জন বাকাস

জন বাকাস(জন্ম: ৩ ডিসেম্বর, ১৯২৪ - মৃত্যু: ১৭ মার্চ, ২০০৭) হলেন একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানী। তিনি বিখ্যাত হয়ে আছেন সর্বপ্রথম উচ্চ-পর্যায় প্রোগ্রামিং ভাষা ফোরট্রান, বাকাস-নর আকার(বিএনএফ, যা সিনট্যাক্স এর সংজ্ঞায় প্রায় সার্বজনীনভাবে ব্যবহৃত চিহ্ন-পদ্ধতি), এবং ফাংশান-পর্যায় প্রোগ্রামিং ধারণা উদ্ভাবণ করবার জন্য। তিনি ১৯৭৭ সালে এই অসামান্য সব অবদানের স্বীকৃতি স্বরূপ এসিএম টুরিং পুরস্কার অর্জন করেন। বাকাস'র টুরিং বিবৃতিটি এরকম:

ফোরট্রান এর উপর কাজের মাধ্যমে তিনি উচ্চ-পর্যায় প্রোগ্রামিং ব্যবস্থা তৈরিতে যে সুগভীর, প্রভাবশালী এবং অমর অবদান রেখেছেন এবং পোগ্রামিং ভাষার প্রকাশের ক্ষেত্রে ব্যবহৃত নিয়মতান্ত্রিক পদ্ধতির উপর তাঁর অসাধারণ প্রকাশনাবলীর স্বীকৃতিস্বরূপ।
জন বাকাস
John Backus
জন্ম৩রা ডিসেম্বর, ১৯২৪
ফিলাডেলফিয়া, পেনসিলভেনিয়া
মৃত্যু১৭ই মার্চ, ২০০৭ (৮২ বছর বয়সে)
অ্যাশল্যান্ড, ওরেগন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানআইবিএম
প্রাক্তন ছাত্রকলাম্বিয়া ইউনিভার্সিটি
পরিচিতির কারণফোরট্রান
বাকাস-নর ফর্ম
ফাংশন-স্তর প্রোগ্রামিং
উল্লেখযোগ্য
পুরস্কার
টুরিং পুরস্কার
ড্রেপার পুরস্কার
ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৭৫

জন্ম ও শিক্ষাজীবন

বাকাস পেন্সিলভানিয়ার ফিলাডেলফিয়াতে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে গণিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৫০ সালে আইবিএম এ যোগদান করেন।

কর্মজীবন

গবেষনা

সম্মাননা ও পুরস্কার

তথ্যসূত্র

    বহি:সংযোগ

    This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.