হাম্পি

হাম্পি (ইংরেজি: Hampi; কন্নড়: ಹಂಪೆ) ভারতের কর্ণাটক এট উত্তরে অবস্থিত একটি গ্রাম। হাম্পিতে অবস্থিত ভগ্নাবশেষসমূহের জন্যে জায়গাটি বিখ্যাত। হাম্পির স্মারকসমূহ হল উত্তর কৰ্ণাটকের মনোরম বিলাসবহুল হাম্পি নগরের স্মারকসমষ্টি। হাম্পিতে বিজয়নগর সাম্ৰাজ্যের অধুনালুপ্ত রাজধানী বিজয়নগরের ধ্বংসাবশেষ অবস্থিত। এই নগরের চারদিকে দ্ৰাবিড় স্থাপত্য মন্দির এবং প্ৰাসাদের ধ্বংসাবশেষে দেখা যায়। চতুৰ্দশ এবং ষোড়শ শতাব্দীর মধ্যবৰ্তী সময়ে যেসকল পৰ্যটক ভারতে এসেছিলেন,তারা সকলেই এই মন্দিরসমূহের ভূয়সী প্ৰশংসা করে গেছেন । হাম্পিতে অনেক গুরুত্বপূৰ্ণ হিন্দু ধৰ্মীয় মন্দির আছে। এখানে বিরুপক্ষ মন্দিরসহ একাধিক স্মারক অবস্থিত। তাছাড়া ও রয়েছে অনেক অভিজাত বাসগৃহ, হাতী বন্ধা ঘর, রাণীর আভিজাত স্নানাগার, লোটাস মহল ইত্যাদি। এই স্মারকসমূহ ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের তালিকা (i), (iii) ও (iv) অনুযায়ী সাংস্কৃতিক ঐতিহ্যের মৰ্যাদাপ্ৰাপ্ত[4][5]

হাম্পি
ಹಂಪೆ
ঐতিহাসিক নগর
ভিরুপক্ষ মন্দির, হাম্পি, কর্ণাটক
স্থানাঙ্ক: ১৫.৩৩৫° উত্তর ৭৬.৪৬২° পূর্ব / 15.335; 76.462
দেশভারত
রাজ্যকর্ণাটক
জেলাবেলারী
প্রতিষ্ঠা করেনহরিহর এবং বোকারায়
Languages
  Officialকন্নড়
সময় অঞ্চলIST (ইউটিসি+5:30)
Nearest cityহজপেট
Group of Monuments at Hampi
হাম্পি
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
অবস্থানভারত [1]
আয়তন [2]
অন্তর্ভুক্তVijayanagara
বিরূপাক্ষ মন্দির [3]
মানদণ্ড(i)(iii)(iv)[2]
তথ্যসূত্র241
স্থানাঙ্ক১৫°২০′০৪″ উত্তর ৭৬°২৭′৪৪″ পূর্ব
শিলালিপির ইতিহাস১৯৮৬ (১০তম সভা)
বিপদাপন্ন১৯৯৯২০০৬
ওয়েবসাইটasi.nic.in/asi_monu_whs_hampi.asp,%20http://asi.nic.in/hampi/
হাম্পির অবস্থান

ব্যুৎপত্তি

স্থানীয় ভাাষায় হাম্পিকে পাম্পা-ক্ষেত্ৰ, কৃষকৃন্দ ক্ষেত্ৰ অথবা ভাষ্করা ক্ষেত্ৰ বলে জানা যায়, ভাষ্কর নামটি পাম্পার থেকে উৎপত্তি হয়েছে, যা তুঙ্গভদ্ৰা নদীর প্ৰাচীন নাম। হাম্পি নামটি হাম্পের থেকে উৎপত্তি হয়েছে ।

ইতিহাস

৩য় শতকে(যীশুখ্রীষ্টের জন্ম আগে) ঐসময়ে অশোক রাজার শাসনামল ছিল বলে প্ৰমাণ পাওয়া যায়।

ভোগৌলিক বিবরণ

হাম্পি তুঙ্গভদ্ৰা নদীর তীরে অবস্থিত। বেঙ্গালোরু থেকে দূরত্ব ৩৪৩ কিঃমিঃ এবং বেলারীর থেকে ৭৪ কিঃমিঃ। নুন্যতম দূরত্বতে থাকা রেল স্টেশন হচ্ছে মন্ট্ৰালয়ম, যা তুঙ্গভদ্ৰা নদীর তীরে অবস্থিত।

স্থাপত্য

ধৰ্মীয় মঠ-মন্দির

অসামরিক স্থাপনা

সামরিক স্থাপনা

হাম্পির কাছাকাছি উল্লেখযোগ্য স্থান

সৌৰ্ন্দয্য

হাম্পির সৌৰ্ন্দয্য, ৩৬০° পেনোরমা দৃশ্য মাতাঙ্গা পাহাড় থেকে

চিত্ৰ

তথ্যসূত্র

  1. "Hampi,India"। সংগ্রহের তারিখ ৬ মার্চ ২০১৮
  2. http://whc.unesco.org/en/list/241.
  3. "The magical world of Hampi"। ১৩ জানুয়ারি ২০১৯। সংগ্রহের তারিখ ২৫ জানুয়ারি ২০১৯
  4. "Group of Monuments at Hampi"। World Heritage: Unesco.org। সংগ্রহের তারিখ ২০১০-১১-০৬
  5. "Group of Monuments at Hampi" (pdf)। Unesco। সংগ্রহের তারিখ ২০১০-১১-০৬

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.