সার্ভাইভার সিরিজ (১৯৯৭)

সার্ভাইভার সিরিজ ১৯৯৭ হলো পেশাদারি কুস্তির একটি পে-পার-ভিউ ইভেন্ট। যেটি নভেম্বর ৯, ১৯৯৭ সালে ডাব্লিউডাব্লিউএফ কর্তৃক আয়োজিত হয়। এই ইভেন্টটি মন্টল ব্রাডলি'র ক্যারাটে ফাইটার দের দ্বারা পরিবেশিত হয়।

সার্ভাইভার সিরিজ (১৯৯৭)
প্রোমশনাল পোস্টার
ট্যাগলাইনGang Rulz
তথ্য
পদোন্নতিওয়ার্ল্ড রেসলিং ফেডারেশন
স্পন্সরমিল্টন ব্রাডলি
তারিখনভেম্বর ৯, ১৯৯৭
উপস্থিতি২০,৫৯৩
ভেন্যুমলসন সেন্টার
শহরমন্ট্রিয়ল, কুইবেক, কানাডা
প্রতি-দর্শনে-পরিশোধ কালানুক্রমিক
ব্যাড ব্লাড: ইন ইউর হাউস সার্ভাইভার সিরিজ (১৯৯৭) ডি-জেনারেশন এক্স: ইন ইউর হাউস
সার্ভাইভার সিরিজ কালানুক্রমিক
সার্ভাইভার সিরিজ (১৯৯৬) সার্ভাইভার সিরিজ (১৯৯৭) সার্ভাইভার সিরিজ (১৯৯৮)

ইভেন্টটির মেইন ইভেন্টে শন মাইকেলস এবং ব্রেট হার্ট ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেবিওয়েট চ্যাম্পিয়নশীপের জন্য মুখোমুখি হয়। যেটি বহুল বিতর্কিত মন্ট্রিয়ল স্ক্রিউজব এর মাধ্যমে শেষ হয়।[1]

স্টোরিলাইন

ব্যাড ব্লাড: ইন ইউর হাউসশন মাইকেলস দ্য আন্ডারটেকার কে সর্বপ্রথম হেল ইন অ্যা সেল ম্যাচে হারিয়ে ব্রেট হার্ট এর ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেবিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য নাম্বার ওয়ান কন্টেনডার নির্বাচিত হয়।

মেইন ইভেন্ট

মন্ট্রিয়ল স্ক্রিউজবের কারনে ইভেন্টটি বিশেষভাবে উল্লেখযোগ্য

মেইন ইভেন্টে মুখোমুখি হয় শন মাইকেলস এবং ব্রেট হার্ট ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেবিওয়েট চ্যাম্পিয়নশীপের জন্য। ম্যাচের একপর্যায়ে মাইকেলস হার্টকে তার নিজের সাবমিশন হোল্ড "Sharpshooter" লক করলে ম্যাচ অফিশিয়াল আর্ল হেবনার ভিন্স ম্যাকমোহানের নির্দেশ অনুযায়ী বেল বাজিয়ে দেয় এবং মাইকেলস কে বিজয়ী ঘোষণা করে। যদিও হার্ট ট্যাপআউট করে নি। এই ঘটনাটি মন্ট্রিয়ল স্ক্রিউজব নামে পরিচিতি পায়। তারপর এরকম সিদ্ধান্তের কারনে হার্ট ডাব্লিউডাব্লিউএফ ছেড়ে চলে যায়। এবং তাকে ২০০৬ সালের আগ পর্যন্ত আর ডাব্লিউডাব্লিউই তে দেখা যায় নি। ২০১০ সামারস্লামে হার্ট তার সর্বশেষ ম্যাচ খেলে।[1]

ম্যাচের পরে

মন্ট্রিয়ল স্ক্রিউজবের পরে ব্রেট হার্ট ডাব্লিউডাব্লিউএফ ছেড়ে চলে যায় এবং ডাব্লিউসিডাব্লিউ তে আসে। যেখানে সে ২ বার ওয়ার্ল্ড হেবিওয়েট চ্যাম্পিয়ন, ৪ বার ইউনাইটেড স্টেটস চ্যাম্পিয়ন এবং ১ বার ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয় ২০০০ সালে তার অবসরগ্রহণের পূর্ব পর্যন্ত।

সার্ভাইভার সিরিজের পরে শন মাইকেলস তার চ্যাম্পিয়নশীপের তৃতীয় রাজত্ব চলায়। এরপর সে ক্যান শামরক এর সাথে ফিউড শুরু করে। ডি-জেনারেশন এক্স: ইন ইউর হাউস এ সে ক্যান এর মুখোমুখি হয়। কিন্তু ম্যাচটি ডি-জেনারেশন এক্স সদস্যদের হস্তক্ষেপের ফলে ডিসকোয়ালিফাই হয়ে যায় এবং মাইকেলস তার টাইটেল রিটেইন করে। মাইকেলস তার টাইটেলটি রেসেলম্যানিয়া ১৪ তে স্টোন কোল্ড স্টিভ অস্টিন এর কাছে হারায় এবং অবসর গ্রহণ করে। মূলত ১৯৯৮ রয়্যাল রাম্বালে দ্য আন্ডারটেকার এর সাথে কাসকেট ম্যাচ খেলার সময় পিঠের ইঞ্জুরিতে পড়ে যার ফলে ২০০২ সালের আগ পর্যন্ত সে রেসলিং করতে পারে নি।

ফলাফল

নং. ফলাফল শর্তাধীন বিষয় সময়
দ্য গডউইনস (হেনরি ও গডউইন এবং ফিনেস আই গডউইন এবং দ্য নিউ এজ আউটলস (রোড ডগ এবং বিলি গান) হারিয়েছে দ্য হেডবেঞ্জার্স (মশ এবং ট্রাশর) এবং দ্য নিউ ব্ল্যাকজ্যাক (ব্ল্যাকজ্যাক ব্রাডশো এবং ব্ল্যাকজ্যাক উইন্ডহাম কে ৪-অন-৪ সার্ভাইভার সিরিজ ম্যাচ ১৫:২৫
দ্য ট্রুথ কমিশন (দ্য ইন্টারোগেটর, দ্য জ্যাকি, র‍্যাকন, এবং স্নিপার) হারিয়েছে দ্য ডিসপ্লাইস অফ অ্যাকপক্লিস (৮-বল, চ্যাইনজ, ক্রাশ এবং স্কুল) কে ৪-অন-৪ সার্ভাইভার সিরিজ ম্যাচ ০৯:৫৯
টিম কানাডা (দ্য ব্রিটিশ বুলডগ, জিম নিদাহার্ট এবং ফিল লেফন) হারিয়েছে টিম ইউএসএ (গোল্ডডাস্ট, মার্ক মেরো, স্টিভ ব্ল্যাকম্যান, ভেদার [সাথে সেবল]) কে ৪-অন-৪ সার্ভাইভার সিরিজ ম্যাচ ১৭:০৫
কেইন (সাথে পল বিয়ারার) হারিয়েছে ম্যানকাইন্ড কে সিঙ্গেল ম্যাচ ০৯:২৭
ক্যান শামরক, আহমেদ জনসন এবং দ্য লিজিন অফ ডুম (অ্যানিমেল, হোকি) হারিয়েছে নেশন অফ ডমিনেশন (ফারুক, ডি'ওল ব্রউন, কামা মুস্তফা এবং রকি মায়াভিয়া) কে ৪-অন-৪ সার্ভাইভার সিরিজ ম্যাচ ২০:২৮
স্টোন কোল্ড স্টিভ অস্টিন হারিয়েছে ওয়েন হার্ট (চ) কে (সাথে টিম কানাডা) সিঙ্গেল ম্যাচ ডাব্লিউডাব্লিউএফ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশীপ এর জন্য ০৪:০৩
শন মাইকেলস হারিয়েছে ব্রেট হার্ট (চ) কে সাবমিশন এর মাধ্যমে সিঙ্গেল ম্যাচ ডাব্লিউডাব্লিউএফ ওয়ার্ল্ড হেবিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য ১২:১৯
  • (চ) – ম্যাচের শিরোনাম চ্যাম্পিয়ন(গণ)কে নির্দেশ করে

সার্ভাইভার সিরিজ ম্যাচের এলিমিনেশন

^১

এলিমিনেশন নং রেসলার টিম যে এলিমিনেট করেছে যে মুভ দ্বারা এলিমিনেট হয়েছে সময়
হেনরি গডউইন গডউইনস & আউটলস ব্র্যাডশো Abdominal Stretch Pin ০৩:৫২
ব্যারি উইন্ডম্যান হেডবেঞ্জার্স & ব্ল্যাকজ্যাকস ফিনেস গডউইন Clothesline ০৫:১৪
মশ হেডবেঞ্জার্স & ব্ল্যাকজ্যাকস বিলি গান Reversed Bulldog ০৮:৫২
ফিনেস গডউইন গডউইনস & আউটলস ট্রাশর Stagedive ১২:৩৮
ব্রাডশো হেডবেঞ্জার্স & ব্ল্যাকজ্যাকস রোড ডগ School Boy ১৩:৪৪
ট্রাশর হেডবেঞ্জার্স & ব্ল্যাকজ্যাকস বিলি গান Guillotine Leg Drop ১৫:২৫
সার্ভাইভার(গণ) রোড ডগ & বিলিগান (গডউইনস & আউটলস)

তথ্যসূত্র

  1. "WWE Championship Match: Shawn Michaels def. Bret "Hit Man" Hart to become new WWE Champion"World Wrestling Entertainment। নভেম্বর ৯, ১৯৯৭। সংগ্রহের তারিখ ২০১১-০১-০৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.