চার্লস বাখমান
চার্লস উইলিয়াম বাখমান (১১ ডিসেম্বর, ১৯২৪ - ১৩ জুলাই, ২০১৭) একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী।
চার্লস উইলিয়াম বাখমান | |
---|---|
Charles Bachman at the IUA Workshop, 2006 | |
জন্ম | ম্যানহাটন, কানসাস, মার্কিন যুক্তরাষ্ট্র | ১১ ডিসেম্বর ১৯২৪
মৃত্যু | ১৩ জুলাই ২০১৭ ৯২) লেক্সিংটন, ম্যাসাচুসেটস, মার্কিন যুক্তরাষ্ট্র | (বয়স
জাতীয়তা | আমেরিকান |
কর্মক্ষেত্র | কম্পিউটার বিজ্ঞান |
প্রতিষ্ঠান | ডাও কেমিক্যাল জেনারেল ইলেকট্রিক Cullinet Bachman Information Systems |
প্রাক্তন ছাত্র | পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয়, মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | Integrated Data Store |
উল্লেখযোগ্য পুরস্কার | টুরিং পুরস্কার ১৯৭৩ |
জীবনী
বাখমান ১৯২৪ সালে কানসাসের ম্যানহাটনে জন্মগ্রহণ করেন। ১৯৪৮ সালে তিনি মিশিগান স্টেট কলেজ থেকে যন্ত্র প্রকৌশলে ব্যাচেলর ডিগ্রি লাভ করেন। তিনি ১৯৫০ সালে পেন্সিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে যন্ত্র প্রকৌশলে মাস্টার ডিগ্রি অর্জন করেন। ১৯৬০ সালে তিনি জেনারেল ইলেক্ট্রিক কোম্পানীতে যোগদান করেন।
তথ্যসূত্র
বহিঃসংযোগ
- Charles W. Bachman Papers, 1951-2007 at Charles Babbage Institute, University of Minnesota.
- Charles W. (Charlie) Bachman at www.computerhistory.org.
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.