পশ্চিমবঙ্গ পুলিশ

পশ্চিমবঙ্গ পুলিশ ভারতীয় রাজ্য পশ্চিমবঙ্গের প্রধান আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা। ১৮৬১ সালের পুলিশ আইন অনুযায়ী এই সংস্থাটি গঠিত হয়। এই সংস্থার দায়িত্বে থাকেন পুলিশের মহানির্দেশক। তিনি পশ্চিমবঙ্গ সরকারের স্বরাষ্ট্র (পুলিশ) বিভাগের নিকট দায়বদ্ধ থাকেন।

পশ্চিমবঙ্গ পুলিশ
West Bengal Police
সংক্ষেপণWBP
সংস্থা পরিদর্শন
কর্মকতারাপুলিশ সুপার:
অতিরিক্ত পুলিশ সুপার
উপ পুলিশ সুপার
পরিদর্শক:
সহকারী পরিদর্শক
উপ-পরিদর্শক
সহঃ উপ পরিদর্শক ইত্যাদি
আইনি ব্যক্তিত্ববেসরকারি: সরকারি সংস্থা
অধিকারভুক্ত অঞ্চলের কাঠামো
অভিযানের অধিক্ষেত্র*[[রাজ্য]] of পশ্চিমবঙ্গ, ভারত
পরিচালকবর্গপশ্চিমবঙ্গ সরকার
সাধারণ প্রকৃতি
  • আইন কার্যকরীকরণ
  • ফৌজি-পুলিশ বাহিনী
অপারেশনাল কাঠামো
প্রধান কার্যালয়কলকাতা, পশ্চিম বঙ্গ, ভারত
সংস্থা কার্যকরী
  • virendra, মহাপরিচালক
  • সিদ্ধার্থ নাথ গুপ্ত, অতিরিক্ত মহাপরিচালক
শিশু সংস্থাব্যারাকপুর পুলিশ কমিশনারেট
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট
হাওড়া পুলিশ কমিশনারেট
বিধাননগর পুলিশ কমিশনারেট
শিলিগুড়ি পুলিশ কমিশনারেট
পাদটীকা
* বিভাগীয় সংস্থা: Division of the country, over which the agency has usual operational jurisdiction.

পশ্চিমবঙ্গ পুলিশ রাজ্যের দুটি সাধারণ পুলিশ জেলার একটি। পশ্চিমবঙ্গ পুলিশের এক্তিয়ারে রয়েছে কলকাতা বাদে পশ্চিমবঙ্গের অবশিষ্ট ১৮টি জেলা। রাজ্যের অপর সাধারণ পুলিশ জেলা কলকাতা পুলিশের এক্তিয়ারে রয়েছে কলকাতা মহানগরীয় অঞ্চল। ব্রিটিশ আমল থেকেই কলকাতা পুলিশ রাজ্য পুলিশের নিয়ন্ত্রণমুক্ত।

সিভিল পুলিশ

ফৌজদারি তদন্ত বিভাগ - এই বিভাগ বিভিন্ন কেসের তদন্ত করে থাকে। বর্তমানে এর প্রধান হচ্ছেন প্রাক্তন কলকাতা পুলিশ কমিশনার , রাজীব কুমার। তিনি উপ মহাপরিদর্শক পদমর্যাদায় রয়েছেন।

বহিঃসংযোগ

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.