হাজরাপুর ইউনিয়ন

অবস্থান ও আয়তন

হাজরাপুর ইউনিয়ন খুলনা বিভাগের মাগুরা জেলার সদর উপজেলার অন্তর্গত। মাগুরা সদর উপজেলার মাগুরা- ঝিনাইদহ মহাসড়কের ৬ কিলোমিটার পশ্চিম দিকে ইছাখাদা পুরাতন বাজার নামক স্থানে ৫নং হাজরাপুর ইউনিয়ন পরিষদটি অবস্থিত। এই ইউনিয়নের আয়তন ১৪.৭০ বর্গ কিলোমিটার[1]

ইতিহাস

বর্তমান ইউনিয়ন ভবনটির স্থাপন কাল ১৯৬০ সাল।

প্রশাসনিক বিন্যাস

২০১১ সালের আদম শুমারি অনুযায়ী এখানকার লোকসংখ্যা প্রায় ২৩,০৭৫ জন। হাজরাপুর ইউনিয়নে মৌজার সংখ্যা- ১৪টি এবং মোট গ্রাম সংখ্যা ১৫টি। গ্রামের নাম সমূহঃ-

ক্রমিকগ্রামের নামওয়ার্ড নম্বরডাকঘর
ইছাখাদা১ নং ওয়ার্ডইছাখাদা
মিঠাপুর২ নং ওয়ার্ডমিঠাপুর
গাংগুলিয়া২ নং ওয়ার্ডমিঠাপুর
খালিমপুর৩ নং ওয়ার্ডখাদিমপুর
হাজরাপুর৩ নং ওয়ার্ডহাজরাপুর
রাজারামপুর৪ নং ওয়ার্ডরাজারামপুর
বামনপুর৪ নং ওয়ার্ডবামনপুর
বাঁশতৈল৫ নং ওয়ার্ডবাঁশতৈল
নন্দলালপুর৬ নং ওয়ার্ডনন্দলালপুর
১০গৌরীচরণপুর৭ নং ওয়ার্ডগৌরীচরণপুর
১১নোওয়াপাড়া৮ নং ওয়ার্ডনোওয়াপাড়া
১২সাচানী৮ নং ওয়ার্ডসাচানী
১৩রামনগর৯ নং ওয়ার্ডরাউতড়া
১৪রাউতড়া১০ নং ওয়ার্ডরাউতড়া
১৫উথলি১০ নং ওয়ার্ডরাউতড়া

শিক্ষা

২০০১ এর শিক্ষা জরীপ অনুযায়ী এখানে শিক্ষার হার– ৪৯%।

  1. সরকারি প্রাথমিক বিদ্যালয়- ৬টি
  2. বেসরকরি প্রাঃ বিদ্যালয়- ৩টি # উচ্চ বিদ্যালয়ঃ ২টি
  3. মাদ্রাসা- ১টি
  4. গুরুত্বর্পূণ ধর্মীয় স্থান- ৫ টি।

স্বাস্থ্য

কৃষি

যোগাযোগ

মাগুরা- শহরের ভায়না রোড বাস স্ট্যান্ড থেকে ঝিনাইদহ মহাসড়কের ইছাখাদা পুরাতন বাজারে নামতে হবে। হাজরাপুর ইউনিয়ন মাগুরা শহর থেকে ৬ কিলোমিটার পশ্চিমে ইছাখাদা পুরাতন বাজার নামক স্থানে ইউনিয়ন কমপ্লেক্স ভবনটি অবস্থিত। মাগুরা জেলা শহর থেকে হাজরাপুর যাতায়াতের মাধ্যম রয়েছে বাস, অটো রিক্সা, সিএসজি, মটর চালিত ভ্যান ইত্যাদি।

কৃতি ব্যক্তিত্ব

১.পঙ্কজ কুমার কুন্ডু

দর্শনীয় স্থান

  1. পীর মুকাররম আলী শাহ এর মাজার শরীফ
  2. রাজারামপুর ও হাজরাপুরের নীলকুঠি
  3. রাউতড়া গিরিধারী অাশ্রম
  4. রাউতড়া পশ্চিমপাড়া দুর্গা মন্দির
  5. রাউতড়া মধ্যপাড়া কালী মন্দির

আরও দেখুন

  1. মাগুরা সদর উপজেলা
  2. মাগুরা জেলা
  3. খুলনা বিভাগ
  4. রাউতড়া গিরিধারী অাশ্রম

তথ্যসূত্র

  1. "এক নজরে হাজরাপুর ইউনিয়ন"বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। সংগ্রহের তারিখ ০৪ আগস্ট ২০১৬ এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

হাজরাপুর ইউনিয়ন

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.