শিবনেরী গুহাসমূহ

শিবনেরী গুহাসমূহ (মারাঠি: शिवनेरी लेणी) হল ভারতের মহারাষ্ট্র রাজ্যের জুন্নার শহর থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে অবস্থিত কয়েকটি প্রাচীন বৌদ্ধ গুহা[1]

এই বৌদ্ধ গুহাগুলির উপরিভাগে একটি দুর্গ রয়েছে। এই দুর্গেই শিবাজী জন্মগ্রহণ করেছিলেন। এই গুহাশ্রেণিতে ৬০টি গুহা রয়েছে। এগুলি খ্রিস্টীয় ১ম শতাব্দীর মধ্যভাগে খনন করা হয়েছিল।[1] খ্রিস্টীয় ২য় শতাব্দীর প্রথমার্ধে এই গুহাগুলি ছিল বৌদ্ধ ক্রিয়াকলাপের একটি উদীয়মান কেন্দ্র।[2] এই গুহাগুলিতে একটি চৈত্য রয়েছে।[3]

এই গুহাসমূহের গুরুত্বপূর্ণ গুহাগুলি হল:[1]

  • গুহা ২৬ – একটি দ্বিতল বিহার
  • গুহা ৪৫ – ‘বড়া-কোটরি’ নামে পরিচিত এই গুহায় আবাসিক ভিক্ষুদের বসবাসের জন্য বারোটি কক্ষ আছে।
  • গুহা ৫১ – বণিকের উৎকীর্ণ লিপি সহ একটি চৈত্য

তথ্যসূত্র

  1. Ahir, D. C. (২০০৩)। Buddhist sites and shrines in India : history, art, and architecture (1. সংস্করণ)। Delhi: Sri Satguru Publ.। পৃষ্ঠা 192। আইএসবিএন 8170307740।
  2. Brancaccio, Pia (২০১০)। The caves at Aurangabad : Buddhist art in transformation। Leiden: Brill। পৃষ্ঠা 27। আইএসবিএন 9004185259।
  3. Te-kʻun, Cheng (১৯৮৩)। Studies in Chinese art। Hong Kong: Chinese University Press। পৃষ্ঠা 212। আইএসবিএন 9622012795।
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.