কুতুব মিনার ও স্থাপনাসমূহ

কুতুব মিনার ও স্থাপনাসমূহ দিল্লীর দক্ষিণাঞ্চলে অবস্থিত। লাল বেলেপাথরে নিৰ্মিত এই মিনারটির উচ্চতা ৭২.৫ মিটার (২৩৮ ফুট)। মিনারটির পাদদেশের ব্যাস ১৪.৩২ মিটার (৪৭ ফুট) এবং শীৰ্ষঅংশের ব্যাস ২.৭৫ মিটার (৯ ফুট)। ত্ৰয়োদশ শতাব্দীর প্ৰথম দিকে এই মিনারের নিৰ্মাণকাৰ্য সমাপ্ত হয়। মিনার প্ৰাঙ্গনে আলাই দরজা (১৩১১), আলাই মিনার (এটি অসমাপ্ত মিনারের স্তূপ, এটা নিৰ্মাণের কথা থাকলেও, নিৰ্মাণকাৰ্য সমাপ্ত হয়নি), কুব্বত-উল-ইসলাম মসজিদ (ভারতের প্ৰাচীনতম মসজিদসমূহের অন্যতম, যেসব বৰ্তমানে আছে), ইলতোতমিসের সমাধি এবং একটি লৌহস্তম্ভ আছে। একাধিক হিন্দু এবং জৈন মন্দিরের ধ্বংসাবশেষ থেকে এই মিনার নিৰ্মিত হয় বলে কথিত আছে। অনুমান করা হয় যে ভারতে ইসলাম শাসনের প্ৰথম দিকে বহিরাগত আক্ৰমণে এই মন্দিরসমূহ ধ্বংসপ্ৰাপ্ত হয়েছিল। প্ৰাঙ্গন কেন্দ্ৰস্থল ৭.০২ মিটার (২৩ ফুট) উচ্চতাবিশিষ্ট যেখানে চকচকীয়া লৌহস্তম্ভ আছে, যা আজপৰ্যন্ত একটু ও মরচে ধরে নাই। এই লৌহস্তম্ভে সংস্কৃত ভাষায় দ্বিতীয় চন্দ্ৰগুপ্তের একটা লেখা আছে। ১১৯২ সালে কুতুবউদ্দিন আইবেক এই মিনারের নিৰ্মাণ কাজ আরম্ভ করেছিলেন। ইলতোতমিসের রাজত্বকালে (১২১১-৩৮) মিনারের কাজ শেষ হয়। আলাউদ্দিন খিলজীর রাজত্বকালে (১২৯৬-১৩১৬) এটার প্রাঙ্গণ এবং নির্মাণ নিৰ্মাণকাৰ্য সম্পাদন হয়। পরবৰ্তীকালে বজ্ৰপাতে মিনার ক্ষতিগ্ৰস্থ হয় যদিও তার সংস্কার করা হয়েছিল। ইসলামিক স্থাপত্য এবং শিল্পকৌশলের এক অনবদ্য প্ৰতিফলন হিসাবে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার (iv) বিভাগে এই প্রাঙ্গণ বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মৰ্যাদা লাভ করে।[2][3]

কুতুব মিনার ও স্থাপনাসমূহ , দিল্লী
কুতুব মিনার ও স্থাপনাসমূহ
ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান
অবস্থানভারত 
অন্তর্ভুক্তকুতুব মিনার
দিল্লির লৌহস্তম্ভ 
মানদণ্ডiv[1]
তথ্যসূত্র233
স্থানাঙ্ক২৮°৩১′২৮″ উত্তর ৭৭°১১′০৮″ পূর্ব
শিলালিপির ইতিহাস১৯৯৩ (১৭ তম সভা)
কুতুব মিনার ও স্থাপনাসমূহের অবস্থান

আলাই দরজা

Close up of the inscriptions on entrance arch, Alai Darwaza built by Alauddin Khilji

কুতুব মিনার

Qutb Minar and Alai Darwaza (Alai Gate), the entrance to the Quwwat-Ul-Islam Mosque

কুব্বত-উল-ইসলাম মসজিদ

Qubbat-ul-Islam mosque started in 1193 CE by Qutb-ud-din-Aibak to mark his victory over Rajputs
Intricate stone carvings on the cloister columns at Quwwat ul-Islam Mosque, Qutb complex, Delhi - Resembles Hindu Temple Pillars - Pillars taken from Hindu temples.

লৌহস্তম্ভ

The Iron pillar in the Qutb Complex

সমাধিস্তম্ভ

Tomb of Imam Zamin

ইলতোতমিসের সমাধিস্তম্ভ

আলাউদ্দীন খিলজীর সমাধিস্তম্ভ ও মাদ্রাসা

Alauddin Khilji's Madrasa, which also has his tomb to the south, ca 1316 AD

আলাই মিনার

গ্যালারী

তথ্যসূত্র

  1. http://whc.unesco.org/en/list/233.
  2. "Qutb Minar and its Monuments, Delhi"। UNESCO। সংগ্রহের তারিখ ২০১০-১০-০৩
  3. "World Heritage List: Qutb Minar and its Monuments, Delh, No. 233" (pdf)। UNESCO। সংগ্রহের তারিখ ২০১০-১০-০৩

গ্ৰন্থ সংযোগ

বহিঃ সংযোগ


টেমপ্লেট:India stub

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.