উনাইজার যুদ্ধ (১৯০৪)

উনাইজার যুদ্ধ (মার্চ ১৯০৪) সৌদি-রশিদি যুদ্ধের প্রাথমিক পর্যায়ে সংঘটিত হয়। এতে বিজয়ী ইবনে সৌদ উনাইজা দখল করে নেন। এই যুদ্ধে রশিদি পক্ষে ৩৭০ জন ও সৌদি পক্ষে ২ জন নিহত হয়।[1]

উনাইজার যুদ্ধ
মূল যুদ্ধ: সৌদি-রশিদি যুদ্ধ
তারিখমার্চ, ১৯০৪
অবস্থানকাসিম অঞ্চল, আরব উপদ্বীপ
ফলাফল রিয়াদ আমিরাতের বিজয়
যুধ্যমান পক্ষ
হাইল আমিরাত নজদ ও হাসা আমিরাত
সেনাধিপতি
আবদুল আজিজ বিন মিতাব আবদুল আজিজ ইবনে সৌদ
হতাহত ও ক্ষয়ক্ষতি
৩৭০ নিহত[1] ২ নিহত[1]

তথ্যসূত্র

This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.