হরিপুর দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়
হরিপুর দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় (ইংরেজি: Haripur Girls High school) বাংলাদেশের ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সদরে অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়।[1]
হরিপুর দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয় Haripur Girls High school | |
---|---|
হরিপুর দ্বি-মুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান দরজা | |
ঠিকানা | |
হরিপুর ইউনিয়ন, হরিপুর উপজেলা, ঠাকুরগাঁও বাংলাদেশ | |
তথ্য | |
বিদ্যালয়ের ধরন | বেসরকারি বিদ্যালয় মাধ্যমিক |
স্থাপিত | ১৯৮৩ |
অবস্থা | সক্রিয় |
বিদ্যালয় বোর্ড | মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুর |
বিদ্যালয় জেলা | ঠাকুরগাঁও |
সেশন | জানুয়ারি - ডিসেম্বর |
প্রধান শিক্ষক | মোঃ ইয়াছিন খান |
অনুষদ |
|
শিক্ষকমণ্ডলী | ১৬ |
লিঙ্গ | বালিকা |
শিক্ষার্থী সংখ্যা | ৩৫০ জন |
শ্রেণী | ৬-১০ |
শিক্ষাদানের মাধ্যম | জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড |
ভাষার মাধ্যম | বাংলা-মাধ্যম শিক্ষা |
ভাষা | বাংলা |
আয়তন | ১.৭৩ একর |
ক্যাম্পাসের ধরন | অনাবাসিক |
ইতিহাস
হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৮৩ সনে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিগণের সহযোগীতায় বিদ্যালয়টি ১.৭৩ একর জমির উপর সেপ্টেম্বর মাসের ১ তারিখে নারী বিদ্যাপিঠ হিসেবে স্থাপিত হয়।[1]
বর্ণনা
হরিপুর দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়টি ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সদর এলাকায় অবস্থিত। বিদ্যালয়ে সকল ধর্মের বালিকাদের অধ্যয়নের সুয়োগ রয়েছে। বিদ্যালয়টি দুটি ভবন নিয়ে গঠিত। বিদ্যালয়ের মাঝখানে রয়েছে একটি প্রশ্বস্ত মাঠ। বিদ্যালয়ের পাঠাগারে ২০০-এর অধিক বই রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে বিজ্ঞান ও মানবিক বিভাগ চালু আছে।[1]
শিক্ষক ও ছাত্র
বিদ্যালয়টিতে ৬-১০ম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয়। বর্তমানে বিদ্যালয়টিতে ২০ জন শিক্ষক রয়েছে। স্কুলের ছাত্রীত্রসংখ্যা প্রায় ৩৫০ জন।
অর্জন
এসএসসি পরীক্ষার ফলাফলের সামগ্রিক দিক বিবেচনায় বিদ্যালয়টির সুনাম রয়েছে।
কৃতী শিক্ষার্থী
আরও দেখুন
তথ্যসূত্র
- "এক নজরে দ্বিমুখী বালিকা উচ্চ বিদ্যালয়"। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। সংগ্রহের তারিখ ৪ ডিসেম্বর ২০১৫।