লাইফ অ্যান্ড ফিলোজফি অফ স্বামী বিবেকানন্দ
লাইফ অ্যান্ড ফিলোজফি অফ স্বামী বিবেকানন্দ (১৯৮৯)[1] হল ইংরেজি ভাষায় জি. এস. বনহাট্টির লেখা একটি বই। এটি স্বামী বিবেকানন্দের একটি জীবনী। বইটি প্রকাশিত হয় নতুন দিল্লির অ্যাটলান্টিক পাবলিশার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স থেকে।[2][3]
লেখক | জি. এস. বনহাট্টি |
---|---|
দেশ | ভারত |
ধরন | জীবনী |
প্রকাশক | অ্যাটলান্টিক পাবলিশার্স অ্যান্ড ডিস্ট্রিবিউটর্স, নতুন দিল্লি |
আইএসবিএন | 978-81-7156-291-6 |
ওসিএলসি | 463616534 |
বিষয়বস্তু
এই বইটি স্বামী বিবেকানন্দের একটি জীবনী। বইটি অনেকগুলি অধ্যায়ে বিভক্ত। প্রতিটি অধ্যায়ে বিবেকানন্দের জীবনের নানা অংশ বর্ণিত হয়েছে। প্রথম অধ্যায়ে বিবেকানন্দের জন্ম, শৈশব ও প্রথম দিকের বিদ্যালয় জীবন বর্ণিত হয়েছে। দ্বিতীয় অধ্যায়টির নাম "স্পিরিচুয়াল অ্যাপ্রেনটিসশিপ"। এই অধ্যায়ে ১৮৮১ থেকে বিবেকানদের গয়া যাত্রা পর্যন্ত ঘটনা বর্ণিত হয়েছে। শেষ দুই অধ্যায়ে বিবেকানন্দের কবিতা ও গদ্য রচনার আলোচনা রয়েছে।
তথ্যসূত্র
- "Life And Philosophy Of Swami Vivekananda"। Open Library। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১২।
- Life And Philosophy Of Swami Vivekananda। ১ জানুয়ারি ১৯৯৫। পৃষ্ঠা Content। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১২।
- "Life And Philosophy Of Swami Vivekananda"। Book Adda। সংগ্রহের তারিখ ১৯ ডিসেম্বর ২০১২।
External links
- লাইফ অ্যান্ড ফিলোজফি অফ স্বামী বিবেকানন্দ in libraries (ওয়ার্ল্ডক্যাট ক্যাটালগে)
This article is issued from
Wikipedia.
The text is licensed under Creative
Commons - Attribution - Sharealike.
Additional terms may apply for the media files.