হাজীপুর ইউনিয়ন, মাগুরা সদর

হাজীপুর ইউনিয়ন বাংলাদেশের মাগুরা জেলার একটি প্রশাসনিক এলাকা।

হাজীপুর
ইউনিয়ন
দেশ বাংলাদেশ
বিভাগখুলনা বিভাগ
জেলামাগুরা জেলা
উপজেলামাগুরা সদর উপজেলা
জনসংখ্যা (২০১১)
  মোট২৯,২৯১
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
ওয়েবসাইটপ্রাতিষ্ঠানিক ওয়েবসাইট

অবস্থান ও আয়তন

হাজীপুর ইউনিয়ন খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার অন্তর্গত। এটি মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের ৬ কিলোমিটার পুর্ব দিকে অবস্থিত। এর পূর্বে আঠারখাদা ইউনিয়ন, পশ্চিমে হরিশংকরপুর ইউনিয়ন, উত্তরে শ্রীকোল ইউনিয়ন, দক্ষিণে নবগঙ্গা নদীহাজরাপুর ইউনিয়ন। এই ইউনিয়নের আয়তন ১৪ বর্গ কিলোমিটার।[1]

ইতিহাস

বর্তমান ইউনিয়ন ভবনটির স্থাপন কাল ২০০১ সাল।

প্রশাসনিক বিন্যাস

২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় ২৯,২৯১ জন। হাজিপুর ইউনিয়নে মৌজার সংখ্যা- ১৯টি এবং মোট গ্রাম সংখ্যা ২১টি। গ্রামের নাম সমূহঃ-

ক্রমিকগ্রামের নামওয়ার্ড নম্বরডাকঘর
শ্রীরামপুর১ নং ওয়ার্ডশ্রীরামপুর
হাজরাপুর১ নং ওয়ার্ডহাজরাপুর
আলাইপুর২ নং ওয়ার্ডআলাইপুর
হাজীপুর২ নং ওয়ার্ডহাজীপুর
ফুলবাড়ী৩ নং ওয়ার্ডফুলবাড়ী
লক্ষীকোল৩ নং ওয়ার্ডফুলবাড়ী
বরইচারা৪ নং ওয়ার্ডবরইচারা
আরালিয়া৪ নং ওয়ার্ডআরালিয়া
মির্জাপুর৫ নং ওয়ার্ডমির্জাপুর
১০পাথরঘাটা৫ নং ওয়ার্ডপাথরঘাটা
১১বগুড়া৬ নং ওয়ার্ডবগুড়া
১২শ্রীমন্তপুর৭ নং ওয়ার্ডশ্রীমন্তপুর
১৩শরিষাডাঙ্গা৭ নং ওয়ার্ডশরিষাডাঙ্গা
১৪ছত্রকান্দি৮ নং ওয়ার্ডছত্রকান্দি
১৫কাশিয়াডাঙ্গা৮ নং ওয়ার্ডকাশিয়াডাঙ্গা
১৬দ্বারিয়াপুর৯ নং ওয়ার্ডদ্বারিয়াপুর
১৭রামচন্দ্রপুর৯ নং ওয়ার্ডরামচন্দ্রপুর
১৮নড়িহাটি৯ নং ওয়ার্ডনড়িহাটি
১৯মোস্তফাপুর১০ নং ওয়ার্ডবিষ্ণপুর
২০বিষ্ণপুর১০ নং ওয়ার্ডবিষ্ণপুর
২১হৃদয়পুর১০ নং ওয়ার্ডবিষ্ণপুর

শিক্ষা

২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানে শিক্ষার হার – ৪৯%।

  1. সরকারি প্রাথমিক বিদ্যালয়- ০৯টি
  2. বেসরকারি রেজিঃ প্রাঃ বিদ্যালয়- ০১টি
  3. মাধ্যমিক বিদ্যালয়ঃ ৪টি
  4. মাদ্রাসা- ২টি
  5. গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ২ টি

কৃষি

যোগাযোগ

মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের মাগুরা শহরের ভায়না বাস স্ট্যান্ড থেকে হাজীপুর ইউনিয়নের দুরুত্ব ৬ কিলোমিটার দূরে বিশ্বরোড সংলগ্ন ইছাখাদা পুরাতন বাজারে ইউনিয়ন কমপ্লেক্স ভবন টি অবস্থিত। মাগুরা জেলা শহর থেকে হাজীপুর যাতায়াতের মাধ্যম রয়েছে বাস, অটো রিক্সা,সিএসজি,মটর চালিত ভ্যান ইত্যাদি।

কৃতি ব্যক্তিত্ব

  1. সাহিত্যিক মোহাম্মদ লুৎফর রহমান
  2. বিজ্ঞানী দিদার ইসলাম

দর্শনীয় স্থান

  1. মোহাম্মদ লুৎফর রহমান পাঠাগার

আরও দেখুন

  1. মাগুরা সদর উপজেলা
  2. মাগুরা জেলা
  3. খুলনা বিভাগ

তথ্যসূত্র

  1. "এক নজরে হাজীপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ০৩ আগস্ট ২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

হাজীপুর ইউনিয়ন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.