রয়্যাল রাম্বল
রয়্যাল রাম্বল হলো পেশাদারি কুস্তি প্রমোশন ডাব্লিউডাব্লিউই কর্তৃক প্রত্যেক বছরের জানুয়ারি মাসে পেশাদারি কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ আয়োজিত একটি আয়োজন।[1] প্রারম্ভিক আয়োজনটি, প্রতি-দর্শনে-পরিশোধ ছিল না কিন্তু প্রচারিত হতো টেলিভিশনে বিশেষ করে ইউএস নেটওয়ার্কে। ১৯৮৯ বছরের আয়োজনটি ছিল প্রথম প্রতি-দর্শনে-পরিশোধ আয়োজন। তখন রয়্যাল রাম্বল ম্যাচে ২০ জন কুস্তিগির অংশগ্রহণ করেন, যেটি জয়লাভ করেন জিম ডুগান।[2] এটি রেসেলম্যানিয়া, সামারস্লাম, সার্ভাইভার সিরিজ এর সাথে ডাব্লিউডাব্লিউই এর চারটি বড় আয়োজনের অংশ।[3] রয়্যাল রাম্বল সবচেয়ে জনপ্রিয় আয়োজনগুলোর মধ্যে একটি ধরা হয়। [4]

২০১০ সালের রয়্যাল রাম্বল ম্যাচ
রয়্যাল রাম্বল | |
---|---|
![]() রয়্যাল রাম্বল লোগো | |
তথ্য | |
সৃষ্টিকর্তা | প্যাট প্যাটারসন |
প্রমোশন | ডাব্লিউডাব্লিউই |
ব্র্যান্ড(সমূহ) | র এবং স্ম্যাকডাউন (২০০৩-২০১১, ২০১৭-বর্তমান) ইসিডাব্লিউ (২০০৭-২০১০) |
প্রথম আয়োজন | রয়্যাল রাম্বল (১৯৮৮) |
স্বাক্ষরিত ম্যাচের ধরন | রয়্যাল রাম্বল ম্যাচ |
বিজয়ী
সাল | বিজয়ী | প্রবেশ |
---|---|---|
১৯৮৮ | জিম ডুগান | ১৩ |
১৯৮৯ | বিগ জন স্টুড | ২৭ |
১৯৯০ | হাল্ক হোগান | ২৫ |
১৯৯১ | হাল্ক হোগান | ২৪ |
১৯৯২ | রিক ফ্লেয়ার | ৩ |
1১৯৯৩ | ইউকোজুনা | ২৭ |
১৯৯৪ | ব্রেট হার্ট লেক্স লুগার |
২৭ ২৩ |
১৯৯৫ | শন মাইকেলস | ১ |
১৯৯৬ | শন মাইকেলস | ১৮ |
১৯৯৭ | স্টোন কোল্ড স্টিভ অস্টিন | ৫ |
১৯৯৮ | স্টোন কোল্ড স্টিভ অস্টিন | ২৪ |
১৯৯৯ | ভিন্স ম্যাকমোহান | ২ |
২০০০ | দ্য রক | ২৪ |
২০০১ | স্টোন কোল্ড স্টিভ অস্টিন | ২৭ |
২০০২ | ট্রিপল এইচ | ২২ |
২০০৩ | ব্রক লেসনার | ২৯ |
২০০৪ | ক্রিস বেনোয়িট | ১ |
২০০৫ | বাতিস্তা | ২৮ |
২০০৬ | রে মিস্টেরিও | ২ |
২০০৭ | দ্য আন্ডারটেকার | ৩০ |
২০০৮ | জন সিনা | ৩০ |
২০০৯ | রেন্ডি অরটন | ৮ |
২০১০ | এজ | ২৯ |
২০১১ | আলবের্তো দেল রিও | ৩৮ |
২০১২ | শেইমাস | ২২ |
২০১৩ | জন সিনা | ১৯ |
২০১৪ | বাতিস্তা | ২৮ |
২০১৫ | রোমান রেইন্স | ১৯ |
২০১৬ | ট্রিপল এইচ | ৩০ |
২০১৭ | রেন্ডি অরটন | ২৩ |
২০১৮ | শিনসুকে নাকামুরা | ১৪ |
২০১৮ | আসুকা | ২৫ |
২০১৮ | ব্রন স্ট্রোমেন | ৪১ |
২০১৯ | বেকি লিঞ্চ | ২৮ |
২০১৯ | সেথ রলিন্স | ১০ |

সবচেয়ে বেশি তিনবার রয়্যাল রাম্বল জিতেছেন স্টোন কোল্ড স্টিভ অস্টিন[5]
রয়্যাল রাম্বল রেকর্ডস
রেকর্ড | কুস্তিগীর | কর্ম |
---|---|---|
সবচেয়ে বেশি বার জেতা | স্টোন কোল্ড স্টিভ অস্টিন | ৩ বার (১৯৯৭, ১৯৯৮, ২০০১) |
সবচেয়ে বেশিক্ষণ রিংয়ে থাকা | ড্যানিয়েল ব্রায়ান | ১:০৬:১৬ ২০১৮ |
সবচেয়ে কম সময় রিংয়ে থাকা | সান্তিনো মারেলা | ০.০.১ |
প্রবীণ বিজেতা | ভিন্স ম্যাকমোহান | ৫৩ বছর ১৯৯৯ |
কম বয়সে বিজেতা | ব্রক লেসনার | ২৫ বছর ২০০৩ |
লম্বা বিজেতা | দ্য আন্ডারটেকার + বিগ জন স্টুড | ২০৮ সে.মি |
খাটো বিজেতা | রে মাস্টারিও | ১৬৮ সে.মি |
বিশালদেহের বিজেতা | ইয়োকজুনা | ২৫০ কে.জি |
ছোটদেহের বিজেতা | রে মাস্টারিও | ৭৫ কে.জি |
সবচেয়ে বেশি এলিমিনেশন এর রেকর্ড (মোট) | কেইন | ৪৫ |
সবচেয়ে বেশিবার আগমন | কেইন | ১৮ বার (১৯৯৯-২০১৬) |
এক রয়্যাল রাম্বলে সবচেয়ে বেশিবার আগমন | মিক ফোলি | ৩ বার ১৯৯৮ |
এক রয়্যাল রাম্বলে সবচেয়ে বেশি এলিমিনেশন | ব্রন স্ট্রোমেন | ১৩ (২০১৮) |
ডিভাদের আগমন | চায়না | ২ বার (১৯৯৯, ২০০০) |
বেথ ফোনিক্স | ১ বার ২০১০ | |
খারমাল | ১ বার ২০১২ | |
রেকর্ড | সাল | কর্ম |
বেশিক্ষণ স্থায়ী ম্যাচ | ২০০২ | ১:০৯:২৩ |
স্বল্প স্থায়ী ম্যাচ | ১৯৮৮ | ৩৩:০০ (২০ জনের রয়্যাল রাম্বল) |
স্বল্প স্থায়ি ম্যাচ (৩০ জনের) | ১৯৯৫ | ৩৮:৩০ |

রয়্যাল রাম্বল ম্যাচ সবচেয়ে বেশি এলিমিনেশনের রেকর্ড (১৩)
তথ্যসূত্র
- "Specialty Matches: Royal Rumble"। WWE। সংগ্রহের তারিখ ২০০৭-১২-০৩।
- Waldman, Jon (২০০৫-০২-০২)। "Statistical survival - breaking down the Royal Rumble"। SLAM! Wrestling। সংগ্রহের তারিখ ২০০৭-১২-০৯।
- Ian Hamilton. Wrestling's Sinking Ship: What Happens to an Industry Without Competition (p.160)
- Dale Plummer and Nick Tylwalk (২০০৬-০১-৩০)। "Mysterio claims Rumble; Cena reigns again"। SLAM! Wrestling। সংগ্রহের তারিখ ২০০৭-১২-০৯।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.