হামেস রদ্রিগেজ
হামেস দাবিদ রদ্রিগেজ রুবিও (স্পেনীয়: James David Rodríguez Rubio, আমেরিকান স্পেনীয়: [ˈxames roˈðɾiɣes]; জন্ম ১২ জুলাই ১৯৯১), সচরাচর হামেস (James, HAHM-ess) নামে পরিচিত, কুকুতায় জন্মগ্রহণকারী একজন কলম্বিয়ান ফুটবলার। বর্তমানে তিনি লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদ এবং কলম্বিয়া জাতীয় দলের হয়ে খেলছেন।
![]() ২০১৪ ফিফা বিশ্বকাপে কলম্বিয়ার হয়ে খেলছেন হামেস রদ্রিগেস | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | হামেস দাবিদ রদ্রিগেজ রুবিও | ||
জন্ম | ১২ জুলাই ১৯৯১ | ||
জন্ম স্থান | কুকুতা, কলম্বিয়া | ||
উচ্চতা | ১.৮০ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | অ্যাটাকিং মিডফিল্ডার / উইঙ্গার | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান ক্লাব | রিয়াল মাদ্রিদ | ||
জার্সি নম্বর | ১৬ | ||
যুব পর্যায়ের খেলোয়াড়ী জীবন | |||
১৯৯৫–২০০৭ | এনভিগাদো | ||
জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ী জীবন* | |||
বছর | দল | উপস্থিতি† | (গোল)† |
২০০৭–২০০৮ | এনভিগাদো | ৩০ | (৯) |
২০০৮–২০১০ | বানফিল্দ | ৪২ | (৫) |
২০১০–২০১৩ | পোর্তো | ৬৩ | (২৫) |
২০১৩-২০১৪ | মোনাকো | ৩৪ | (৯) |
২০১৪- | রিয়াল মাদ্রিদ | ৩১ | (১৫) |
জাতীয় দল‡ | |||
২০০৭ | কলম্বিয়া অনূর্ধ্ব ১৭ | ১১ | (৩) |
২০১১ | কলম্বিয়া অনূর্ধ্ব ২০ | ৫ | (৩) |
২০১১– | কলম্বিয়া | ৩৮ | (১২) |
† উপস্থিতি(গোল সংখ্যা)। |
উইং কিংবা অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে তিনি সাধারণতঃ ১০ নম্বর জার্সি পরিধান করে মাঠে নামেন। আক্রমণে নেতৃত্ব প্রদানকারী হিসেবে সুদক্ষতার কারণে তাকে এল পিবে ভালদেরামার উত্তরাধিকারীরূপে মনে করা হয়।[1][2][3]
আন্তর্জাতিক ফুটবল
২ জুন, ২০১৪ তারিখে কলম্বিয়ার ২৩-সদস্যবিশিষ্ট দলের অন্যতম সদস্যরূপে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ সালের ফিফা বিশ্বকাপে খেলার জন্য তাকে মনোনীত করা হয়। হামেসকে তার প্রিয় ১০ নম্বর জার্সি প্রদান করা হয়।[4] প্রতিযোগিতায় কলম্বিয়া দলের উদ্বোধনী খেলায় গ্রিসের বিপক্ষে প্রথম দুই গোলে সহযোগিতা করাসহ শেষ মিনিটের গোলটি করে দলকে ৩-০ ব্যবধানে জয় এনে দেন।[5] এ খেলায় ফিফা কর্তৃপক্ষ তাকে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার প্রদান করে। দ্বিতীয় খেলায়ও তিনি তার ধারাবাহিক ক্রীড়াশৈলী অব্যাহত রাখেন। আইভোরি কোস্টের বিপক্ষে হেডের মাধ্যমে গোল করেন। খেলায় তার দল ২-১ ব্যবধানে জয় পায় ও পুণরায় তিনি ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন।[6] গ্রুপ পর্বের তৃতীয় খেলায় দূর্বল জাপানের বিপক্ষে হামেস রদ্রিগেজ দ্বিতীয়ার্ধে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে মাঠে নামেন। শেষ গোলটি করলে তার দল ৪-১ গোলে জয়ী হয়।[7][8] গ্রুপ পর্ব শেষে ফিফা কর্তৃক সেরা ক্রীড়াশৈলী প্রদর্শনকারী খেলোয়াড়ের মর্যাদা পান তিনি।[9]
২৮ জুন, ২০১৪ তারিখে ১৬-দলীয় দ্বিতীয় রাউন্ডে এস্তাদিও দো মারাকানায় অনুষ্ঠিত খেলায় তার দুই গোলের সুবাধে উরুগুয়ে দল পরাজিত হয় ও প্রতিযোগিতা থেকে বিদায় নেয়। এরফলে বিশ্বকাপের ইতিহাসে কলম্বিয়া দল প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালে জায়গা নেয় ও ব্রাজিলের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবে। ২০০২ সালের বিশ্বকাপে রোনালদো ও রিভালদো’র পর প্রথম খেলোয়াড়রূপে দলের সবগুলো খেলায় গোল করার কৃতিত্ব প্রদর্শন করেন। এছাড়াও তিনি দ্বিতীয় রাউন্ড পর্যন্ত ৫ গোল করে শীর্ষস্থানীয় গোলদাতার ভূমিকায় অবতীর্ণ হন।[10] তার প্রথম গোলটিকে প্রতিপক্ষীয় উরুগুয়ের ম্যানেজার অস্কার তাবারেজ বিশ্বকাপের অন্যতম সেরা গোলরূপে আখ্যায়িত করেন।[11] এছাড়াও তাবারেজকে বিশ্বকাপের সেরা খেলোয়াড় হিসেবে বর্ণনা করেন। এ খেলায়ও তাকে তৃতীয়বারের মতো ম্যান অব দ্য ম্যাচরূপে আখ্যায়িত করে ফিফা।[12] কোয়ার্টার ফাইনালে শক্তিশালী ব্রাজিল দলের বিপক্ষে পেনাল্টির মাধ্যমে প্রতিযোগিতার ৬ষ্ঠ গোল করেন। কিন্তু এ খেলায় ১-২ গোলে পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে বিদায় নেয় কলম্বিয়া দল।
তথ্যসূত্র
- "Carlos Valderrama: Colombia star James Rodriguez is the new me!"। ডেইলি মেইল। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪।
- "James Rodríguez es mi sucesor, afirma "El Pibe" Valderrama" [হামেস রদ্রিগেজ আমার উত্তরাধিকারী, বললেন "এল পিবে" বালদারেমা] (স্পেনীয় ভাষায়)। terra। ৯ নভেম্বর ২০১১। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪।
- "Rodriguez: I've got a lot to learn"। ফিফা। ২০ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪।
- "Recovering Falcao left off Colombia's final 23-player World Cup roster"। Fox Sports। ২ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪।
- "Colombia 3-0 Greece"। FIFA। সংগ্রহের তারিখ ১৬ জুন ২০১৪।
- "2014 FIFA World Cup Brazil™: Colombia-Côte d'Ivoire - Overview"। FIFA.com। ২০১৪-০৬-১৯। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৪।
- http://www.fifa.com/worldcup/matches/round=255931/match=300186457/match-report.html
- "James Rodriguez and Colombia continue to excite"। Irish Times। ২০১৪-০৬-২৪। সংগ্রহের তারিখ ২০১৪-০৬-২৫।
- "Rodriguez hits front as Perisic goes home in second"। FIFA। ২৭ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪।
- "World Cup - Genius Rodriguez fires Colombia past toothless Uruguay"। Eurosport। ২৮ জুন ২০১৪। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪।
- The Guardian। ২৯ জুন ২০১৪ [Colombia’s James Rodríguez sizzles to end Uruguay World Cup saga Colombia’s James Rodríguez sizzles to end Uruguay World Cup saga]
|ইউআরএল=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)। সংগ্রহের তারিখ ৩০ জুন ২০১৪।|শিরোনাম=
অনুপস্থিত বা খালি (সাহায্য) - "Colombia 2-0 Uruguay"। FIFA। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০১৪।
বহিঃসংযোগ
![]() |
উইকিমিডিয়া কমন্সে হামেস রদ্রিগেজ সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- (স্পেনীয়) BDFA profile
- (স্পেনীয়) Argentine Primera statistics