হরিপুর ইউনিয়ন, হরিপুর

হরিপুর ইউনিয়ন বাংলাদেশের রংপুর বিভাগের ঠাকুরগাও জেলার হরিপুর উপজেলার অন্তর্গত একটি ইউনিয়ন

হরিপুর ইউনিয়ন,
হরিপুর
ইউনিয়ন
হরিপুর ইউনিয়ন,
স্থানাঙ্ক: ২৫.৮৫৪০° উত্তর ৮৮.১৬৪৮° পূর্ব / 25.8540; 88.1648
Country বাংলাদেশ
Divisionরংপুর বিভাগ
আয়তন
  মোট১৫ কিমি (৬ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
  মোট২০,৬৯৪
সময় অঞ্চলBST (ইউটিসি+6)
ওয়েবসাইটhttp://haripurup.thakurgaon.gov.bd/

আয়তন

হরিপুর ইউনিয়নের আয়তন ৩০.৬৫ বর্গ বর্গ কিলোমিটার। এই ইউনিয়নে মোট ৩৩২৬টি পরিবার আছে।। এখানে গ্রামের সংখ্যা ১৫ টি, মৌজার সংখ্যা ১৫ টি, এবং হাট/বাজার সংখ্যা ০৪ টি। এই ইউনিয়নের গ্রামগুলোর নাম হচ্ছে হরিপুর, দনগাঁও, কাড়িগাঁও, কুশগাঁও, ভবানন্দপুর, তিনুয়া, মিনাপুর, জীবনপুর, দেহট্ট, খোলড়া, তোররা, বসলগাঁও, বালিহারা, মশানগাঁও এবং ভগবানপুর।[1]

অবস্থান

হরিপুর ইউনিয়নের পূর্ব ও পশ্চিমে ভারত সীমান্ত রয়েছে এবং এই ইউনিয়নের উত্তরে ডাঙ্গীপাড়া ইউনিয়ন ও দক্ষিণে ভারত সীমান্ত অবস্থিত।[1]

প্রশাসনিক এলাকা

হরিপুর উপজেলায় অবস্থিত ভগ্নপ্রায় হরিপুর রাজবাড়ির পেছনভাগ।

ইতিহাস

জনসংখ্যার উপাত্ত

বাংলাদেশর ১৯৯১ সনের আদমশুমারি অনুসারে হরিপুর ইউনিয়নর জনসংখ্যা ১৭,০৭২ জন।[2] ২০১১ সালের আদম শুমারি অনুযায়ী জনসংখ্যা ২০৬৯৪ জন (প্রায়)।[1] হরিপুর ইউনিয়নের সাক্ষরতার হার হচ্ছে ২৭.৭%। বাংলাদেশর সাক্ষরতার হারহান ৩২.৪%।

শিক্ষা

শিক্ষার প্রতিষ্ঠানের মধ্যে কলেজঃ ০৪টি, উচ্চ বিদ্যালয়ঃ ০৬টি, নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ঃ ০১টি, মাদ্রাসা- ০৬ টি, সরকারী প্রাথমিক বিদ্যালয় ০৮টি এবং বে-সরকারী রেজিঃ প্রাঃ বিদ্যালয় আছে ০৬টি।[1]

অর্থনীতি

কৃতী ব্যক্তিত্ব

নদীসমূহ

হরিপুর উপজেলায় বাংলাদেশ ভারতের সীমান্তে নাগর নদী

হরিপুর ইউনিয়নে দুইটি নদী রয়েছে। সেগুলো হচ্ছে নাগর নদী এবং লোনা নদী

চিত্তাকর্ষক স্থান

  • পুরাতন জমিদার বাড়ি বা রাজবাড়ী হচ্ছে এই ইউনিয়নের একটি দর্শনীয় স্থান। হরিপুর উপজেলা পরিষদের কাছে হরিপুর নতুন বাজারের কাছে পুরাতন জমিদার বাড়ি বা রাজবাড়ী অবস্থিত।[1]

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "এক নজরে ৫নং হরিপুর ইউনিয়ন পরিষদ"http://haripurup.thakurgaon.gov.bd। সংগ্রহের তারিখ ৯ সেপ্টেম্বর ২০১৫ |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  2. "বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (BBS)"। সংগ্রহের তারিখ জুলাই ২ অজানা প্যারামিটার |accessyear= উপেক্ষা করা হয়েছে (|access-date= ব্যবহারের পরামর্শ দেয়া হচ্ছে) (সাহায্য); এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.