লাইফ অ্যান্ড ফিলোজফি অফ স্বামী বিবেকানন্দ

লাইফ অ্যান্ড ফিলোজফি অফ স্বামী বিবেকানন্দ (১৯৮৯)[1] হল ইংরেজি ভাষায় জি. এস. বনহাট্টির লেখা একটি বই। এটি স্বামী বিবেকানন্দের একটি জীবনী। বইটি প্রকাশিত হয় নতুন দিল্লির অ্যাটলান্টিক পাবলিশার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স থেকে।[2][3]

লাইফ অ্যান্ড ফিলোজফি অফ স্বামী বিবেকানন্দ
Life And Philosophy Of Swami Vivekananda
লেখকজি. এস. বনহাট্টি
দেশভারত
ধরনজীবনী
প্রকাশকঅ্যাটলান্টিক পাবলিশার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স, নতুন দিল্লি
আইএসবিএন978-81-7156-291-6
ওসিএলসি463616534

বিষয়বস্তু

এই বইটি স্বামী বিবেকানন্দের একটি জীবনী। বইটি অনেকগুলি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে বিবেকানন্দের জীবনের নানা অংশ বর্ণিত হয়েছে। প্রথম অধ্যায়ে বিবেকানন্দের জন্ম, শৈশব ও প্রথম দিকের বিদ্যালয় জীবন বর্ণিত হয়েছে। দ্বিতীয় অধ্যায়টির নাম "স্পিরিচুয়াল অ্যাপ্রেনটিসশিপ"। এই অধ্যায়ে ১৮৮১ থেকে বিবেকানদের গয়া যাত্রা পর্যন্ত ঘটনা বর্ণিত হয়েছে। শেষ দুই অধ্যায়ে বিবেকানন্দের কবিতা ও গদ্য রচনার আলোচনা রয়েছে।

তথ্যসূত্র

  1. "Life And Philosophy Of Swami Vivekananda"। Open Library। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১২
  2. Life And Philosophy Of Swami Vivekananda। ১ জানুয়ারি ১৯৯৫। পৃষ্ঠা Content। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১২
  3. "Life And Philosophy Of Swami Vivekananda"। Book Adda। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১২
This article is issued from Wikipedia. The text is licensed under Creative Commons - Attribution - Sharealike. Additional terms may apply for the media files.