ব্যাটেলগ্রাউন্ড (২০১৪)
ব্যাটেলগ্রাউন্ড (২০১৪) ছিল পেশাদারি কুস্তি প্রতি-দর্শনে-পরিশোধ (PPV) আয়োজন। এটা প্রযোজনা করেছে ডাব্লিউডাব্লিউই। ২০১৪ সাল্ব্র ২০ জুলাই ব্যাটেলগ্রাউন্ড (২০১৪) অনুষ্ঠিত হয়।[1] এটা ছিল ব্যাটেলগ্রাউন্ডের কালপঞ্জি অনুসারে দ্বিতীয় আয়োজন।
ব্যাটেলগ্রাউন্ড (২০১৪) | ||||
---|---|---|---|---|
![]() প্রচরণা পোস্টারে ব্রেই ওয়াট | ||||
উদ্ভোবনী সঙ্গীত(সমূহ) | "Jungle" by Jamie N Commons with X Ambassadors | |||
তথ্য | ||||
পদোন্নতি | ডাব্লিউডাব্লিউই | |||
স্পন্সর | তাকিস মাউন্টেইন ডিউ কিকস্টার্ট | |||
তারিখ | জুলাই ২০, ২০১৪ | |||
উপস্থিতি | ১২,০০০ | |||
ভেন্যু | Tampa Bay Times Forum | |||
শহর | Tampa, Florida | |||
ডাব্লিউডাব্লিউই নেটওয়ার্ক ইভেন্টের কালানুক্রমিক | ||||
| ||||
ব্যাটেলগ্রাউন্ড কালানুক্রমিক | ||||
|
নয় ম্যাচ (প্রথমবারের মত দুইটি প্রাক-প্রদর্শনে প্রদর্শিত ম্যাচ সহ) এই আয়োজনে অনুষ্ঠিত হয়। এই আয়োজনের প্রধান ফাটাল ফোর ওয়ে ম্যাচে ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য জন সিনা রেনডি অরটন, কেইন এবং রোমান রিংসকে পরাজিত করে।
এই আয়োজনে ৯৯,০০০ দর্শক টিকিট ক্রয় করেছিল।[2]
ফলাফল
নং. | ফলাফল | শর্তাধীন বিষয় | সময়[3] |
---|---|---|---|
১প | অ্যাডাম রোজ ফানডাংগোকে পরাজিত করেছে | একাকী ম্যাচ[4] | ০২:০৮ |
২প | ক্যামেরুন নাওমিকে হারিয়েছে | একাকী ম্যাচ[5] | ০৩:১৯ |
৩ | দ্য উসোস (জিম্মি উসো এবং জেই উসো) (চ) দ্য ওয়াট ফ্যামেলি (লুক হারপার এবং এরিক রোয়ান) | ২-আউট-অব-৩ ফলস ট্যাগ টিম ম্যাচ ডাব্লিউডাব্লিউই ট্যাগ চ্যাম্পিয়নশীপ এর জন্য[6] | ১৮:৫০ |
৪ | অ্যাজ লি (চ) পেইজ কে হারিয়েছে | ডাব্লিউডাব্লিউই ডিভাস চ্যাম্পিয়নশীপ এর জন্য একাকী ম্যাচ[7] | ০৭:১০ |
৫ | রুসেভ (সাথে লানা) জ্যাক সোয়াগারকে (সাথে জেব কাল্টার) কাউন্টআউটের মাধ্যমে পরাজিত করেছে | একাকী ম্যাচ[8] | 09:47 |
৬ | সেথ রলিন্স ডীন আমব্রোসকে ফোরফিটের মাধ্যমে পরাজিত করেছে | একাকী ম্যাচ | N/A |
৭ | ক্রিস জেরিকো ব্রেই ওয়াটকে পরাজিত করেছে | একাকী ম্যাচ[9] | ১৫:০১ |
৮ | The Miz won by last eliminating Dolph Ziggler | 19-man battle royal for the vacant WWE Intercontinental Championship[10] | ১৪:১৮ |
৯ | জন সিনা (চ) কেইন, রেনডি অরটন এবং রোমান রিংসকে পরাজিত করেছে | ফাটাল ফোর-ওয়ে ম্যাচ ডাব্লিউডাব্লিউই ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশীপ এর জন্য[11] | 18:15 |
|
Battle royal elimination order
Order | Participant | Eliminated by | সময় |
---|---|---|---|
1 | যাবিয়ার উডস | খলি | ০১:০৯ |
2 | জ্যাক রাইডার | খলি | ০১:১৪ |
3 | দ্য গ্রেট খলি | বহু কুস্তিগির | ০১:৩৬ |
4 | সিন কারা | বো ড্যালাস | ০২:০২ |
5 | আর-ট্রুথ | রাইব্যাক এবং সিজারো | ০৩:১৫ |
6 | Curtis Axel | Sandow | ০৩:২১ |
7 | Damien Sandow | Diego | ০৩:৫০ |
8 | ডিয়েগো | রাইব্যাক | ০৪:০৬ |
9 | রাইব্যাক | শেইমাস | 05:22 |
১০ | টাইটাস ও'নেইল | বো ড্যালাস | ০৬:৪৪ |
১১ | আলবেরতো দেল রিয়ো | জিগলার | ০৮:৩৪ |
১২ | বিগ ই | সিজারো | ০৯:১৪ |
১৩ | কফি কিংস্টন | সিজারো | ১০:২৮ |
১৪ | সিজারো | Slater | ১০:৩৭ |
১৫ | Heath Slater | শেইমাস | ১০:৫৮ |
১৬ | বো ড্যালায়া | জিগলার | ১১:৩২ |
১৭ | শেইমাস | জিগলার | ১৪:১১ |
১৮ | ডলফ জিগলার | মিজ | ১৪:২৮ |
১৯ | দ্য মিজ | বিজয়ী | ১৪:১৮ |
তথ্যসূত্র
- Giri, Raj। "WWE Battleground Location, Mick Foley Hosting Comedy Show (Video), Evan Bourne Note"। wrestlinginc.com। Raj Giri। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১৪।
- http://www.wrestlezone.com/news/507913-wwe-battleground-buyrate-revealed-wwe-network-schedule-for-94
- http://slam.canoe.ca/Slam/Wrestling/PPVReports/2014/07/21/21820686.html
- Murphy, Mike। "Fandango vs. Adam Rose"। WWE। সংগ্রহের তারিখ ২০ জুলাই ২০১৪।
- Clapp, John। "Cameron vs. Naomi (Kickoff Match)"। WWE। সংগ্রহের তারিখ ১৫ জুলাই ২০১৪।
- Pappolla, Ryan। "WWE Tag Team Champions The Usos vs. The Wyatt Family (2-out-of-3 Falls Match)"। WWE। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪।
- Clapp, John। "Divas Champion AJ Lee vs. Paige"। WWE। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০১৪।
- Clapp, John। "Jack Swagger vs. Rusev"। WWE। সংগ্রহের তারিখ ১৪ জুলাই ২০১৪।
- Clapp, John। "Chris Jericho vs. Bray Wyatt"। WWE। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০১৪।
- Clapp, John। "Intercontinental Championship Battleground Battle Royal"। WWE। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
- Giannini, Alex। "WWE World Heavyweight Championship Fatal 4-Way Match"। WWE। সংগ্রহের তারিখ ১ জুলাই ২০১৪।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.