বিধাননগর পুলিশ কমিশনারেট
বিধাননগর পুলিশ কমিশনারেট বা বিধাননগর সিটি পুলিশ হল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতা শহরের উত্তর ও ঊত্তর-পূর্ব অঞ্চলের বিধাননগর ও সংলগ্ন এলাকার শান্তিরক্ষার দায়িত্বপ্রাপ্ত একটি পুলিশ বাহিনী। ২০১২ সালের ২০ জানুয়ারি বিধাননগর পুলিশ কমিশনারেট গঠিত হয়।[1] এই কমিশনারেট পশ্চিমবঙ্গ স্বরাষ্ট্র মন্ত্রকের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন এবং পশ্চিমবঙ্গ পুলিশের একটি অংশ। উত্তর চব্বিশ পরগনা পুলিশ জেলাকে দ্বিখণ্ডিত করে নয়টি থানা নিয়ে এই কমিশনারেট গঠিত হয়। রাজীব কুমার এই কমিশনারেটের প্রথম পুলিশ কমিশনার।[2]
বিধাননগর পুলিশ কমিশনারেট | |
সাধারণ নাম | বিধাননগর সিটি পুলিশ |
Logo of the বিধাননগর পুলিশ কমিশনারেট. | |
নীতিবাক্য | কারেজ কেয়ার কমিটমেন্ট |
সংস্থা পরিদর্শন | |
---|---|
গঠিত | ২০ জানুয়ারি, ২০১২ |
কর্মকতারা | পুলিশ কমিশনার ডেপুটি কমিশনারগণ অতিরিক্ত ডেপুটি কমিশনারগণ পুলিশ ইনস্পেক্টরগণ সাব ইনস্পেক্টরগণ সহকারী সাব ইনস্পেক্টরগণ |
আইনি ব্যক্তিত্ব | বেসরকারি: সরকারি সংস্থা |
অধিকারভুক্ত অঞ্চলের কাঠামো | |
আকার | ১০৯ বর্গ কিলোমিটার |
জনসংখ্যা | ১৫ লক্ষ |
পরিচালকবর্গ | পশ্চিমবঙ্গ সরকার |
সাধারণ প্রকৃতি |
|
অপারেশনাল কাঠামো | |
প্রধান কার্যালয় | বিধাননগর, পশ্চিমবঙ্গ, ভারত |
উর্ধ্বস্থ সংস্থা | পশ্চিমবঙ্গ পুলিশ |
সুবিধা | |
স্টেশন | 9 |
ওয়েবসাইট | |
www | |
গঠন ও এক্তিয়ারভুক্ত এলাকা
বিধাননগর পুলিশ কমিশনারেটের প্রধান কার্যালয় বিধাননগরে অবস্থিত। এই কমিশনারেট দুই ভাগে বিভক্ত। যথা: বিধাননগর ও বিমানবন্দর।[3] কমিশনারেটের এক্তিয়ারভুক্ত এলাকার আয়তন ১১০ বর্গ কিলোমিটার। নয়টি থানা এই কমিশনারেটের আওতাধীন।[3]
থানা
- ১. বিধাননগর উত্তর থানা
- ২. বিধাননগর দক্ষিণ থানা
- ৩. বিধাননগর পূর্ব থানা
- ৪. ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানা
- ৫. লেকটাউন থানা
- ৬. বাগুইআটি থানা
- ৭. নিউ টাউন থানা
- ৮. এয়ারপোর্ট থানা
- ৯. নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানা
- ১০. নারায়ণপুর থানা
- ১১. রাজারহাট থানা
বহিঃসংযোগ
পাদটীকা
- "Bidhannagar Police Commissionerate & Barrackpore Police Commissionerate"। West Bengal Police, Government of West Bengal। ৩১ জানুয়ারি ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১২।
- "DGP orders probe against Lake Town IC"। Times of India। ৬ ফেব্রুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১২।
- "Township task force: What it means for you"। The Telegraph। ১৭ জানুয়ারি ২০১২। সংগ্রহের তারিখ ৬ ফেব্রুয়ারি ২০১২।
টেমপ্লেট:Law enforcement in India