শিনানার যুদ্ধ (১৯০৪)
শিনানার যুদ্ধ (২৯ সেপ্টেম্বর ১৯০৪) সৌদি আরবের একত্রীকরণ সময়কার একটি গুরুত্বপূর্ণ সৌদি-রশিদি যুদ্ধ। বর্তমান কাসিম অঞ্চলের শিনানা শহরে রশিদি ও সৌদিদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। বেকেরিয়ার যুদ্ধে বিজয়ের পর ইবনে সৌদ সম্পূর্ণ কাসিম অঞ্চল বিজয়ের পরিকল্পনা করেন। ইবনে রশিদও এই অঞ্চলের নিয়ন্ত্রণ পুনরায় লাভের জন্য পরিকল্পনা করেন। যুদ্ধে সৌদিরা বিজয়ী হয়। শহরে পাওয়া হাজারের বেশি তুর্কি রসদ ইবনে সৌদের হস্তগত হয়। ইবনে রশিদ ও তার উসমানীয় মিত্ররা রাওদাত মুহান্নার দিকে পিছু হটতে বাধ্য হন।
শিনানার যুদ্ধ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: সৌদি-রশিদি যুদ্ধ | |||||||
| |||||||
যুধ্যমান পক্ষ | |||||||
![]() |
![]() | ||||||
সেনাধিপতি | |||||||
![]() |
![]() | ||||||
শক্তি | |||||||
২৫,০০০ | ১০,০০০ | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
অজ্ঞাত | অজ্ঞাত |
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.