তারাফিয়ার যুদ্ধ (১৯০৭)
তারাফিয়ার যুদ্ধ (২৪ সেপ্টেম্বর ১৯০৭) কাসিম অঞ্চলে সৌদি আরবের একত্রীকরণ সময়ে সংঘটিত। রশিদি ও সৌদিদের মধ্যে সংঘটিত গুরুত্বপূর্ণ যুদ্ধগুলোর মধ্যে এটি অন্যতম।
তারাফিয়ার যুদ্ধ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: সৌদি-রশিদি যুদ্ধ | |||||||
| |||||||
যুধ্যমান পক্ষ | |||||||
![]() মুতাইর বিদ্রোহী কাসিম অঞ্চল ![]() |
![]() | ||||||
সেনাধিপতি | |||||||
![]() ফয়সাল আল দাউইশ (মুতাইর গোত্র) আবালখাইল Emir of কাসিম অঞ্চল |
![]() | ||||||
শক্তি | |||||||
১২,০০০ | ১০,০০০ | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
অজ্ঞাত | অজ্ঞাত |
পটভূমি
আবালখাইলের ভাই সম্পর্কিত কাসিমের আমিরকে হত্যা করা হলে তিনি ইবনে সৌদের কাছ থেকে এর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করেন। আবালখাইল সৌদিদের শত্রু রশিদিদের সাথে পুনরায় মিত্রতা স্থাপন করেন। তিনি মুতাইর গোত্র ইখওয়ান বাহিনীর প্রধান ফয়সাল আল দাউইশের সাথে জোট গঠন করেন। ইবনে সৌদের সেনাদের সাথে এই জোট বাহিনী তারাফিয়ার যুদ্ধে লিপ্ত হয়।
ফলাফল
রিয়াদ আমিরাত এই যুদ্ধে জয়লাভ করে।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.