হাতানিয়া দোয়ানিয়া নদী
হাতানিয়া দোয়ানিয়া নদী হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের একটি নদী। নদীটি দক্ষিণ চব্বিশ পরগণা জেলার সুন্দরবন এলাকায় অবস্থিত। বকখালি যাওয়ার পথে এই নদীটি অতিক্রম করতে হয়। বর্তমানে নদীটির উপর ১.৫ কিলোমিটার দীর্ঘ হাতানিয়া দোয়ানিয়া সেতুর নির্মান চলছে।[1] নদীটি অতীত থেকেই বাংলাদেশের সঙ্গে জলপথে যোগাযোগের মধ্যম হিসাবে ব্যবহৃত হয়ে চলেছে।
হাতানিয়া দোয়ানিয়া নদী | |
দেশ | ভারত |
---|---|
রাজ্য | পশ্চিমবঙ্গ |
অঞ্চল | পূর্ব ভারত |
জেলা | দক্ষিণ চব্বিশ পরগণা জেলা |
নগর | নামখানা |
উৎস | মুড়িগঙ্গা নদী |
- অবস্থান | দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, ভারত |
মোহনা | বঙ্গোপসাগর |
- অবস্থান | দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ভারত, পশ্চিমবঙ্গ, ভারত |
প্রবাহ
নদীটি মুড়ি গঙ্গা নদী থেকে উৎপন্ন হয় পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয় নামখানা অতিক্রম করে শেষে সপ্তমুখী নদীর সঙ্গে মিলিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে।
তথ্যসূত্র
- "শুধুই প্রতিশ্রুতি, রাজ্যে ক্ষমতার পরিবর্তনেও বদলায়নি পরিস্থিতি হাতানিয়া-দোহানিয়ায় সেতু অধরাই"। আনন্দবাজার প্রত্রিকা। line feed character in
|শিরোনাম=
at position 64 (সাহায্য)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.