৬ষ্ঠ শতাব্দীতে মুসলিম ইতিহাসের সময়রেখা
ইসলামের ইতিহাসের সময়রেখা: ৬ষ্ঠ | ৭ম | ৮ম | ৯ম | ১০ম | ১১শ | ১২শ | ১৩শ | ১৪শ | ১৫শ | ১৬শ | ১৭শ | ১৮শ | ১৯শ | ২০শ | ২১শ শতাব্দী |
৬ষ্ঠ শতাব্দী (৫০০–৬০০)
১২৬ হিজরিপূর্ব - ২৩ হিজরিপূর্ব
- ৫৪৫: মুহাম্মদ (সা) এর পিতা আবদুল্লাহর জন্ম (আনুমানিক তারিখ)
- ৫৭০: মুহাম্মদ (সা) এর জন্ম এবং তার পিতা আবদুল্লাহর মৃত্যু
- ৫৭৩: আবু বকরের জন্ম
- ৫৭৬: মুহাম্মদ (সা) তাঁর মায়ের সাথে মদীনায় গেছেন। মুহাম্মদ (সা) এর মা আমিনার মৃত্যু
- ৫৭৬: উসমানের জন্ম
- ৫৭৮: মুহাম্মদ (সা) এর দাদা আবদুল মুত্তালিবের মৃত্যু
- ৫৮২: উমরের জন্ম
- ৫৮২: চাচা আবু তালিবের সাথে মুহাম্মদ এর সিরিয়া যাত্রা। পথিমধ্যে বহিরা নামক খ্রিষ্টান সন্ন্যাসীর সাক্ষাত লাভ। [1] (approximate date).
- ৫৯৪: মুহাম্মদ (সা) খাদিজার জন্য কাজ শুরু করেন। তিনি খাদিজার বাণিজ্যিক কাফেলা নিয়ে সিরিয়া যান এবং ব্যবসা শেষে ফিরে আসেন।
- ৫৯৫: মুহাম্মদ (সা) ও খাদিজার বিয়ে
- ৫৯৯: মুহাম্মদ (সা) এর চাচাত ভাই ও পরবর্তীকালে জামাতা আলির জন্ম।
তথ্যসূত্র
- Life of Muhammad: 560-661 Muhammad and Abu Talib journey to Syria and ...
২. Islamic History (Chronology)
৩. Islami-Jibon
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.