সার্ভাইভার সিরিজ

সার্ভাইভার সিরিজ হলো ডাব্লিউডাব্লিউই কর্তৃক আয়োজিত একটি পে-পার-ভিউ ইভেন্ট। এটি ডাব্লিউডাব্লিউই এর ইতিহাসে রেসেলম্যানিয়ার পরে সবচেয়ে বেশিদিন স্থায়ী পে-পার-ভিউ ইভেন্ট। যেটি প্রতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হয়ে থাকে। এটি ডাব্লিউডাব্লিউই এর বড় চারটি পিপিভির একটি (অন্যগুলো হলো- রেসেলম্যানিয়া, রয়্যাল রাম্বাল, সামারস্লাম)।

সার্ভাইভার সিরিজ
চিত্র:WWESSLOGO2014.png
২০১৪ সাল থেকে সার্ভাইভার সিরিজের লোগো
তথ্য
সৃষ্টিকর্তাভিন্স ম্যাকমোহান
প্রমোশনডাব্লিউডাব্লিউই
ব্র্যান্ড(সমূহ) (২০০২–২০১০; ২০১৬–বর্তমান)
স্ম্যাকডাউন (২০০২–২০১০; ২০১৬–বর্তমান)
ইসিডাব্লিউ (২০০৬–২০০৯)
প্রথম আয়োজনসার্ভাইভার সিরিজ (১৯৮৭)
স্বাক্ষরিত ম্যাচের ধরনসার্ভাইভার সিরিজ এলিমিনেশন ট্যাগ টিম ম্যাচ

মূল এবং পরিবর্তন সমূহ

প্রথম সার্ভাইভার সিরিজ অনু্ষ্ঠিত হয় ১৯৮৭ সালে। কারন রেসেলম্যানিয়া ৩ এর জনপ্রিয়তার কারনে ডাব্লিউডাব্লিউএফ তাদের আরেকটি ইভেন্ট করার সিদ্ধান্ত নেয়। হাল্ক হোগান এবং আন্দ্রে দি জায়ান্ট এর রেসেলম্যানিয়া ৩ এর ম্যাচে অনেক লাভবান হয় তখনকার ডাব্লিউডাব্লিউএফ। তারা এই ফিউডটিকে আরো দীর্ঘায়িত করে নতুন পিপিভির জন্য। মূলত সার্ভাইভার সিরিজ অনু্ষ্ঠিত হয় "থ্যাংকসগিভিং ট্রেডিশন" বজায় রাখতে। তাই প্রথম আটটি (১৯৮৭-১৯৯৪) ইভেন্ট "থ্যাংকসগিভিংডে" তে হয়েছিল। [1]

২০১৬ সালে ব্র্যান্ড স্পিল্ট ফিরে আসলে ডাব্লিউডাব্লিউই এবং স্ম্যাকডাউনের সরাসরি প্রতিযোগিতার সিদ্ধান্ত নেয়।[2][3]

সার্ভাইভার সিরিজ ম্যাচসমূহ

এই ইভেন্টের ঐতিহ্য হলো ট্যাগ টিম এলিমিনেশন ম্যাচ। একটি দলে চার বা পাচঁজন একে অপরের প্রতিপক্ষ থাকে। এই ম্যাচটিকে সাধারণত "সার্ভাইভার সিরিজ ম্যাচ " বলে থাকে। ডাব্লিউডাব্লিউএফ এ ১৯৮৭ সাল থেকে একের অধিক ট্যাগ টিম এলিমিনেশন ম্যাচ হতো। কিন্তু ১৯৯২ সালে মাত্র একটি ম্যাচ ট্যাগ টিম এলিমিনেশন ম্যাচ অনু্ষ্ঠিত হয়। ১৯৯৭ সালের ইভেন্টটি মন্ট্রিয়ল স্ক্রিউজব এর মধ্য দিয়ে শেষ হয় এবং ১৯৯৮ সালে কোনো ট্যাগ টিম এলিমিনেশন ম্যাচ ছিল না। ২০০২ সালের ইভেন্টটি বিশেষভাবে উল্লেখযোগ্য এলিমিনেশন চেম্বার ম্যাচ এর অভিষেক এর মাধ্যমে।

ইভেন্ট, ভেন্যু এবং সময়

নং ইভেন্ট তারিখ শহর স্থান উপস্থিত সংখ্যা মেইন ইভেন্ট
সার্ভাইভার সিরিজ (১৯৮৭) নভেম্বর ২৬, ১৯৯৭ রিচফিল্ড, অহিও রিচফিল্ড কোলিসম ২১,৩০০ আন্দ্রে দি জায়ান্ট, ওয়ান ম্যান গ্যাং, কিং কং বান্ডি, বাচ রিড এবং রিক রুড বনাম হাল্ক হোগান, পল অন্ড্রফ, ডন মুরাকো, কেন পাট্যেরা এবং ব্যাম ব্যাম বিগলো
৫-অন-৫ সার্ভাইভার সিরিজ এলিমিনেশন ম্যাচ
সার্ভাইভার সিরিজ (১৯৮৮) নভেম্বর ২৪, ১৯৮৮ ১৩,৫০০ হাল্ক হোগান রেন্ডি সেভেজ, হারকিউলিস,কোকো বি. ওয়্যার এবং হিলিবিলি জিম বনাম আকিম, বিগ বস ম্যান, টেড ডিবিয়াস, হাকু এবং দ্য রেড রোস্টার
৫-অন-৫ সার্ভাইভার সিরিজ এলিমিনেশন ম্যাচ
সার্ভাইভার সিরিজ (১৯৮৯) নভেম্বর ২৩, ১৯৮৮ রোসামন্ট, ইলুনিয়স রোসামন্ট হরিজন ১৫,২৯৪ দ্য আলটিমেট ওয়ারিওরস্ (দ্য আলটিমেট ওয়ারিওর, দ্য রকার্স (শন মাইকেলস এবং মার্টি জেনেথি) এবং জিম নিডহার্ট) বনাম দ্য হেনান ফ্যামিলি (ববি হেনান, আন্দ্রে দি জায়ান্ট, হাকু এবং আর্ন অ্যান্ডারসন)
৪-অন-৪ সার্ভাইভার সিরিজ এলিমিনেশন ম্যাচ
সার্ভাইভার সিরিজ (১৯৯০) নভেম্বর ২২, ১৯৯০ হার্টফোর্ড, কানেক্টিকাট হার্টফোর্ড সিভিক সেন্টার ১৬,০০০ হাল্ক হোগান, দ্য আলটিমেট ওয়ারিওর এবয টিটো সান্তানা বনাম টেড ডিবিয়াস, রিক মার্শাল, দ্য ওয়ারলর্ড, হারকিউলিস এবং পল রোমা
৩-অন-৫ সার্ভাইভার সিরিজ এলিমিনেশন ম্যাচ
সার্ভাইভার সিরিজ (১৯৯১) নভেম্বর ২৭, ১৯৯১ ডেটরইট মিশিগান জো লুইস এরেনা ১৭,৫০০ বিগ বস ম্যান এবং দ্য লিগিঅন অফ ডুম (হোউক এবং এনিমেল) বনাম ইরউইন আর, সাইকস্টার এবং দ্য ন্যাচারাল ডিজাস্টার (আর্থকোয়াক এবং টাইফুন)
৩-অন-৩ সার্ভাইভার সিরিজ ম্যাচ

তথ্যসূত্র

  1. http://www.wwe.com/schedules/events/rw/country/united%20states
  2. "Survivor Series 2016 results: Fantasy warfare just got real"WWE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২০
  3. "Survivor Series 2017 results: Triple H lays waste to Angle and Shane as Raw triumphs over SmackDown"WWE (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৭-১২-২০

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.