ডাব্লিউডাব্লিউই ব্যাটেলগ্রাউন্ড

ডাব্লিউডাব্লিউই ব্যাটেলগ্রাউন্ড হল ডাব্লিউডাব্লিউই কর্তৃক প্রযোজিত পেশাদারি কুস্তি অনুষ্ঠান। এটা সরাসরি প্রচার করা হয় এবং প্রতি-দর্শনে-পরিশোধ এ অনুষ্ঠিত হয়। ২০১৩ সাল ওভার দ্য লিমিটের পরিবর্তে থেকে ব্যাটেলগ্রাউন্ড শুরু হয়, এটা শুধু অক্টোবর মাসে অনুষ্ঠিত হত। কিন্তু ২০১৪ সাল থেকে এটা জুলাই মাসে অনুষ্ঠিত হয়।

ব্যাটেলগ্রাউন্ড
ডাব্লিউডাব্লিউই ব্যাটেলগ্রাউন্ডের লোগো
তথ্য
প্রমোশনডাব্লিউডাব্লিউই
প্রথম আয়োজনব্যাটেলগ্রাউন্ড (২০১৩)
শেষ আয়োজনব্যাটেলগ্রাউন্ড (২০১৫)

তারিখ এবং ভেন্যু

আয়োজন তারিখ শহর ভেন্যু প্রধান ম্যাচ
ব্যাটেলগ্রাউন্ড (২০১৩) অক্টোবর ৬, ২০১৩ বাফোলো, নিউ ইয়র্ক First Niagara Center রেনডি অরটন বনাম. ড্যানিয়েল ব্রেইন ; একাকী ম্যাচ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশীপের জন্য
ব্যাটেলগ্রাউন্ড (২০১৪) জুলাই ২০, ২০১৪ টাম্পা, ফ্লোরিডা[1] টাম্পা বেই টাইমস ফোরাম জন সিনা (চ) বনাম রেন্ডি অরটন বনাম কেইন বনাম রোমান রিংস ফাটাল ফোর-ওয়ে ম্যাচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য
ব্যাটেলগ্রাউন্ড (২০১৫) জুলাই ১৯, ২০১৫ সেন্ট লুইস, Missouri Scottrade Center সেথ রলিন্স (চ) বনাম ব্রক লেসনার একাকী ম্যাচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য

তথ্যসূত্র

  1. Giri, Raj। "WWE Battleground Location, Mick Foley Hosting Comedy Show (Video), Evan Bourne Note"wrestlinginc.com। Raj Giri। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.