ডাব্লিউডাব্লিউই ব্যাটেলগ্রাউন্ড
ডাব্লিউডাব্লিউই ব্যাটেলগ্রাউন্ড হল ডাব্লিউডাব্লিউই কর্তৃক প্রযোজিত পেশাদারি কুস্তি অনুষ্ঠান। এটা সরাসরি প্রচার করা হয় এবং প্রতি-দর্শনে-পরিশোধ এ অনুষ্ঠিত হয়। ২০১৩ সাল ওভার দ্য লিমিটের পরিবর্তে থেকে ব্যাটেলগ্রাউন্ড শুরু হয়, এটা শুধু অক্টোবর মাসে অনুষ্ঠিত হত। কিন্তু ২০১৪ সাল থেকে এটা জুলাই মাসে অনুষ্ঠিত হয়।
ব্যাটেলগ্রাউন্ড | |
---|---|
![]() ডাব্লিউডাব্লিউই ব্যাটেলগ্রাউন্ডের লোগো | |
তথ্য | |
প্রমোশন | ডাব্লিউডাব্লিউই |
প্রথম আয়োজন | ব্যাটেলগ্রাউন্ড (২০১৩) |
শেষ আয়োজন | ব্যাটেলগ্রাউন্ড (২০১৫) |
তারিখ এবং ভেন্যু
আয়োজন | তারিখ | শহর | ভেন্যু | প্রধান ম্যাচ |
---|---|---|---|---|
ব্যাটেলগ্রাউন্ড (২০১৩) | অক্টোবর ৬, ২০১৩ | বাফোলো, নিউ ইয়র্ক | First Niagara Center | রেনডি অরটন বনাম. ড্যানিয়েল ব্রেইন ; একাকী ম্যাচ ডাব্লিউডাব্লিউই চ্যাম্পিয়নশীপের জন্য |
ব্যাটেলগ্রাউন্ড (২০১৪) | জুলাই ২০, ২০১৪ | টাম্পা, ফ্লোরিডা[1] | টাম্পা বেই টাইমস ফোরাম | জন সিনা (চ) বনাম রেন্ডি অরটন বনাম কেইন বনাম রোমান রিংস ফাটাল ফোর-ওয়ে ম্যাচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য |
ব্যাটেলগ্রাউন্ড (২০১৫) | জুলাই ১৯, ২০১৫ | সেন্ট লুইস, Missouri | Scottrade Center | সেথ রলিন্স (চ) বনাম ব্রক লেসনার একাকী ম্যাচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য |
তথ্যসূত্র
- Giri, Raj। "WWE Battleground Location, Mick Foley Hosting Comedy Show (Video), Evan Bourne Note"। wrestlinginc.com। Raj Giri। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.