শিলিগুড়ি পুলিশ কমিশনারেট
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট বা শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ হল পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহরের মহানগরাঞ্চলীয় পুলিশ বাহিনী। এই বাহিনী শহরের আইনরক্ষা ও তদন্তের প্রাথমিক দায়িত্বপ্রাপ্য। ২০১২ সালে এই কমিশরারেট গঠিত হয়।[1] এই কমিশনারেট পশ্চিমবঙ্গ পুলিশের অঙ্গ। এটি পশ্চিমবঙ্গের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ। দার্জিলিং পুলিশ জেলাকে দ্বিধাবিভক্ত করে এই কমিশনারেট গঠিত হয়। এর অধীনে রয়েছে ছয়টি থানা।[1]
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট | |
সাধারণ নাম | শিলিগুড়ি মেট্রোপলিটান পুলিশ |
সংক্ষেপণ | SMP |
নীতিবাক্য | কারেজ কেয়ার কমিটমেন্ট |
সংস্থা পরিদর্শন | |
---|---|
গঠিত | ৫ অগস্ট, ২০১২ |
কর্মকতারা | পুলিশ কমিশনার ডেপুটি কমিশনারগণ অতিরিক্ত ডেপুটি কমিশনারগণ পুলিশ ইনস্পেক্টরগণ সাব-ইনস্পেক্টরগণ সহকারী সাব-ইনস্পেক্টরগণ |
আইনি ব্যক্তিত্ব | বেসরকারি: সরকারি সংস্থা |
অধিকারভুক্ত অঞ্চলের কাঠামো | |
আকার | 640 |
জনসংখ্যা | ১০.২০ Lakh |
পরিচালকবর্গ | পশ্চিমবঙ্গ সরকার |
সাধারণ প্রকৃতি |
|
অপারেশনাল কাঠামো | |
প্রধান কার্যালয় | শিলিগুড়ি, পশ্চিমবঙ্গ, ভারত |
উর্ধ্বস্থ সংস্থা | পশ্চিমবঙ্গ পুলিশ |
সুবিধা | |
স্টেশন | ৬ |
ওয়েবসাইট | |
http://www.siliguripolice.org/ | |
থানা
- শিলিগুড়ি থানা
- মাটিগাড়া থানা
- প্রধাননগর থানা
- ভক্তিনগর থানা
- বাগডোগরা থানা
- শিলিগুড়ি মহিলা থানা
বহিঃসংযোগ
পাদটীকা
- "Mamata Banerjee inaugurates Siliguri police hub"। Times of India। ৬ আগস্ট ২০১২। সংগ্রহের তারিখ ৬ আগস্ট ২০১২।
টেমপ্লেট:Law enforcement in India
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.