রাওদাত মুহান্নার যুদ্ধ (১৯০৬)
রাওদাত মুহান্নার যুদ্ধ (আরবি: معركة روضة مهنا বা আরবি: معركة روضة ابن مهنا) সৌদি আরবের একত্রীকরণ সময়কার একটি গুরুত্বপূর্ণ যুদ্ধ। এটি ১৯০৬ সালের ১২ এপ্রিল মুহান্নায় রশিদি ও সৌদিদের মধ্যে সংঘটিত হয়। শিনানার যুদ্ধে ইবনে সৌদ বিজয় লাভ করার পর ইবনে রশিদ কাসিমি নেতৃবৃন্দের সাথে নতুন মিত্রতা স্থাপনের পরিকল্পনা করেন। মিত্রতা বৃদ্ধি না পাওয়ার জন্য ইবনে সৌদ ইবরাহিম ইবনে আকিলের অধীনে একটি সেনাদল পাঠান। যুদ্ধে আবদুল আজিজ বিন মিতাব নিহত হন। তার শতাধিক কাসিমি ও উসমানীয় মিত্রও এতে প্রাণ হারায়। রাউদাত মুহান্নায় ইবনে সৌদের বিজয়ের ফলে নজদ ও কাসিমে ১৯০৬ সালের অক্টোবরের শেষ নাগাদ উসমানীয়দের উপস্থিতির সমাপ্তি ঘটে।
معركة روضة مهنا রাওদাত মুহান্নার যুদ্ধ | |||||||
---|---|---|---|---|---|---|---|
মূল যুদ্ধ: সৌদি-রশিদি যুদ্ধ | |||||||
| |||||||
যুধ্যমান পক্ষ | |||||||
![]() |
![]() | ||||||
সেনাধিপতি | |||||||
![]() |
![]() ![]() | ||||||
শক্তি | |||||||
১২,০০০ | ১০,০০০ | ||||||
হতাহত ও ক্ষয়ক্ষতি | |||||||
অজ্ঞাত | ৩৫[1] |
তথ্যসূত্র
- Al-Saud, Saud ibn Hathlol। The History of Kings of Al Saud (Arabic ভাষায়) (1st সংস্করণ)। পৃষ্ঠা 79।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.