 2nd Test"। Cricinfo। ১০ মে ২০০৯।
  5. "West Indies Test Squad"। Cricinfo। ৬ এপ্রিল ২০০৯।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.