এট্সখার ডেইক্স্ট্রা
এট্স্খার ওয়েইবে ডেইক্স্ট্রা (ওলন্দাজ: Edsger Wybe Dijkstra; আ-ধ্ব-ব: ˈɛtˌsxər ˈwɛɪbə ˈdɛɪkˌstra) (মে ১১, ১৯৩০ – আগস্ট ৬, ২০০২) একজন ওলন্দাজ কম্পিউটার বিজ্ঞানী। টুরিং পুরস্কার সহ বহু সম্মানে অভিষিক্ত ডেইক্স্ট্রাকে কম্পিউটার বিজ্ঞানের ইতিহাসের প্রধানতম বিজ্ঞানীদের একজন মনে করা হয়।

এট্সখার ডেইক্স্ট্রা (আলোকচিত্রগ্রাহক: ব্রায়ান র্যান্ডেল)
ডেইক্স্ট্রা ১৯৭২ সালে প্রোগ্রামিং ভাষার ক্ষেত্রে মৌলিক অবদানের জন্য টুরিং পুরস্কার লাভ করেন। তিনি ইউনিভার্সিটি অফ টেক্সাস অ্যাট অস্টিনে ১৯৮৪ থেকে ২০০২ সালে তার মৃত্যুর আগ পর্যন্ত কম্পিউটার বিজ্ঞানের শ্লুমবার্গার সেন্টেনিয়াল চেয়ার ছিলেন।
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.