১১শ শতাব্দীতে মুসলিম ইতিহাসের সময়রেখা
ইসলামের ইতিহাসের সময়রেখা: ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১শ | ১২শ | ১৩শ | ১৪শ | ১৫শ | ১৬শ | ১৭শ | ১৮শ | ১৯শ | ২০শ | ২১শ শতাব্দী |
১১শ শতাব্দী (১০০১-১১০০ খ্রিষ্টাব্দ / ৩৯১–৪৯৪ হিজরি)
- ১০০১: মাহমুদ গজনভি পেশাওয়ারের যুদ্ধে হিন্দু শাহিদের পরাজিত করেন।[1]
- ১০০৪: মাহমুদ গজনভি ভাটিয়া জয় করেন।
- ১০০৫: মাহমুদ গজনভি মুলতান ও ঘুর জয় করেন।
- ১০০৮: মাহমুদ গজনভি রাজপুত জোটকে পরাজিত করেন।
- ১০১০: স্পেনে দ্বিতীয় হিশাম সিংহাসন ত্যাগ করেন। দ্বিতীয় মুহাম্মদ ক্ষমতালাভ করেন।
- ১০১১: স্পেনে সুলাইমান ইবনুল হাকাম কর্তৃক দ্বিতীয় মুহাম্মদ ক্ষমতাচ্যুত হন।
- ১০১২: স্পেনে বনি হামুদ ক্ষমতাদখল করে। বুইয়ি শাসক বাহা আল-দাওলা মৃত্যুবরণ করেন, সুলতান আল-দাওলা ক্ষমতালাভ করেন।
- ১০১৬: জিরি শাসক নাসির আল-দাওলা বাদিসের মৃত্যু; আল মুইজের ক্ষমতালাভ।
- ১০১৮: স্পেনে চতুর্থ আবদুর রহমান ক্ষমতা দখল করেন।
- ১০১৯: মাহমুদ গজনভি পাঞ্জাব জয় করেন।
- ১০২০: মুশাররিফ আল-দাওলা কর্তৃক বুইয়ি শাসক সুলতান আল-দাওলা ক্ষমতাচ্যুত হন। ফাতেমীয় খলিফা আল হাকিমের মৃত্যু এবং আলি আজ-জাহিরের ক্ষমতায়লাভ।
- ১০২৪: স্পেনে চতুর্থ আবদুর রহমান নিহত হন।
- ১০২৫: বুইয়ি শাসক মুশাররিফ আল-দাওলার মৃত্যু এবং জালাল আল-দাওলার ক্ষমতালাভ।
- ১০২৯: স্পেনে তৃতীয় মুহাম্মদ মারা যান, তৃতীয় হিশাম ক্ষমতালাভ করেন।
- ১০৩০: মাহমুদ গজনভি মৃত্যুবরণ করেন।
- ১০৩১: স্পেনে তৃতীয় হিশাম ক্ষমতাচ্যুত হন, কর্ডোবা খিলাফতের পতন হয়। আব্বাসীয় খলিফা আল-কাদির মৃত্যুবরণ করেন, আল-কাইম খলিফা হন।
- ১০৩৬: ফাতেমীয় খলিফা আলি আজ-জাহিরের মৃত্যু, মাআদ আল-মুনতাসির বিল্লাহর ক্ষমতালাভ। তুগরিল সেলজুকদের সুলতান হিসেবে সিংহাসনে আরোহণ করেন।
- ১০৩৭: তুগরিলের নেতৃত্বে সেলজুক তুর্কিরা গজনি আক্রমণ করে।
- ১০৪০: দান্দানাকানের যুদ্ধ, সেলজুকরা গজনভিদের পরাজিত করে। সুলতান প্রথম মাসুদ ক্ষমতাচুত হন এবং মুহাম্মদ গজনভি ক্ষমতায় আসেন। উত্তর আফ্রিকায় আলমোরাভিরা ক্ষমতায় আসে।
- ১০৪১: মওদুদ গজনভি কর্তৃক মুহাম্মদ গজনভি ক্ষমতাচ্যুত হন।
- ১০৪৪: বুইয়ি শাসক জালাল আল-দাওলার মৃত্যু, আবু কালিজারের ক্ষমতালাভ।
- ১০৪৬: বাসাসিরি বাগদাদের ক্ষমতা দখল করেন।
- ১০৪৭: উত্তর আফ্রিকায় জিরিরা ফাতেমিয়দের সাথে মিত্রতা ফিরিয়ে নিয়ে আব্বাসীয়দের সাথে মিত্রতা স্থাপন করে।
- ১০৪৮: বুইয়ি শাসক আবু কালিজারের মৃত্যু, মালিক আল-রহিম।
- ১০৫০: ইউসুফ ইবনে তাশফিন মাগরেবে ক্ষমতালাভ করেন।
- ১০৫৫: তুগরিল কর্তৃক বুইয়িরা ক্ষমতাচ্যুত হয়।
- ১০৫৭: বাসাসিরি বাগদাদের ক্ষমতা পুনরায় দখল করেন, খলিফা আল-কাইম ক্ষমতাচ্যুত হন।
- ১০৫৯: তুগরিল বাগদাদের ক্ষমতা পুনরায় দখল করেন, আল-কাইম খলিফা হিসেবে পুনরায় অধিষ্ঠিত হন।
- ১০৬০: ইবরাহিম গজনভি সুলতান হন। ইউসুফ ইবনে তাশফিন মারাকেশ শহরের পত্তন করেন। জিরিরা তাদের রাজধানী আশির ত্যাগ করে এবং বেজাইয়ায় নতুন রাজধানী স্থাপন করে।
- ১০৬২: জিরি শাসক আল মুইজের মৃত্যু, তামিনের ক্ষমতালাভ।
- ১০৬৩: সুলতান তুগরিলের মৃত্যু, আল্প আরসালানের ক্ষমতালাভ।
- ১০৭১: মানজিকার্টের যুদ্ধ, সেলজুক তুর্কিরা বাইজেন্টাইন সম্রাট চতুর্থ রোমানোসকে বন্দী করে।
- ১০৭৩: আল্প আরসালানের মৃত্যু, প্রথম মালিক শাহ ক্ষমতালাভ করেন।
- ১০৭৭: আব্বাসীয় খলিফা আল-কাইমের মৃত্যু, আল-মুকতাদির ক্ষমতালাভ।
- ১০৭৭: সেলজুক তুর্কিরা রুম সালতানাত প্রতিষ্ঠা করে।
- ১০৮২: আলমোরাভিরা আলজেরিয়া জয় করে।
- ১০৮৫: চার বছর অবরোধের পর ষষ্ঠ অলফেনসোর কাছে টলেডো আত্মসমর্পণ করে।
- ১০৮৬: সাগ্রাজাসের যুদ্ধ। আলমোরাভিরা স্পেনে খ্রিষ্টানদের পরাজিত করে।
- ১০৮৬: রুম সালতানাতের সুলতান সুলাইমান ইবনে কুতুলমিশের মৃত্যু, প্রথম কিলিজ আরসালানের ক্ষমতালাভ।
- ১০৯০: হাসান সাবাহ আলামুত দখল করে একে ইসমাইলিদের শক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলেন।
- ১০৯১: নরম্যানরা সিসিলি দখল করে; মুসলিম শাসনের অবসান হয়।
- ১০৯২: সেলজুক সুলতান প্রথম মালিক শাহর মৃত্যুবরণ করেন, প্রথম মাহমুদ ক্ষমতালাভ করেন।
- ১০৯৪: সেলজুক সুলতান প্রথম মাহমুদের মৃত্যু; বারকিয়ারুকের ক্ষমতালাভ। আব্বাসীয় খলিফা আল-মুকতাদির মৃত্যু, মুসতাহজিরের ক্ষমতালাভ।
- ১০৯৫: প্রথম ক্রুসেড।
- ১০৯৯: ক্রুসেডাররা জেরুজালেম দখল করে। এই শতাব্দীর শেষ নাগাদ বৈশ্বিক মুসলিম জনসংখ্যা সামগ্রিকভাবে ৫% বৃদ্ধি পায়।
আরও দেখুন
তথ্যসূত্র
- Pradeep Barua, The State At War In South Asia, (University of Nebraska Press, 2009), 25.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.