শফি গোল্ডওয়েসার

শফরিরা গোল্ডওয়েসার (হিব্রু ভাষায়: שפרירה גולדווסר; জন্ম ১৯৫৮) ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজির তড়িৎ প্রকৌশল ও কম্পিউটার বিজ্ঞানের একজন অধ্যাপক। তিনি ২০১২ সালে টুরিং পুরস্কার লাভ করেন।

শফরিরা গোল্ডওয়েসার
জন্ম১৯৫৮ (বয়স ৬০৬১)
নিউ ইয়র্ক সিটি
জাতীয়তাইসরায়েলি মার্কিন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান, ক্রিপ্টোগ্রাফি
প্রতিষ্ঠানম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজি,
Weizmann Institute of Science
প্রাক্তন ছাত্রবিএস কার্নেগী মেলন ইউনিভার্সিটি ১৯৭৯
পিএইচডি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে, ১৯৮৪
সন্দর্ভসমূহProbabilistic Encryption: Theory and Applications (1984)
পিএইচডি উপদেষ্টাম্যানুয়েল ব্লাম[1]
পিএইচডি ছাত্ররাWilliam Aiello
Johan Håstad
Joseph Kilian
Tal Malkin
Yishay Mansour
Daniele Micciancio
Guy Rothblum
Amit Sahai
Salil Vadhan
Vinod Vaikuntanathan[1]
পরিচিতির কারণBlum–Goldwasser cryptosystem
Goldwasser–Micali cryptosystem[2]
উল্লেখযোগ্য
পুরস্কার
Grace Murray Hopper Award
Gödel Prize
টুরিং পুরস্কার ২০১২[3]
ওয়েবসাইট
www.eecs.mit.edu/people/faculty/shafrira-goldwasser
people.csail.mit.edu/shafi
www.wisdom.weizmann.ac.il/~shafi

জীবনী

গোল্ডওয়েসার নিউ ইয়র্ক সিটিতে জন্মগ্রহণ করেন। তিনি কার্নেগী মেলন ইউনিভার্সিটি থেকে ১৯৭৯ সালে ব্যাচেলর অব সায়েন্স ডিগ্রি অর্জন করেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ১৯৮১ সালে মাস্টার অব সায়েন্স এবং ১৯৮৩ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৮৩ সালে ম্যাসাচুসেট্‌স ইনস্টিটিউট অফ টেকনোলজিতে যোগদান করেন। [4]

তথ্যসূত্র

  1. গণিত উদ্ভববিজ্ঞান প্রকল্পে শফি গোল্ডওয়েসার
  2. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1137/0217017, এর পরিবর্তে দয়া করে |doi=10.1137/0217017 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  3. দৃষ্টি আকর্ষণ: এই টেমপ্লেটি ({{cite doi}}) অবচিত। doi দ্বারা চিহ্নিত প্রকাশনা উদ্ধৃত করার জন্য:10.1145/2461256.2461265, এর পরিবর্তে দয়া করে |doi=10.1145/2461256.2461265 সহ {{সাময়িকী উদ্ধৃতি}} ব্যবহার করুন।
  4. http://people.csail.mit.edu/shafi/wordpress/wp-content/uploads/Shafi_Goldwasser_CV.doc
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.