রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়

রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Ranhatta Chowrangi High School) বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলার মাঝে অবস্থিত। ১৯৭০ দশকের তৎকালিন স্থানীয় কতিপয় ব্যক্তির অর্থিক সহযোগিতায় ১৯৭৩ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়।[1]

রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়
Ranhatta Chowrangi High School
রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়ের একটি ভবন
ঠিকানা
চৌরঙ্গী,
হরিপুর উপজেলা,
ঠাকুরগাঁও জেলা
বাংলাদেশ
তথ্য
বিদ্যালয়ের ধরনবেসরকারি বিদ্যালয় মাধ্যমিক
স্থাপিত১৯৭৩
অবস্থাসক্রিয়
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর
বিদ্যালয় জেলাঠাকুরগাঁও
সেশনজানুয়ারি - ডিসেম্বর
প্রধান শিক্ষকমোজাফ্ফর হোসেন
অনুষদ
  • মানবিক
  • বিজ্ঞান
  • বাণিজ্য
শিক্ষকমণ্ডলী১৬
লিঙ্গবালক, বালিকা
শিক্ষার্থী সংখ্যা৫০০
শ্রেণী৬-১০
শিক্ষাদানের মাধ্যমজাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড
ভাষার মাধ্যমবাংলা-মাধ্যম শিক্ষা
ভাষাবাংলা
আয়তন১.৭২ একর
ক্যাম্পাসের ধরনঅনাবাসিক
ওয়েবসাইটgmhsctg.tsmts.com

ইতিহাস

বর্ণনা

রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয় ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা এবং এবং রাণীসংকৈল উপজেলার মধ্যবর্তি এলাকায় অবস্থিত। বিদ্যালয়ে সকল ধর্মের বালক বালিকাদের অধ্যয়নের সুয়োগ রয়েছে। বিদ্যালয়টি তিনটি ভবন নিয়ে গঠিত। এছাড়া এখানে একটি মসজিদ রয়েছে। বিদ্যালয়ের সামনে রয়েছে একটি প্রশ্বস্ত মাঠ। বিদ্যালয়ের পাঠাগারে ৫০০-এর অধিক বই রয়েছে। এছাড়া আরও একটি পুকুর আছে।

শিক্ষক ও ছাত্র

বিদ্যালয়টিতে ৬-১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ১২ জন শিক্ষক রয়েছে। স্কুলের ছাত্রসংখ্যা ৮০০ জন।

অর্জন

এসএসসি পরীক্ষার ফলাফলের সামগ্রিক দিক বিবেচনায় বিদ্যালয়টির সুনাম রয়েছে। খেলাধুলায় বরাবরের মতন এগিয়ে থাকা এই বিদ্যালয় বেশ কয়েকবার স্থানীয় পর্যায়ে ফুটবল ও ভলিবলে চ্যাম্পিয়ন হয়েছে।

কৃতী শিক্ষার্থী

আরও দেখুন

তথ্যসূত্র

  1. "এক নজরে রণহাট্টা চৌরঙ্গী উচ্চ বিদ্যালয়"http://dangiparaup.thakurgaon.gov.bd। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৫ |প্রকাশক= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.